মার্চের দিনগুলি

মোবাইলে বিজয় কি-বোর্ড দিয়ে বাংলা টাইপিং

কম্পিউটারের বিজয় কি-বোর্ড দিয়ে বাংলা টাইপিং নিশ্চয় শিখে নিয়েছেন আমাদের ‘বিজয় টাইপিং টিউটোরিয়াল’ থেকে। এখানে আমরা আলোচনা করছি কিভাবে মোবাইলে বিজয় দিয়ে বাংলা টাইপিং করবেন।

এখানে বলে রাখি বিজয়’এর নিজস্ব টাইপিং এ্যাপ আছে। কিন্তু আমার কাছে বিজয়’এর নিজস্ব টাইপিং এ্যাপটা ভালো লাগে না। তাই আমি ‘রিদ্মিক’ কি-বোর্ডের পুরোনো একটা ভার্সন ইউজ করি।

যেখানে বিজয় কিবোর্ডের হুবহু লেআউট আছে

প্রথমে ‘রিদ্মিক’ কি-বোর্ডের পুরোনো ভার্সনটি ডাউনলোড করে নিন এবং ইন্সট্রল করে নিন। মোবাইলের সেটিং থেকে ‘রিদ্মিক’ কি-বোর্ডকে প্রাইমারি কি-বোর্ড হিসেবে সিলেক্ট করে নিন।

এখন আপনার কি-বোর্ডটি ব্যবহারের জন্য রেডি। এই কি-বোর্ডের মাধ্যমে আপনি ইংরেজি, বিজয় এবং পোনেটিক তিন ধরনেই টাইপ করতে পারবেন।

এই কিবোর্ডে বিজয়’এর কি-বোর্ড লেআউট হুবহু আছে। কিন্তু বর্তমানে Goolge Play Store-এ রিদ্মিকের যে এ্যাপ আছে তাতে বিজয়’এর কি-লেআউট হুবহু নেই। কিছুটা বিজয়’এর সাথে মিল থাকলেও বিজয়’এর লে-আউটের মত হুবহু নয়। এক-দুইটা বাটন উলোট পালট আছে।

আপনি আমার সাইট থেকে সে এ্যাপটি ইন্সট্রল করেছেন, সেটি রিদ্মিক এর পুরোনো ভার্সন। নিচের স্ক্রিনশটের মাধ্যমে কি-বোর্ডের নমুনা দেওয়া হলো।

Bijoy Bangla Key-Board
কম্পিউটার কি-বোর্ডে বিজয় লেআউট

Bijoy Key Board for Mobile
এ্যাপের কি-বোর্ডে বিজয় লেআউট

Post a Comment (0)
Previous Post Next Post