গণিত : ৯ম-১০ম শ্রেণি : অধ্যায় ৮ : বৃত্ত : সমাধান

class-9-10 board book math solve

বৃত্ত (৮)

পাঠ্য বাইয়ের উপপাদ্য, সম্পাদ্য, অনুসিদ্ধান্ত, কাজ ও অনুশীলনীর সমাধান

লিখার উপর ক্লিক অথবা টাচ্ করলেই সমাধান পেয়ে যাবেন


বৃত্ত (Circle)


 উপপাদ্য ১৭  বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা এর উপর লম্ব।


 উপপাদ্য ১৮  বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।


 উপপাদ্য ১৯  বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।


 অনুসিদ্ধান্ত ৩  বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।


অনুশীলনী ৮.১

 ১  প্রমাণ কর যে, দুইটি সমান্তরাল জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যাদ্বয়ের উপর লম্ব।


 ২  কোনো বৃত্তের $AB$ এবং $AC$ জ্যা দুইটি $A$ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। প্রমাণ কর যে, $AB=AC$।


 ৩  কোনো বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায়। দেখাও যে, বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু।


 ৪  দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটি জ্যা $AB$ অপর বৃত্তকে $C$ ও $D$ বিন্দুতে ছেদ করে। প্রমাণ কর যে, $AC=BD$।


 ৫  বৃত্তের দুইটি সমান জ্যা পরস্পরকে ছেদ করলে দেখাও যে, এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান।


 ৬  দেখাও যে, ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দিকে দুইটি সমান জ্যা অঙ্কন করলে তারা সমান্তরাল হয়।


 ৭  দেখাও যে, বৃত্তের দুইটি জ্যা এর মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর।


 ৮  $O$ কেন্দ্রবিশিষ্ট বৃত্তে জ্যা $PQ=x$ সে.মি. এবং $OR\perp PQ$


 ৯  প্রমাণ কর যে, দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ তার একই পাশে অপর দুইটি বিন্দুতে সমান কোণ উৎপন্ন করলে, বিন্দু চারটি সমবৃত্ত হবে।


 ১০  প্রমাণ কর যে, বৃত্তের সমান সমান জ্যা এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত।


 ১১  দেখাও যে, ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দিকে দুইটি সমান্তরাল জ্যা আঁকলে তারা সমান হয়।


 ১২  প্রমাণ কর যে, কোনো বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে এদের ছেদবিন্দু বৃত্তটির কেন্দ্র হবে।



বৃত্তচাপ (Arc)


 উপপাদ্য ২০  বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।


 উপপাদ্য ২১  অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ।


 অনুসিদ্ধান্ত ৪  সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে।


 অনুসিদ্ধান্ত ৫  কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ।


 কাজ  প্রমাণ কর যে, কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোন স্থূলকোণ।


অনুশীলনী ৮.২

 ১  $O$ কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তে $ABCD$ একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। $AC$, $BD$ কর্ণদ্বয় $E$ বিন্দুতে ছেদ করলে প্রমাণ কর যে, $\angle AOB+\angle COD=2\angle AEB$


 ২  $O$ কেন্দ্রবিশিষ্ট বৃত্তে $ABCD$ একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। $\angle ADB +\angle BDC =$ একসমকোণ। প্রমাণ কর যে, $A$, $O$, $C$ এক সরলরেখায় অবস্থিত।


 ৩  দেখাও যে, বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় পরস্পর সমান।


 ৪  চিত্রে, $O$ বৃত্তের কেন্দ্র এবং $OB=2.5$ সে.মি.


 ৫  $ABCD$ বৃত্তে $AB$ ও $CD$ জ্যা দুইটি পরস্পর $E$ বিন্দুতে ছেদ করেছে। দেখাও যে, $\triangle AED$ ও $\triangle BEC$ সদৃশকোণী।



বৃত্তস্থ চতুর্ভুজ (Inscribed Quadrilaterals)


 উপপাদ্য ২৩  বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।


 অনুসিদ্ধান্ত ৬  বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণের সমান।


 অনুসিদ্ধান্ত ৭  বৃত্তে অন্তর্লিখিত সামান্তিরিক একটি আয়তক্ষেত্র।


 উপপাদ্য ২৪  কোনো চতুর্ভুজের দুইটি বিপরীতা কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়।


অনুশীলনী ৮.৩

 ১  $\triangle ABC$ এ $\angle B$ ও $\angle C$ এর সমদ্বিখণ্ডকদ্বয় $P$ বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডকদ্বয় $Q$ বিন্দুতে মিলিত হলে, প্রমাণ কর যে, $B$, $P$, $C$, $Q$ বিন্দু চারটি সমবৃত্ত।


 ২  $ABCD$ একটি বৃত্ত। $\angle CAB$ ও $\angle CBA$ এর সমদ্বিখণ্ডক দুইটি $P$ বিন্দুতে এবং $\angle DBA$ ও $\angle DAB$ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দুইটি $Q$ বিন্দুতে মিলিত হলে, প্রমাণ কর যে, $A$, $Q$, $P$, $B$ বিন্দু চারটি সমবৃত্ত।


 ৩  $O$ কেন্দ্রবিশিষ্ট বৃত্তের $AB$ ও $CD$ জ্যা দুইটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। প্রমাণ কর যে, $\angle AOD+\angle BOC=$ দুই সমকোণ।


 ৪  $ABCD$ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। $AC$ রেখা যদি $\angle BAD$ এর সমদ্বিখণ্ডক হয়, তবে প্রমাণ কর যে, $BC=CD$।


 ৫  $O$ কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ $2.5$ সে.মি., $AB=3$ সে.মি. এবং $BD$, $\angle ADC$ এর সমদ্বিখণ্ডক।


 ৬  সমান সমান ভূমির ওপর অবস্থিত যেকোনো দুইটি ত্রিভুজের শিরঃকোণদ্বয় সম্পূরক হলে, প্রমাণ কর যে, এদের পরিবৃত্তদ্বয় সমান হবে।


 ৬  প্রমাণ কর যে, বৃত্তস্থ চতুর্ভুজের যেকোনো কোণের সমদ্বিখণ্ডক ও তার বিপরীত কোণের বহির্দ্বিখণ্ডক বৃত্তের ওপর ছেদ করে।



বৃত্তের ছেদক ও স্পর্শক (Secant and Tangent of a Circle)


 উপপাদ্য ২৫  বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব।


 অনুসিদ্ধান্ত ৮  বৃত্তের কোনো বিন্দুতে একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।


 অনুসিদ্ধান্ত ৯  স্পর্শবিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী।


 অনুসিদ্ধান্ত ১০  বৃত্তের কোনো বিন্দু দিয়ে ঐ বিন্দুগামী ব্যাসার্ধের ওপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে বৃত্তটির স্পর্শক হয়।


 উপপাদ্য ২৬  বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, ঐ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান।


 উপপাদ্য ২৭  দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, এদের কেন্দ্রদ্বয় ও ম্পর্শ বিন্দু সমরেখ।


 অনুসিদ্ধান্ত ১১  দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমান।


 অনুসিদ্ধান্ত ১২  দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের সমান।


অনুশীলনী ৮.৪

 ১  $O$ কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু $P$ থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানা হলো। প্রমাণ কর যে, $OP$ সরলরেখা স্পর্শ-জ্যা এর লম্বসমদ্বিখণ্ডক।


 ২  প্রমাণ কর যে, দুইটি বৃত্ত এককেন্দ্রিক হলে এবং বৃহত্তর বৃত্তটির কোনো জ্যা ক্ষুদ্রতর বৃত্তটিকে স্পর্শ করলে উক্ত জ্যা স্পর্শবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়।


 ৩  $AB$ কোনো বৃত্তের ব্যাস এবং $BC$ ব্যাসার্ধের সমান একটি জ্যা। যদি $A$ ও $C$ বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর $D$ বিন্দুতে মিলিত হয়, তবে প্রমাণ কর যে, $ACD$ একটি সমবাহু ত্রিভুজ।


 ৪  প্রমাণ কর যে, কোনো বৃত্তের পরিলিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত বাহু কেন্দ্রে যে দুইটি কোণ ধারণ করে, তারা পরস্পর সম্পূরক।


 ৫  $O$ কেন্দ্রবিশিষ্ট বৃত্তের বহিঃস্থ বিন্দু $P$ থেকে বৃত্তে $PA$ ও $PB$ দুইটি স্পর্শক।


 ৬  দেওয়া আছে, $O$ বৃত্তের কেন্দ্র এবং $PA$ ও $PB$ স্পর্শকদ্বয় বৃত্তকে যথাক্রমে $A$ ও $B$ বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ কর যে, $PO$, $\angle APB$ কে সমদ্বিখণ্ডিত করে।



বৃত্তের ছেদক ও স্পর্শক (Secant and Tangent of a Circle)


 সম্পাদ্য ৬  একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে।


 সম্পাদ্য ৭  বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে।


 সম্পাদ্য ৮  বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে।


 সম্পাদ্য ৯  কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে।


 কাজ  স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন কর।


 সম্পাদ্য ১০  কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে।


 সম্পাদ্য ১১  কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে।


অনুশীলনী ৮.৫

Post a Comment (0)
Previous Post Next Post