About

History Page Views
Published
11-Aug-2020 | 05:21:00 PM
Total View
10.1K+
Last Updated
31-Dec-2025 | 07:29:30 PM
Today View
2
About

আমাদের সম্পর্কে

নমস্কার/আসসালামু আলাইকুম, আমি শ্রীবাস চন্দ্র দাস। বর্তমানে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মানবসম্পদ ও প্রশাসন (HR & Admin) বিভাগে কর্মরত আছি। কর্মজীবনের পাশাপাশি আমি শিক্ষামূলক কন্টেন্ট তৈরি ও শেয়ার করতে ভালোবাসি। শিক্ষা জীবন থেকে বেকারত্বের কঠিন সময় পর্যন্ত আমি দীর্ঘ সময় টিউশন করেছি এবং এখনও সুযোগ পেলে দু-একটি করাই।

যাত্রার গল্প ও প্রেক্ষাপট

ছাত্র-ছাত্রীদের পড়ানোর সুবিধার্থে আমি রচনা, ভাবসম্প্রসারণ, ইংরেজি লেটার, প্যারাগ্রাফ, ডায়ালগ এবং গল্পের প্রচুর নোট তৈরি করতাম। এছাড়াও যখন আমি নিজে পড়াশোনা করতাম বা কম্পিউটার শেখাতাম, তখন নিজের জন্যেও শিট আকারে নোট টাইপ করে রাখতাম।
চাকরিতে জয়েন করার পর মনে হলো, এই পুরনো নোটগুলো কম্পিউটারে রেখে হার্ডডিস্ক পূর্ণ করে লাভ কী? এগুলো তো এখন আমার কাছে "আবর্জনা" (Garbage) মাত্র। সব ডিলিট করতে গিয়েও মায়া হলো। কত রাত জেগে টাইপ করা এই নোটগুলো যদি ডিলিট না করে অনলাইনে রেখে দিই, তবে হয়তো কোনো ছাত্র-ছাত্রী বা অভিভাবকের উপকারে আসতে পারে।
সেই ভাবনা থেকেই ব্লগের নাম রাখা হলো My All Garbage। ২০২০ সালের জুলাই মাসে গুগল সার্চে ভালো অবস্থানের কারণে আমরা কাস্টম ডোমেইনে শিফট করি। কপিরাইট এড়াতে অনেক নোট শেয়ার করা সম্ভব হয়নি, তবে যা মৌলিক এবং প্রয়োজনীয়, তার সবটাই এখানে দেওয়ার চেষ্টা করেছি।

আমাদের লক্ষ্য

আমি জ্ঞান শেয়ার করায় বিশ্বাসী। আমার সংগ্রহে থাকা নোটগুলো যদি আপনাদের উপকারে আসে, তবেই আমার পরিশ্রম সার্থক। বইয়ের গতানুগতিক তথ্যের বাইরে এসে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে অনেক রচনা ও আর্টিকেলে নতুন তথ্য আপডেট করা হয়েছে। ২০২১ সাল থেকে সাইটের ভিজিটররাও তাদের নিজস্ব নোট পাঠিয়ে আমাদের সমৃদ্ধ করছেন। আপনাদের চোখে কোনো ভুল ধরা পড়লে দয়া করে কমেন্ট করে জানাবেন।

আমাদের পথচলা (Timeline)

2007 - 2008
কম্পিউটার শিক্ষা ও দক্ষতা অর্জন (MS Office, Graphics Design, Database, Hardware & Networking)।
2009
Dot Net দিয়ে SCSOFT ব্যানারে ছোট ছোট সফটওয়্যার তৈরির কাজ শুরু।
2010
WAP সাইট এবং ব্যক্তিগত ব্লগের মাধ্যমে অনলাইন যাত্রা।
2014
SCSOFT ব্যানারে কিছু কম্পিউটার কোর্স পরিচালনা।
2016 - 2017
চাকরিতে যোগদান এবং একাডেমিক শিক্ষা (MBA) সমাপ্তি। একই সাথে Blogger প্লাটফর্মে My All Garbage এর আনুষ্ঠানিক যাত্রা।
2018
Google AdSense এর অনুমোদন প্রাপ্তি।
2020
জনপ্রিয়তা বৃদ্ধির কারণে www.myallgarbage.com কাস্টম ডোমেইনে রূপান্তর।
2021
My All Garbage এর অফিসিয়াল Android App প্রকাশ।
2022
শিক্ষামূলক ই-নোট শেয়ারিং সাইট www.enoteshare.com এর সূচনা।
2025
১. প্রশ্ন ও উত্তর ভিত্তিক সাইট www.qnafy.com এর আগমন।
২. My All Garbage সাইটটি Blogger থেকে নিজস্ব তৈরি CMS "SCSOFT"-এ সফলভাবে স্থানান্তর।

যোগাযোগ ও ঠিকানা

যেকোনো প্রয়োজনে বা পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।
ঠিকানা মাইজদী কোর্ট, নোয়াখালী - ৩৮০০, বাংলাদেশ।
মোবাইল +880 1855 85 95 65
ই-মেইল support@myallgarbage.com
কাজের সময় শনি - শুক্র: ০৯:০০ - ২৩:০০
ধন্যবাদ আমার এই সাইটের সাথে থাকার জন্য। আপনার আশীর্বাদ / দোয়া আমাদের একান্ত কাম্য।
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (10)

Guest 05-Feb-2025 | 03:26:45 PM

I randomly found this site. It's a very good initiative. I'm also a student and making my pocket money by doing some tuition. I think this site will be helpful for students and your affort wont be wasted.

My All Garbage 30-Jul-2022 | 03:52:26 AM

Thanks

St-Lazarus 29-Jul-2022 | 05:55:24 PM

Deep down, I always wanted to make this kind of site. But, I never had this level of commitment and capacity. A heart-felt thank you from me. Do let us know how to contact you if we can help you anyway: financially, content-wise, or even with new ideas!

All the best. And, thanks again.

Guest 07-Apr-2022 | 10:50:45 AM

অসাধারণ একটি সাইট। খুবই ভালো লাগলো। ধন্যবাদ

বোয়ালিয়া দারুসসালাম মসজিদ কমপ্লেক্স 31-Mar-2021 | 04:20:10 AM

অপশন রাখেনি এডিট হওয়ার ভয়ে। কিন্তু এটা ভূল ধারণা। যদি শিক্ষার্থীরা এর থেকে উপকৃত হয় তবে সেটা সবার জন্য ভালো হবে আসা করছি।

Guest 05-Feb-2020 | 05:20:07 PM

আমি লেখাটিকে কি ভাবেে এম এস ওয়াডে আনতে পারি?

Guest 26-Nov-2019 | 03:03:28 PM

ধন্যবাদ এগুলো দেয়ার জন্য,,,মাঝে মাঝে এমন কিছু জায়গায় যাই যেখানে পড়ার বই থাকে না,,এবং সেগুলা বহন করা কষ্ট সাধ্য হয়,,তাই আপনার তৈরী পেজটা আমি home screen রেখেছি,,যখনই কোন কিছুর দরকার হয় তখনই এখানে ঢুকে পড়ি যদিও এটা বইয়ের কিছুটা বিকল্প তবুও বাকি যে গুলো এখনও আপলোড দেন নাই দিয়ে দিয়েন কিছু কিছ কিছু পাই নাই এখানে যাই হোক আবারও ধন্যবাদ এগুলা দেয়ার জন্য,,,,,😍✌👍💞

Guest 27-Sep-2019 | 03:41:21 AM

Thank you very much. Mush appreciate.

Kismath Akter 10-Sep-2019 | 02:12:03 AM

You are a great person. Salute Apnake

Guest 22-Jun-2018 | 10:56:57 AM

Thank you