উপপাদ্য : কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়।

History 📡 Page Views
Published
05-Dec-2025 | 01:41 AM
Total View
47
Last Updated
31-Dec-2025 | 07:41 PM
Today View
0

কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়।


উপপাদ্য ২৪
মনে করি, $ABCD$ চতুর্ভুজে $\angle ABC + \angle ADC =$ দুই সমকোণ। প্রমাণ করতে হবে যে, $A$, $B$, $C$, $D$ বিন্দু চারটি সমবৃত্ত।

অঙ্কন : যেহেতু $A$, $B$, $C$ বিন্দু তিনটি সমরেখ নয়, সুতরাং বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি ও কেবল একটি বৃত্ত আছে। মনে করি, বৃত্তটি $AD$ রেখাংশকে $E$ বিন্দুতে ছেদ করে। $C$, $E$ যোগ করি।

প্রমাণ : অঙ্কন অনুসারে $ABCE$ বৃত্তস্থ চতুর্ভুজ।
সুতরাং $\angle ABC + \angle AEC=$ দুই সমকোণ [বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ]
কিন্তু $\angle ABC + \angle ADC=$ দুই সমকোণ [দেওয়া আছে]
$\therefore \angle AEC = \angle ADC$
কিন্তু তা অসম্ভব। কারণ চিত্রে $\triangle CED$ এর বহিঃস্থ $\angle AEC >$ বিপরীত অন্তঃস্থ $\angle ADC$
সুতরাং $E$ এবং $D$ বিন্দুদ্বয় ভিন্ন হতে পারে না। $E$ বিন্দু অবশ্যই $D$ বিন্দুর সাথে মিলে যাবে।

অতএব, $A$, $B$, $C$, $D$ বিন্দু চারটি সমবৃত্ত। (প্রমাণিত)
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)