ছোটবেলা থেকেই আমরা স্কুলে বা অন্য কোথাও ইংরেজিতে A থেকে Z পর্যন্ত যে ২৬ টি
Letter উচ্চারণ শিখে এসেছি কিংবা জেনে এসেছি তার ভেতর অর্ধেকেরও বেশি Letter এর
উচ্চারণ আমরা ভুল শিখে এসেছি।
আজকে আমি আলোচনা করবো আপনি কোন Letter গুলো একদমই ভুল উচ্চারণ শিখে
এসেছেন।স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ এমনকি ভার্সিটিতে এসেও সেইসব ভুল উচ্চারণ আজো
প্রতিনিয়ত করে চলেছি আমরা।তো চলুন আর কথা না বলে শুরু করা যাক:-
প্রথমে একটু দেখে নেওয়া যাক ছোটবেলায় আমরা কি শিখে এসেছি:-
A - এ
F - এফ
J - জে
K - কে
L - এল
O - ও
P - পি
Q - কিউ
R - আর
T - টি
V - ভি
W - ডাবলু
কিছু ভুল বললাম নাতো।আপনারা কি জানেন উপরের সবগুলো উচ্চারণ ভুল উচ্চারণ। কোনোটাই সঠিক হয়নি।বলতে পারেন এতোকাল কি ভুল শিখেছেন কিংবা এসব নতুন স্টাইল বের হয়ছে হয়তো। আসলে এগুলো আগের মতনই ছিলো আমরা এতোকাল ভুল করে ভুলভাবে ভুল উচ্চারণ শিখে এসেছি।
এবার চলুন Letter গুলোর সঠিক উচ্চারণ জেনে আসি-
A - এই
F - এফ
(কিন্তু উচ্চারণের সময় উপরের দাঁত এবং নিচের ঠোঁট একসাথে লাগবে এবং বাতাস
বের হবে)
J - জেই
K - খেই
(বাংলা বর্ণ 'খ' এর মতো ভিতর থেকে উচ্চারণ করুন)
L - অ্যাল
(জিহ্বা দাঁতের উপরের তালুতে লাগবে)
O - ঔ
(বাংলা স্বরবর্ণ 'ঔ' এর মত করে)
P - ফি
(দুই ঠোঁট একসাথে মিলিয়ে বাংলা 'ফ' এর মত করে উচ্চারণ)
Q - খিউ
R - আর/অ্যা
(আমেরিকান স্টাইল - আর এবং ব্রিটিশ স্ট্যাইল অ্যা)
T - ঠি
(বাংলা বর্ণ 'ঠ' এর মতো করে)
V - ভি
(কিন্তু উচ্চারণ 'F' এর মত করে)
W - ডাবল ইউ
(U+U=W/Double U)
আর একটি Letter আছে যেটা আমরা সঠিক বলি ( Z= জেড) কিন্তু আমেরিকান স্টাইলে (Z=
জি) হবে।এজন্য Zee Bangla টিভি কে আমরা কিন্তু জি বাংলা বলে থাকি।
পুনশ্চঃ British-রা শব্দের মাঝে এবং শব্দের শেষে 'R' থাকলে সেটা উচ্চারণ করেনা।
Example:
Computer - খম্পিউটা
Powder - ফাউডা
আমরা যদি উপরোক্ত Letter গুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারি তবে আমাদের (৩০-৩৫)%
Word কিন্তু সঠিক উচ্চারণ হয়ে যাবে। আর যার ফলে IELTS সহ অন্যান্য লিসনিং
পরীক্ষায় খুব ভালো উপকার পাবো।
আর একটা জিনিস আমরা প্রায়ই ভুল করি সেটা হল আমরা ইংরেজিতে Letter দেখে Word
উচ্চারণ করে থাকি।আসলে ইংরেজি উচ্চারণ Letter দিয়ে হয় না।ইংরেজি Word এর
উচ্চারণের জন্য ৪৪ টি সাউন্ডস আছে।যা IPA
(International Phonetic Alphabet) কর্তৃক নিদিষ্ট করে দেওয়া হয়েছে।আমরা
যেমন বাংলাতে বর্ণ চেনার পাশাপাশি সেটা উচ্চারণ করতে উচ্চারণের বিভিন্ন নিয়ম
পড়ি।ইংরেজির ক্ষেত্রেও বিষয়টি সেরকম।
ইংরেজি লেটারস দিয়ে ইংরেজি বর্ণ উচ্চারণ না করে আমরা IPA -
International Phonetic Alphabet এর 44 টি সাউন্ডস (20 Vowel & 24
Consonant) সাউন্ডস শেখার চেস্টা করবো ইনশাআল্লাহ।
আজিবুল হাসান
২৪শে মার্চ, ২০২১
Weldone
ReplyDelete