বাংলা ভাষায় বহু শব্দ আছে যেগুলোর উচ্চারণ খুব কাছাকাছি। কিন্তু শব্দগুলো ভিন্ন অর্থ বহন করে। যেমন— 'অদিন' ও 'অদীন'। প্রথমটির উচ্চারণ 'অদিন' আর দ্বিতীয়টির উচ্চারণ 'অদিনো'। ছোট্ট একটু পার্থক্য উচ্চারণে। কিন্তু অর্থে পার্থক্য ব্যাপক। 'অদিন' অর্থ হলো 'অশুভ দিন' আর 'অদীন' অর্থ হলো 'দরিদ্র নন যিনি' অর্থাৎ 'ধনী'। আবার অনেক শব্দ আছে, যাদের উচ্চারণ অভিন্ন বা এক কিন্তু অর্থ আলাদা। যেমন— 'অংস' এবং 'অংশ'। শব্দ দুটোরই উচ্চারণ হলো 'অংশো'। তবে 'অংশ' অর্থ হলো 'ভাগ' এবং 'অংস' অর্থ হলো 'কাঁধ'। এমন বহগ শব্দ আছে বাংলায় আর এগুলো হলো ভাষার সৌন্দর্যময় সম্পদ। নিচে এমন কিছু প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ উল্লেখ করা হলো—
অংশ (ভাগ, অসম্পূর্ণ)
অংশ্য (ভাগ করার উপযোগী)
অংস (কাঁধ)
অংশগ্রহণ (শামিল হওয়া)
অংশ গ্রহণ (নিজের ভাগ বুঝে নেওয়া)
অকর্তৃত্ব (অকর্তার ভাব)
অকর্ত্রীত্ব (অকর্ত্রীর ভাব)
অকার (ব্রহ্মা)
অ–কার (অ–এই বর্ণ)
অকিঞ্চন (নিঃস্ব, দরিদ্র)
আকিঞ্চন (দৈন্য, দারিদ্র্য)
অকুল (হীন বা নী বংশ, স্বজনবিহীন)
অকূল (যার কূল নাই, সমুদ্র)
অকৃত (যা করা হয় নি)
অক্রীত (যা কেনা হয় নি)
অকৃতদার (অবিবাহিত)
অকৃতদার (যাকে যথেষ্ট আদর করা হয়নি)
অকৃতত্ত (অখন্ডিত)
অকৃত্য (যা করা উচিত নয়)
অকৃষ্ট (চাষ না–করা)
অকৃষ্য (চাষ করার পক্ষে অনুপযুক্ত)
অক্ষিব (সামুদ্রিক লবণ)
অক্ষীব (শজনে গাছ)
অখণ্ড (যা খণ্ডিত নয়)
অখণ্ড (যা খণ্ডন করা যায় না)
অখ্যাত (অপ্রসিদ্ধ)
আখ্যাত (কথিত, উল্লেখিত)
অগ্র (প্রধান, সম্মুখ)
অগ্র্য (আদ্য, শ্রেষ্ঠ)
অঘর (যার ঘর নেই)
অঘোর (শাক্ত সম্প্রদায় বিশেষ)
অঙ্ক (কোল, গণিত)
অঙ্ক্য (মৃদঙ্গ)
অচূর্ণ (যা চূর্ণ করা হয়নি)
অচূর্ণ্য (যা চূর্ণ করা যায় না)
অচ্ছদ (অনাবৃত)
অচ্ছোদ (স্বচ্ছ জলাশয়)
অচ্ছন্ন (অবিভক্ত)
আচ্ছন্ন (ঢাকা)
অজগর (বড়ো সাপ–বিশেষ)
অজাগর (নিদ্রাহীন, ঘুমন্ত)
অজড় (জড় নয়, জীবন্ত)
অজর (জরাগ্রস্ত নয়)
অণু (ছোট, ক্ষুদ্র)
অনু (পশ্চাৎ)
অত (এই পরিমাণ)
অতঃ (এর পর)
অতর্ক (তর্কের অভাব)
অতর্ক্য (তর্কের অনুপযুক্ত)
অত্রস্ত (এস্ত বা ভীত নয়)
অত্রস্থ (এই জায়গায়)
অদিন (অশুভ দিন)
অদীন (দুঃখহীন)
অদৃশ্য (যা দেখা যাচ্ছে না)
অদৃষ্য (অপরাজেয়)
অদৃষ্ট (ভাগ্য)
অধৃষ্ট (অনুদ্ধত)
অদ্বৈত (দ্বৈতহীন)
অদ্বৈধ (দ্বিধাহীন)
অবরোষ্ঠ (দুই ঠোঁট)
অধরোষ্ঠ্য (ঠোঁট বিষয়ক)
অধর্ম (পাপ, অন্যায়)
অধর্ম্য (ধর্মবিরুদ্ধ)
অধিশয়িত (অধিষ্ঠিত)
অধিশায়িত (যাকে শোয়ানো হয়েছে)
অধিষ্ঠাতৃগণ (অধিষ্ঠাতারা)
অধিষ্ঠাত্রীগণ (অধিষ্ঠাত্রীরা)
অধীতি (অধ্যয়ন)
অধীতী (অধ্যয়নকারী)
অনর্ঘ (অতি দামি)
অনর্ঘ্য (অপূজনীয়)
অনর্থকরী (যা লাভজনক নয়, ক্ষতিকারক)
অনর্থকারী (যে ক্ষতি করে, যা ক্ষতি করে)
অনায়ত (যার আয়তন কম)
অনায়ত্ত (আয়ত্ত করা যায় নি)
অনিল (বাতাস)
অনীল (যা নীল নয়)
অনিশ (অবিরাম)
অনীশ (নাস্তিক)
অনিষ্ট (ক্ষতি)
অনিষ্ঠ (নিষ্ঠাহীন)
অনুক (কামুক)
অনূক (মূত্রস্থলী)
অনুচরী (অনুচরের স্ত্রী লিঙ্গ)
অনুচারী (যে পিছনে আসছে)
অনুদিত (উদিত না হওয়া)
অনূদিত (অনুবাদ করা)
অনুপ (উপমাহীন)
অনূপ (জলাশয়)
অনুবদ্ধ (সংশ্লিষ্ট, প্রথিত)
অনুবন্ধ (আরম্ভ, সম্বন্ধ)
অনুভব (উপলব্ধি)
অনুভাব (জ্ঞান)
অনুসৃতি (অনুসরণ করা)
অনুস্মৃতি (পরে মনে করা)
অন্ত (শেষ)
অন্তৎ (মধ্যের)
অন্ত্য (শেষ, প্রান্তস্থ, নীচ)
অন্তঃসত্তা (আত্মা)
অন্তঃসত্ত্বা (সন্তানসম্ভবা)
অন্তঃস্থ (মাঝের)
অন্তস্থ (শেষের)