মার্চের দিনগুলি

Lesson # 9 - Online Bijoy Bangla Typing Tutorial / অনলাইন বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল

Step : 20
এতগুলো লেসন শেষ করার পর একটা বিষয় নিশ্চয় লক্ষ্য করেছেন যে,  এখনো আমরা স্বরবর্ণ লিখা শিখি নি। হ্যাঁ, এই পর্বে আমরা স্বরবর্ণ লিখা শিখবো।

বিজয় দিয়ে বাংলা স্বরবর্ণ লিখার নিয়ম


আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো “কার” আথাৎ
আ= আ-কার (া)
ই=ই-কার (০ি)
ঈ=ঈ-কার (ী)
উ=উ-কার (ু)
ঊ=ঊ-কার (ূ)
ঋ=ঋ-কার (ৃ)
এ=এ-কার ( ে )
ঐ=ঐ-কার (ৗ)
ও=ও-কার (ো)
ঔ=ঔ-কার (ৌ)

প্রথমে আঙ্গুল Home Key তে বসান।

আচ্ছা আপনি তো আ-কার, ই-কার, ঈ-কার মত সব “কার” গুলো লিখাতে শিখেছেন আগের লেসন গুলোতে।
তাহলে, প্রথমে হসন্ত বাটন "G" চাপ দিয়ে দিয়ে আ-কার (া) দিন তো-

এই ভাবে প্রতিবার প্রথমে হসন্ত বাটন চাপ দিয়ে বাকি সব “কার” গুলো দিন। যে “কার” গুলো লিখতে শিফ্ট লাগে, সেগুলোতে প্রথমে হসন্ত দিয়ে শিফ্ট সহ সেই “কার”টি লিখুন উপরের বক্সে। দেখবেন স্বরবর্ণগুলোই পাচ্ছেন।

অথাৎ হসন্ত চাপ দিয়ে অন্য কোনো বর্ণ না চাপ দিয়ে যে স্বরবর্ণ লিখতে চাই তার সংক্ষিপ্তরূপ “কার” চাপ দিলেই সেই স্বরবর্ণ পাওয়া যায়। আমরা টাইপ শিখার সময় এই “কার” গুলো লিখা শিখেছি। কিছু “কার” শিফ্ট ছাড়া দিতে হয়, আর কিছু “কার” শিফ্ট দিয়ে দিতে হয়। শুধু মাত্র ঐ “কার” গুলো আগে যেভাবে লিখা শিখেছি সেভাবেই লিখবো শুধু লিখার আগে হসন্ত বাটন বাপ দিলেই ঐ “কার”টি স্বরবর্ণ হয়ে যাবে।
আসুন তাহলে শুরু করি স্বরবর্ণ লিখা-

Shift + Home Key "F" = অ (অ এর কোনো “কার” নাই, তাই এর জন্য প্রথমে হসস্ত দিতে হয় না)
হসন্ত + আ-কার (া)=
হসন্ত + ই-কার (০ি)=
হসন্ত + Shift + ঈ-কার (ী)=
হসন্ত +Shift + উ-কার (ু)=
হসন্ত + ঊ-কার (ূ)=
হসন্ত + ঋ-কার (ৃ) =
হসন্ত + এ-কার ( ে )=
হসন্ত + ‍Shift + ঐ-কার ( ৈ)=
বাম হাতের মধ্যমার নিচে "C" বাটন=
হসন্ত + Shift + ঔ-কার (ৌ)=


উদাহরণ : ঈ লিখার নিয়ম দেখাচ্ছি। প্রথমে বাম হাতের তর্জনি দিয়ে  হসন্তে একবার চাপ দিয়ে ছেড়ে দিন। এখন ঈ-কার যেভাবে লিখতে হয় সেভাবে ঈ-কার লিখুন। অথাৎ Shift চেপে ধরে ঈ-কার এর বাটন D-তে চাপ দিন। আবার ই-কার ( ি) লিখতে Shift লাগে না। তাই “ই” লিখার জন্য প্রথমে হসন্ত বাটনে চাপ দিয়ে ই-কারের "D" বাটন দিলেই “ই” পাওয়া যাবে।



Step : 21
আরো “” ও “ঃ” বাকি আছে।
এরা একই বাটনে আছে। Enter বাটনের আশে পাশে  “ৎ” এর জন্য শীফ্ট ছাড়া চাপতে হবে এবং ঐ বাটনটি শীফ্ট সহ চাপলে “ঃ” পাওয়া যাবে। আলাদা আলাদা কিবোর্ডে এই বাটনটি আলাদা আলাদা স্থানে আছে। এটি ডান হাতের যেকোনো আঙ্গুল দিয়ে চাপতে হবে। সাধারণত এটি দেখে চাপতে হয়। তবে দীর্ঘদিন টাইপ চর্চায় থাকলে না দেখেও দেয়া যায়। চন্দ্রবিন্দু (ঁ)-র জন্য উপরের নাম্বার সারির "7" বাটন চাপতে হবে।

বৃহৎ, দুঃখ, মঃস্য, হ্যাঁ, কাঁদা, অতঃপর


Post a Comment (0)
Previous Post Next Post