আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বন্ধুকে ই-মেইল। 
To : oparna @ myallgarbage.com 
Cc : .... 
Bcc : .... 
Subject : কলেজে আন্তর্জাতিক নারী দিবস বিষয়ে
অপর্ণা, 
  ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে আমাদের কলেজ থেকে র্যালি বের করার সিদ্ধান্ত
  নেওয়া হয়েছে। ইভটিজিং, নারীর সামাজিক নিরাপত্তা, নারী নির্যাতন বন্ধ প্রভৃতি
  বিষয়ে পোস্টার, প্ল্যাকার্ডের জন্য স্লোগান, বাণী সংগ্রহ করা হচ্ছে। এই বিষয়ে
  তোর আইডিয়াগুলো ম্যাডাম খুব পছন্দ করেছেন এবং তোকে আসতে বলেছেন। দেরি করিস না,
  চলে আসিস। আমি আজ বাড়ি যাচ্ছি, কাল ফিরব। 
তোর বন্ধু 
মৌমিতা