মার্চের দিনগুলি

প্রতিবেদন : রুখতে হবে জঙ্গিবাদ

‘রুখতে হবে জঙ্গিবাদ’ এই শিরোনামে দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো।


রুখতে হবে জঙ্গিবাদ


নিজস্ব প্রতিনিধি : ঢাকা : ২৯শে জুন, ২০২১ : বর্তমান সময়ে জঙ্গিবাদ বিশ্বব্যাপী একটি সমস্যা। বাংলাদেশেও এর শিকড় গজিয়েছে দিকে দিকে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জঙ্গিদমনে সর্বাত্মক প্রয়াস চালাচ্ছে। জঙ্গিবাদের একটি গ্রুপ ধরা পড়তে না পড়তেই গড়ে উঠছে নতুন আরেকটি গ্রুপ। বলতে দ্বিধা নেই জঙ্গিবাদ মোকাবিলা সম্প্রতি একটি বিশ্বজনীন সমস্যা এবং বিশ্বের ৭০০ কোটি মানুষের কাছে তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। পবিত্র কুরআন শরিফে উল্লেখ আছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানেই সমগ্র মানবজাতিকে হত্যা করা। অথচ জঙ্গিবাদীরা আল্লাহর নামে স্নোগান দিয়ে নানারকম ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত করতে দ্বিধাবোধ করে না। এ দেশের উঠতি যুবসমাজকে দিয়ে জঙ্গিরা যে ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তা দ্রুত ও সঠিকভাবে দমন করতে না পারলে আমাদের যুবশক্তি বিপথগামী হয়ে জাতিকে মহাসংকটের দিকে ঠেলে দেবে। এ ব্যাপারে শুধু সরকারের ওপর নির্ভরশীল হওয়া বা সরকারকে এককভাবে দায়ী করে লাভ নেই। জঙ্গিবাদের মোকাবিলা করতে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। এগিয়ে আসতে হবে সকল শ্রেণিপেশার মুক্তমনা মানুষ ও বুদ্ধিজীবীকে। কেবল সমালোচনা করে সংকট থেকে নিরাপদ দূরে অবস্থান নিয়ে জঙ্গিবাদ মোকাবিলা সম্ভব নয়। জঙ্গিবাদ আইনশৃঙ্খলাজনিত কোনো সাধারণ নয় বরং বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকট। জঙ্গিবাদের ঘটনায় প্রাণ হারাচ্ছে অসংখ্য নিরীহ মানুষ। দেশের আনাচে-কানাচে পত্র-পল্লবে বেড়ে উঠছে জঙ্গি তৎপরতা। জঙ্গিবাদকে প্রতিহত করতে না পারলে ধীরে ধীরে তা সারাদেশে ছেয়ে যেতে পারে। তাই এখনই কঠোর হাতে জঙ্গিবাদকে রুখতে হবে।

1 Comments

Post a Comment
Previous Post Next Post