মার্চের দিনগুলি

সমার্থক শব্দ / প্রতিশব্দ

অকস্মাৎ এর সমার্থক শব্দ : আচমকা, হঠাৎ, সহসা, অতর্কিতে, অতর্কিতভাবে, আকস্মিকভাবে, আচম্বিতে, অপ্রত্যাশিতভাবে, দৈবাৎ, দৈবক্রমে, অভাবিতরূপে, হুট করে, ঘটনাচক্রে, ঘটনাক্রমে।

অকাল এর সমার্থক শব্দ : অসময়, অবেলা, অদিন, দুর্দিন, কুদিন, অযাত্রা, কালবেলা, বারবেলা, অশুভ, তিথি, অশুভ সময়, কুক্ষণ, দুঃসময়, কুগ্রহ, শনির দশা।

অক্লান্ত এর সমার্থক শব্দ : ক্লান্তিহীন, শ্রান্তিহীন, অশ্রান্ত, অনলস, নিরসন, অদম্য, অক্লিষ্ট, অনবসন্ন, আলস্যবিমুখ, অধ্যবসায়ী, পরিশ্রমী, উদ্যমী, অকাতর।

অক্ষম এর সমার্থক শব্দ : ক্ষমতাহীন, অসমর্থ, অপটু, দুর্বল, অদক্ষ, অশক্ত, শক্তিহীন, হতবল, বলহীন, হীনবল, ক্ষীণবল, অল্পশক্তি, অল্পবল, কমজোর, ব্যর্থ, অযোগ্য, অনুপযুক্ত, অসহায়, সামর্থ্যহীন, অকৃতী, অপারগ, চলচ্ছক্তিহীন, জরাগ্রস্ত, অথর্ব।

অক্ষয় এর সমার্থক শব্দ : চিরন্তন, ক্ষয়হীন, নাশহীন, অশেষ, অনন্ত, অনিঃশেষ, অন্তহীন, অন্তবিহীন, অব্যয়, অবিনাশী, অলয়, লয়হীন, অবিনশ্বর, অমর, চিরায়ু, চিরায়ত, শাশ্বত, নিত্য, অফুরন্ত, স্থায়ী, চিরস্থায়ী, অনির্বাণ।

অখণ্ড এর সমার্থক শব্দ : সম্পূর্ণ, আস্ত, গোটা, খণ্ডহীন, অভগ্ন, অটুট, অক্ষত, পূর্ণ, অবিভক্ত, অখণ্ডিত, পরিপূর্ণ, সমগ্র, পূর্ণাঙ্গ, সামগ্রিক, অভঙ্গুর।

অখ্যাতি এর সমার্থক শব্দ : নিন্দা, অপযশ, অযশ, অপ্রশংসা, কলঙ্ক, অপবাদ, অপ্রসিদ্ধি, কুৎসা, অপমান, যশোহানি, মানহানি, মর্যাদাহানি, বদনাম, লোকনিন্দা, দুর্নাম, অগৌরব, অমর্যাদা, অসম্মান, কেলেঙ্কারি, অপকীর্তি, কুকীর্তি।

অঙ্গ এর সমার্থক শব্দ : দেহ, শরীর, অবয়ব, গা, গাত্র, বপু, তনু, কাঠামো, আকৃতি, দেহাংশ, অনুরুচি, উপাঙ্গ, শরীরগ্রন্থি, প্রত্যঙ্গ, দেহভৃৎ, অপঘন।

অঙ্গীকার এর সমার্থক শব্দ : প্রতিজ্ঞা, সংকল্প, পণ, প্রতিজ্ঞান, শপথ, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞাবন্ধন, অঙ্গীকরণ, কথাদান, জবান, বাগদান।

অচেতন এর সমার্থক শব্দ : অসাড়, নিশ্চেতন, চৈতন্যহীন, চেতনাশূন্য, চেতনাহীন, সংজ্ঞাহীন, অজ্ঞান, নিঃসড়, বেহুঁশ, বোধশক্তিহীন, প্রজ্ঞারহিত, আবিষ্ট, আচ্ছন্ন, মূর্ছিত, সম্মোহিত, জ্ঞানশূন্য, জ্ঞানহীন, জ্ঞানহারা, বাহ্যজ্ঞানহীন, বাহ্যজ্ঞানশুন্য, বাহ্যজ্ঞানলুপ্ত, বিবশ, হতচেতন, গতচেতন, অবচেতন।

অজ্ঞ এর সমার্থক শব্দ : মুর্খ, নির্বোধ, নির্বুদ্ধি, অশিক্ষিত, অপ্রাপ্তশিক্ষা, জ্ঞানহীন, অনবগত, জ্ঞানশূন্য, অজ্ঞানী, বেকুব, নিরক্ষর, অনক্ষর, বিদ্যাহীন, বর্ণপরিচয়হীন, অক্ষরজ্ঞানহীন, অসাক্ষর, কু অক্ষর গোমাংস, নির্বোধ, অবিজ্ঞ, অপণ্ডিত, মূঢ়, অবিদ্বান, অপ্রাজ্ঞ, অপরিজ্ঞাত।

অতিথি এর সমার্থক শব্দ : অভ্যাগত, আগন্তুক, মেহমান, গৃহাগত, নিমন্ত্রিত, আমন্ত্রিত, আহূত ব্যক্তি, কুটুম্ব।

অতিরিক্ত এর সমার্থক শব্দ : অত্যধিক, বেশি, মেলা, অনেক, প্রচুর, প্রতুল, ভূরি, পর্যাপ্ত, বাড়তি, দেদার।

অতীত এর সমার্থক শব্দ : গতদিন, তৎকাল, পুরাকাল, পূর্ব, পুরা, পুরাবৃত্ত, সেকাল, ভূতপূর্বকাল, পূর্বকাল, পূর্বযুগ।

অতুলনীয় এর সমার্থক শব্দ : তুলনাহীন, অতুলন, তুলনারহিত, অতুল, অতুল্য, অপরূপ, চমৎকার, নিরূপম, অনবদ্য, অনুপম, অনুপ, অপ্রতিম, অনুপমেয়, অপ্রতিদ্বন্দ্বী, তোফা, অদ্বিতীয়, অপূর্ব, অভূতপূর্ব, জবর, বেড়ে, অলোকসামান্য, অলোকসুন্দর, শ্রেষ্ঠ, খাসা, সেরা, পরম, সর্বশেষ্ঠ, দারুণ, পরাকাষ্ঠ, অনন্যসাধারণ, অসাধারণ।

অপূর্ব এর সমার্থক শব্দ : অদ্ভুত, আশ্চর্য, আশ্চর্যজনক, অত্যাশ্চর্য, অভূতপূর্ব, অত্যদ্ভুত, অলৌকিক, অভিনব, বিস্ময়কর, বিস্ময়জনক, বিস্ময়াবহ, আজব, তাজ্জব, চমকপ্রদ, চমকদার, অবাক করা।

অবস্থা এর সমার্থক শব্দ : হাল, দশা, গতিক, পরিস্থিতি, পরিবেশ, ঘটনা, ঘটনাচক্র, ব্যাপার, প্রসঙ্গ, হালচাল, হালত, দেশ-কাল-পাত্র, রকম সকম, হাবভাব, ভাবভঙ্গি, ভাবগতিক, ধরনধারণ, ব্যাপার-স্যাপার।

অত্যন্ত এর সমার্থক শব্দ : অতিশয়, অতি, অতীব, অত্যধিক, অধিক, অতিমাত্র, পরম, সাতিশয়।

অত্যাচার এর সমার্থক শব্দ : পীড়ন, উৎপীড়ন, নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ, লাঞ্ছনা, নিগ্রহ, জুলুম, জুলুমবাজি, জোরজুলুম, জবরদস্তি, জোরজবরদস্তি, জোরজার, উপদ্রব, উৎপাত।

অদৃশ্য এর সমার্থক শব্দ : অলক্ষিত, অদৃষ্টিগোচর, অসমক্ষ, অদৃষ্ট, অলক্ষ্য, অগোচর, অপ্রত্যক্ষ, অদেখা, অপ্রকট, অপ্রকাশ্য, অপ্রতীয়মান, অচাক্ষুষ, অলখ, অপ্রকাশিত, অদর্শিত, অনবলোকিত, অগোচরীভূত, দৃষ্টিবহির্ভূত, অদৃষ্টপূর্ব।

অদ্ভুত এর সমার্থক শব্দ : বিস্ময়কর, আশ্চর্যজনক, আশ্চর্যকর, অভিনব, বিচিত্র, অপূর্ব, অলৌকিক, অভূতপূর্ব, অস্বাভাবিক, ভূতুড়ে, সৃষ্টিছাড়া, উদ্ভট, আজগুবি, মজার, তাজ্জব, বিচিত্র।

অধিবেশন এর সমার্থক শব্দ : সভা, সমিতি, সমাবেশ, জমায়েত, বৈঠক, দরবার, জনসমাবেশ, গোলটেবিল বৈঠক, সম্মেলন, সম্মিলন, সম্মিলনী, মহাসভা, আলোচনা সভা, বার্ষিক সভা, সাধারণ সভা, মিটিং, কনভেনশন, কনফারেন্স, আঞ্জুমান, চক্র, সেমিনার, আসর, সিমপোজিয়াম, আলোচনা চক্র, কর্মশিবির, মজলিশ, মহফিল, মাইফেল, স্মরণসভা, শোকসভা, ধর্মসভা, সাহিত্যসভা।

অধ্যয়ন এর সমার্থক শব্দ : শিক্ষণ, শিক্ষাগ্রহণ, বিদ্যালাভ, বিদ্যাশিক্ষা, বিদ্যার্জন, বিদ্যাভ্যাস, প্রাধ্যয়ন, জ্ঞানার্জন, লেখাপড়া, পড়াশোনা, পাঠ, পঠন, পঠনপাঠন, পাঠাভ্যাস, জ্ঞানাভ্যাস, বিদ্যানুশীলন, পাঠানুশীলন, পড়া, শিক্ষা, শেখা, কণ্ঠস্থ করা।

অনতিবিলম্বে এর সমার্থক শব্দ : অবিলম্বে, অচিরে, অচিরাৎ, শীঘ্র, দ্রুত, ক্ষিপ্রতা সহকারে, সত্বর, তাড়াতাড়ি, আশু, ত্বরিত, ঝটপট, চটপট, ঝটিতি, মুহূর্তে, তৎক্ষণাৎ, তক্ষুণি।

অনন্ত এর সমার্থক শব্দ : সীমাহীন, অন্তহীন, অপরিসীম, শাশ্বত, নিরবশেষ, চিরস্থায়ী, অশেষ, অসীম, নিরবধি, অবিনাশী, অক্ষয়, অনশ্বর, চির, নিত্য, অপার, অবিনশ্বর, চিরন্তন, চিরায়ত, অগণ্য, অসংখ্য।

অনাদর এর সমার্থক শব্দ : স্নেহাভাব, অস্নেহ, নিস্নেহ, স্নেহশূন্যতা, স্নেহহীনতা, আদরাভাব, অমর্যাদা, উপেক্ষা, অমনোযোগ, হেলা, অবহেলা, হেলাফেলা, অবমাননা, অযত্ন, নির্দয়তা।

অনাবশ্যক এর সমার্থক শব্দ : অপ্রয়োজনীয়, অদরকারি, বেদরকারি, নিষ্প্রয়োজনীয়, অবান্তর, প্রয়োজনীতিরিক্ত, বাজে, ফালতু, তুচ্ছ, অপ্রধান।

অনিবার্য এর সমার্থক শব্দ : অবশ্যম্ভাবী, অবধারিত, অসংবরণীয়, অব্যর্থ, অমোঘ, অনিবার, অনিবারণীয়, অপ্রতিরোধ্য, দুর্নিবার, অলঙ্গনীয়, মোক্ষম।

অনুকরণ এর সমার্থক শব্দ : অনুসরণ, নকল, সদৃশীকরণ, সাদৃশীকরণ, প্রতিকরণ, প্রতিরূপীকরণ।

অনুজ্জ্বল এর সমার্থক শব্দ : নিষ্প্রভ, অপ্রভ, নিস্তেজ, অজ্যোতি, জ্যোতিহীন, ম্লান, ম্রিয়মাণ, মিটমিটে, স্তিমিত, টিমটিমে, ফ্যাকাশে, ক্ষীণ, মৃদু, মলিন, ছায়াচ্ছন্ন, আবছায়া, আবছা, বিবর্ণ, ফিকে, পাংশু, পাণ্ডুর, দীপ্তিহীন, প্রভাহীন।

অনুরোধ এর সমার্থক শব্দ : উপরোধ, অনুনয়, অনুনয়-বিনয়, প্রার্থনা, কাকুতি, আবেদন, আরজি, নিবেদন, ধরাধরি, মিনতি, বিনতি, সাধাসাধি, সাধ্যসাধনা, ধরা, আবদার, বায়না।

অনুশীলন এর সমার্থক শব্দ : অভ্যাস, শীলন, চর্চা, তামিল, অধ্যাবসায়, শিক্ষা, রেওয়াজ, অধ্যয়ন, মকশ্, আয়ত্ত, ঝালানো, তালিম।

অনুসন্ধান এর সমার্থক শব্দ : খোঁজ, খোঁজা, খোঁজখবর, অন্বেষণ, সন্ধান, অন্বেষ, এষণা, তল্লাশ, তালাশ, তল্লাশি, তদন্ত, তত্ত্বতালাশ, পাত্তা, হদিশ, দিশা, খোঁজাখুঁজি।

অনুসরণ এর সমার্থক শব্দ : অনুগমন, অনুবর্তন, অনুসৃতি, অনুক্রমণ, পশ্চাদ্গমন, অনুধাবন, অনুসার, অনুবর্তিতা।

অনেক এর সমার্থক শব্দ : একাধিক, বহু, নানা, প্রচুর, অঢেল, ঢের, বিপুল, বেশি, খুব, বহুত, বহুতর, বহুল, বহুসংখ্যক, যথেষ্ট, ভূরি, অতিশয়, অগুনতি, মেলা, অজস্র, প্রভূত, অগণ্য, অগণিত, বিস্তর, অনেকানেক, কত, কতশত।

অপরিচিত এর সমার্থক শব্দ : অচেনা, অজানা, অজানিত, অচেনা-অজানা, অজ্ঞাত, অচিন, অবিদিত, না-জানা, অনবগত, অপরিজ্ঞাত, অবিজ্ঞাত, অদৃষ্ট, অশ্রুত, অজ্ঞেয়, অগোচর, অজ্ঞাতকুলশীল, অজ্ঞাতপূর্ব।

অপূর্ব এর সমার্থক শব্দ : অদ্ভুত, আশ্চর্য, আশ্চর্যজনক, অত্যাশ্চর্য, অভূতপূর্ব, অত্যদ্ভুত, অলৌকিক, অভিনব, বিস্ময়কর, বিস্ময়জনক, বিস্ময়াবহ, আজব, তাজ্জব, চমকপ্রদ, চমকদার, অবাক করা।

অবস্থা এর সমার্থক শব্দ : হাল, দশা, গতিক, পরিস্থিতি, পরিবেশ, ঘটনা, ঘটনাচক্র, ব্যাপার, প্রসঙ্গ, হালচাল, হালত, দেশ-কাল-পাত্র, রকম সকম, হাবভাব, ভাবভঙ্গি, ভাবগতিক, ধরনধারণ, ব্যাপার-স্যাপার।

অভাব এর সমার্থক শব্দ : অনটন, দারিদ্র্য, অর্থকষ্ট, দৈন্য, দীনতা, দুরবস্থা, দুস্থিতি, নিঃসম্বলতা, হীনাবস্থা, গরিবি, অসচ্ছলতা, অপ্রাচুর্য, ন্যূনতা, দুর্দশা, অপ্রর্যাপ্ত, অপর্যাপ্ততা, অর্থকৃচ্ছ্রতা, বাড়ন্ত, কমতি, ঘাটতি, টানাটানি।

অলস এর সমার্থক শব্দ : কুঁড়ে, নিষ্ক্রিয়, নিষ্কর্মা, অকর্মা, শ্রমকাতর, অকেজো, অকর্মণ্য, শ্রমবিমুখ, নিরুদ্যম, জড় প্রকৃতি, জড়ভরত, ঢিলে, আলস্যপরায়ণ, আলসে।

অল্প এর সমার্থক শব্দ : কম, সামান্য, অপ্রচুর, নগণ্য, কিয়ৎ, যৎসামান্য, যৎকিঞ্চিৎ, যথাসামান্য, একটু, অল্প একটু, ঈষৎ, অল্পস্বল্প, অনধিক, একটু-আধটু, অবহুল।

আইন এর সমার্থক শব্দ : বিধান, কানুন, বিহিত, আইনকানুন, অধিনিয়ম, বিধি, অনুবিধি, অপবিধি, ধারা, উপধারা, বিল, নিয়ম, নিয়মাবলি, নিয়মকানুন, বিধিব্যবস্থা।

আনন্দ এর সমার্থক শব্দ : হর্ষ, পুলক, হরষ, উৎফুল্লতা, প্রফুল্লতা, প্রসন্নতা, আহ্লাদ, আমোদ, প্রমোদ, স্ফূর্তি, ফুর্তি, হাসি, উল্লাস, হৃষ্টতা, মজা, রগড়, তুষ্টি, খুশি, হাসিখুশি।

আঁধার এর সমার্থক শব্দ : অন্ধকার, নিরালোক, তমস, তমসা, তমঃ, তমিস্র, তমিস্রা, তিমির, অমা, নিষ্প্রদীপ, শর্বর, আলোহীনতা, আলোকশূন্যতা।

আকার এর সমার্থক শব্দ : আকৃতি, চেহারা, ঢং, ঢক, আদল, ডৌল, ছাঁদ, ধাঁচ, রূপ, কায়া, অবয়ব, কলেবর, কাঠামো, গড়ন, গঠন, সৌষ্ঠব।

আকাশ এর সমার্থক শব্দ : গগন, অম্বর, আসমান, অভ্র, নীলিমা, অন্তরীক্ষ, শূন্য, নভ, নভঃ, ব্যোম, অনন্ত, দ্যুলোক, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, ইথার, নভোলোক, নভোমণ্ডল, নভস্তল, নভস্থল।

আগুন এর সমার্থক শব্দ : অগ্নি, অনল, বহ্নি, তেজোনিধি, হুতাশন, পাবক, বৈশ্বানর, আতশ, কৃশানু, আগ, সর্বভুক, বায়ুসখা।

আদেশ এর সমার্থক শব্দ : হর্ষ, পুলক, হরষ, উৎফুল্লতা, প্রফুল্লতা, প্রসন্নতা, আহ্লাদ, আমোদ, প্রমোদ, স্ফুর্তি, ফুর্তি, হাসি, উল্লাস, হৃষ্টতা, মজা, রগড়, তুষ্টি, খুশি, হাসিখুশি।

আবেদন এর সমার্থক শব্দ : প্রার্থনা, নিবেদন, অনুরোধ, আরজি, দরখাস্ত, যাচনা, যাচঞা, বাচঞা, মাগন, মাগা, চাওয়া।

আমন্ত্রণ এর সমার্থক শব্দ : আহ্বান, আবাহন, নিমন্ত্রণ, আহূতি, ডাক, সম্ভাষণ, অভ্যর্থনা, নেমন্তন্ন।

আরম্ভ এর সমার্থক শব্দ : শুরু, সূচনা, শুভসূচনা, সূত্রপাত, আরম্ভণ, সমারম্ভ, প্রারম্ভ, উপক্রমণিকা, অবতারণা, অবতরণিকা, অনুবন্ধ, গৌরচন্দ্রিকা, কথামুখ, ভূমিকা, মুখবন্ধ, প্রস্তাবনা, প্রবর্তনা।

আলো এর সমার্থক শব্দ : আলোক, রশ্মি, কিরণ, অংশু, কর, দীপ্তি, প্রভা, জ্যোতি, উদ্ভাস, আভা, বিভা, ময়ূখ, দ্যুতি, ভাতি, ঔজ্জ্বল্য, জেল্লা, জৌলুস, প্রদীপ্তি, চাকচিক্য, রওশন, নুর।

ইচ্ছা এর সমার্থক শব্দ : বাসনা, বাঞ্ছা, স্পৃহা, অভিলাষ, প্রবৃত্তি, অভিপ্রায়, মনোরথ, কামনা, সাধ, ঈপ্সা, অভীপ্সা, আশা, আশ, আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষা, এষণা, প্রার্থনা, চাওয়া, মনোবাঞ্ছা, মনোবাসনা, মনস্কাম, মনস্কামনা।

ইতি এর সমার্থক শব্দ : সমাপ্তি, পরিসমাপ্তি, শেষ, অন্ত, অবসান, খতম, পর্যাবসান, যবনিকাপাত, সমাপন, ছেদ, সাঙ্গ।

ইদানীং এর সমার্থক শব্দ : অধুনা, অধুনাতন, সম্প্রতি, আজকাল, এক্ষণে, এখন, বর্তমান, হালে, হালফিল, ইদানীন্তন।

ঈশ্বর এর সমার্থক শব্দ : ভগবান, ধাতা, বিধাতা, জগদীশ্বর, জগদীশ, জগৎপতি, জগৎপিতা, জগৎস্রষ্টা, সৃষ্টিকর্তা, জগন্নাথ, জনন্ময়, জগবন্ধু, জগৎবন্ধু, আদিনাথ, পৃথ্বীশ, অমরেশ, অন্তর্যামী, লোকনাথ, পরমপুরুষ, পরমেশ্বর, পরমব্রহ্ম, পরমপিতা, পরমাত্মা, করুণাময়, দয়াময়, মঙ্গলময়, নিরঞ্জন, ব্রহ্ম, পতিতপাবন, জীবিতেশ, জীবিতেশ্বর, পরেশ, পরমেশ, আল্লাহ্, খোদা, কমির, রহিম, খোদাতায়ালা, ইলাহি, মালিক।

ঈর্ষা এর সমার্থক শব্দ : দ্বেষ, অসূয়া, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, হিংসা, রিষ, রেষারেষি, বৈরীভাব, বৈরিতা, অন্তর্দাহ, মাৎসর্য।

উঁচু এর সমার্থক শব্দ : উচ্চ, উত্তুঙ্গ, উন্নত, তুঙ্গ, সুউচ্চ, অত্যুচ্চ, সমুন্নত, সমুচ্চ, প্রোন্নত, আকাশ ছোঁয়া, গগনচুম্বী, গগনস্পর্শী, আকাশচুম্বী, অভ্রভেদী।

উচ্ছেদ এর সমার্থক শব্দ : উৎখাত, উৎপাটন, উচ্ছেদন, উন্মূলন, নির্মূল, মূলোৎপাটন, সমুৎপাটন, সমুৎসাদন, সমুচ্ছেদ, উৎসাদন, উচ্ছেদসাধন।

উজ্জ্বল এর সমার্থক শব্দ : আলোকিত, উদ্ভাসিত, দীপ্তিমান, বিভাসিত, দীপ্তিযুক্ত, প্রোজ্জ্বল, সমুজ্জ্বল, সুপ্রভ, ভাস্বর, অত্যুজ্জ্বল, দেদীপ্যামান, উজল, জেল্লাদার, চকচকে, ঝলমলে, জ্বলজ্বলে, জলুসদার, চমকদার, খোলতাই, রোশনাই।

উত্তম এর সমার্থক শব্দ : উৎকৃষ্ট, প্রকৃষ্ট, অত্যুৎকৃষ্ট, শ্রেষ্ঠ, সেরা, ভালো, সর্বশ্রেষ্ঠ, অতুল, অতুলনীয়।

উত্থান এর সমার্থক শব্দ : ওঠা, উঠা, উত্থিতি, উদ্গম, উদ্গতি, অভ্যুদয়, আবির্ভাব।

উদাহরণ এর সমার্থক শব্দ : দৃষ্টান্ত, নিদর্শন, নজির, নমুনা, উল্লেখ।

উদ্দেশ্য এর সমার্থক শব্দ : লক্ষ্য, মতলব, উদ্দেশ, অভিপ্রায়, অভিসন্ধি।

উপকার এর সমার্থক শব্দ : কল্যাণ, মঙ্গলসাধন, সাহায্য, অনুগ্রহ, আনুকূল্য, হিতসাধন।

কটি এর সমার্থক শব্দ : কোমর, মাজা, কাঁকাল।

কঠিন এর সমার্থক শব্দ : শক্ত, দৃঢ়, কঠোর, অনমনীয়, কড়া, বজ্রদৃঢ়, ‍দুর্বোধ্য, দুরূহ, জটিল, দুর্বোধ, নিষ্করুণ, নির্দয়, নীরস, রুক্ষ।

কথা এর সমার্থক শব্দ : উক্তি, বচন, ভাষ, বাক্, বাক্য, বাণী, বাত, কথন, জবান, ভণিত, বুলি, বোল, লব্‌জ।

কন্যা এর সমার্থক শব্দ : মেয়ে, দুহিতা, নন্দিনী, পুত্রী, পুত্রিকা, আত্মজা, তনয়া, কুমারী, স্বজা, সুতা, কনে, ঝি, ঝিয়ারি।

কোকিল এর সমার্থক শব্দ : পিক, পরভৃত, বসন্তদূত, অন্যপুষ্ট।

কাঁদা এর সমার্থক শব্দ : ক্রন্দন, কান্না, কাঁদন, রোদন, কান্নাকাটি, অশ্রুপাত, অশ্রবর্ষণ, অশ্রুত্যাগ, অশ্রুমোচন, অশ্রুবিসর্জন, ডুকরানো, ফোঁপানো।

কিরণ এর সমার্থক শব্দ : কর, রশ্মি, ছটা, অংশু, ময়ূখ, দীপ্তি, আলোকচ্ছটা, আলোকরশ্মি, অংশুমালা, অংশুজাল।

কুল এর সমার্থক শব্দ : জাতি, প্রবর, গোত্র, বংশ, গোষ্ঠী।

কূল এর সমার্থক শব্দ : কিনারা, কিনার, তট, তটভূমি, তীর, তীরভূমি, তীরভাগ, কূলভূমি, বেলা, বেলাভূমি, সৈকত, ধার, পাড়, বালুবেলা, বালুকাবেলা।

কেনা এর সমার্থক শব্দ : ক্রয়, খরিদ, কেনাকাটা, সওদা।

খবর এর সমার্থক শব্দ : সংবাদ, সন্ধান, সমাচার, খবরাখবর, সন্দেশ, তথ্য, বার্তা, বিবরণ, বৃত্তান্ত, নিউজ।

খাঁটি এর সমার্থক শব্দ : অলস, প্রকৃতি, আদত, যথার্থ, সাচ্চা, বিশুদ্ধ, নির্ভেজাল, ভেজালহীন।

খাদ্য এর সমার্থক শব্দ : খাবার, ভোজ্য, ভোজনীয়, ভক্ষ্য, আহার্য, অন্ন, ভোজ্যসামগ্রী, ভোজনদ্রব্য, ভোজ্যদ্রব্য, রসদ, খানা, খাবারদাবার, দানাপানি, অন্নজল।

খ্যাতি এর সমার্থক শব্দ : যশ, প্রসিদ্ধি, সুনাম, সুবাদ, চলন, সঞ্চলন, সঞ্চালন, সরণ, চলিষ্ঞতা, চলনশীলতা, জঙ্গমতা, অস্থিতি, অস্থবিরতা।

ঘোড়া এর সমার্থক শব্দ : অশ্ব, ঘোটক, তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম, হয়, বাজী।

ঘর এর সমার্থক শব্দ : গৃহ, বাড়ি, বাসভবন, কক্ষ, আবাস, ভবন, কোঠা, কামরা, রুম, কুঠরি, প্রকোষ্ঠ, কাটরা, কেবিন, চেম্বার, মহল।

চাঁদ এর সমার্থক শব্দ : চন্দ্র, সোম, শশধর, সুধাংশু, শশাঙ্ক, চন্দ্রমা, শশী, সুধাকর, ইন্দু, বিধু, শীতাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক, নিশাকর, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, তারানাথ, নিশাপতি, জোৎস্নানাথ, রাকেশ, সুধানিধি।

চিন্তা এর সমার্থক শব্দ : ভাবনা, মনন, ধ্যান, চিন্তন, ভাব, ভাবন, বিভাবন, চিন্তাভাবনা, ভাবনাচিন্তা, অনুধাবন, অনুচিন্তা, অনুচিন্তন, মনস্বিতা।

চোখ এর সমার্থক শব্দ : চক্ষু, অক্ষি, নয়ন, আঁখি, আঁখ, নেত্র, লোচন, দর্শনেন্দ্রিয়।

ঝগড়া এর সমার্থক শব্দ : ‍বিবাদ, বাদানুবাদ, তর্ক, কলহ, কাজিয়া, বচসা, বিসংবাদ, কোন্দল, ঝগড়াঝাঁটি, কচাল।

ঢেউ এর সমার্থক শব্দ : তরঙ্গ, ঊর্মি, কল্লোল, উল্লোল, হিল্লোল, বীচিমালা, বীচি, লহর, লহরী, মহাতরঙ্গ, মহোর্মি, জলকল্লোল, তরঙ্গহিল্লোল, দোলা, জোয়ার, তরঙ্গভঙ্গ, ঊর্মিলহরী, তরঙ্গমালা, তরঙ্গলহরী, কোটাল, তরঙ্গবিক্ষেপ, ঘূর্ণি।

তর্ক এর সমার্থক শব্দ : বিতর্ক, অতর্ক, তর্কাতর্কি, তর্কবিতর্ক, কথাকাটাকাটি, বাছবিচার, কূটকচাল, কূটকচালি, উত্তর-প্রত্যুত্তর।

দলিল এর সমার্থক শব্দ : নথি, নথিপত্র, কাগজপত্র, পাট্টা, দস্তাবেজ, দলিল-দস্তাবেজ।

দক্ষ এর সমার্থক শব্দ : পটু, পারদর্শী, নিপুণ।

দিন এর সমার্থক শব্দ : ‍দিবস, দিবা, অহ, অহ্ন, অহোরাত্রি, দিনরাত্রি, দিবসরজনী, দিনরজনী।

দুঃখ এর সমার্থক শব্দ : কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, দুখ, যাতনা, ব্যথা, বেদনা, অন্তর্বেদনা, মর্মপীড়া, হৃদয়জ্বালা, অন্তর্জ্বালা, মর্মজ্বালা, মনোবেদনা, মনোব্যথা, মনঃকষ্ট, মর্মব্যথা, মর্মযন্ত্রণা, মনস্তাপ।

ধ্বংস এর সমার্থক শব্দ : বিনাশ, সংহার, বধ, বিলোপ, বিধ্বংস, প্রলয়, কেয়ামত।

নদী এর সমর্থক শব্দ : নদ, নদনদী, তটিনী, দরিয়া, গাং, স্রোতস্বতী, স্রোতস্বিনী, সরিৎ, সমদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতোবহা, মন্দাকিনী, প্রবাহিনী, স্রোতোবহ, নির্ঝরিণী, তরঙ্গিণী, কল্লোললিনী।

নারী এর সমার্থক শব্দ : মহিলা, ললনা, মেয়ে, স্ত্রীলোক, রমণী, অঙ্গনা, মানবী, মানবিকা, জেনানা, আওরত, বালা, বনিতা, কান্তা।

পানি এর সমার্থক শব্দ : জল, বারি, সলিল, অম্বু, অপ্, নীর, উদক, পয়ঃ, অম্ভ, তোয়, বারুণ, প্রাণদ।

পথ এর সমার্থক শব্দ : রাস্তা, সড়ক, সরণি, নির্গমন, রাহা, সরাণ, মার্গ, দ্বার।

পরিবর্তন এর সমার্থক শব্দ : বদল, রূপান্তর, রূপান্তরণ, বদলানো, পাল্টানো, রদবদল, অদলবদল, হেরফের, ওলটপালট, সংস্কার, সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন।

পর্বত এর সমার্থক শব্দ : পাহাড়, গিরি, গিরিরাজ, শৈল, অদ্রি, অচল, ভূধর, নগ, অগ, নগাধিরাজ, ক্ষিতিধর, মেদিনীধর, পৃথিবীধর, পৃথ্বীধর, অবনীধর, ধরণীধর, ধরাধর, মহীধর, বসুধাধর, শৃঙ্গধর।

পাখি এর সমার্থক শব্দ : জল, বারি, সলিল, অম্বু, অপ্, নীর, উদক, পয়ঃ, অম্ভ, তোয়, বারুণ, প্রাণদ।

পদ্ম এর সমার্থক শব্দ : তামারস, নলিনী, উৎপল, কমল, শতদল, সরসিজ।

পেষণ এর সমার্থক শব্দ : দলন, মর্দন, বাটা।

পৃথিবী এর সমার্থক শব্দ : জগৎ, বিশ্ব, ধরা, ধরণী, ধরাতল, ধরাধাম, ধরিত্রী, ভুবন, বসুমতী, বসুমাতা, বসুধা, ভূ, ভূমণ্ডল, মর্ত, বসুন্ধরা, অবনী, মেদিনী, মহী, ভূতল, পৃথ্বী, দুনিয়া, জাহান।

ফুল এর সমার্থক শব্দ : পুষ্প, কুসুম, প্রসূন।

বন এর সমার্থক শব্দ : অরণ্য, জঙ্গল, বনজঙ্গল, বনানী, কানন, অরণ্যানী, অটবী, কান্তার, বিপিন।

বন্ধুত্ব এর সমার্থক শব্দ : বন্ধুতা, বন্ধুভাব, অন্তরঙ্গতা, মিত্রতা, মিত্রত্ব, হৃদ্যতা, মৈত্রী, মৈত্র্য, সৌহার্দ্য, সখ্য, সখিত্ব, সখাত্ব, সখিতা, মিতালি, দোস্তি।

বাতাস এর সমার্থক শব্দ : বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, বাত, বায়।

বিচিত্র এর সমার্থক শব্দ : বিভিন্ন, নানারকম, হরেকরকম, রকমারি, রকমফের, বহুবিধ, বিবিধ, হরেক, নানান, নানা।

বিদ্যুৎ এর সমার্থক শব্দ : বিজলি, ক্ষণপ্রভা, তড়িৎ, সৌদামিনী, চপল, চঞ্চলা, অণুভা, শম্পা, অনুপ্রভা, অচিরপ্রভা, অচিরাভা, অচিরাংশু, ক্ষণদ্যুতি, বিজুরি, দামিনী, মেঘজ্যোতি।

বিশৃঙ্খলা এর সমার্থক শব্দ : অনিয়ম, ব্যত্যয়, অবিন্যাস, অব্যবস্থা, গোলমাল, গোলযোগ, বেবন্দোবস্ত, এলোমেলো।

বৃহৎ এর সমার্থক শব্দ : বিশাল, প্রকাণ্ড, বিরাট, মস্ত, বিপুল, বিপুলকায়, অতিকায়, বড়সড়।

ভয় এর সমার্থক শব্দ : শঙ্কা, ত্রাস, ভীতি, ডর, ভয়ডর, আতঙ্ক, তরাস, ত্রসন, অভিশঙ্কা, আঁতকে ওঠা, আঁতকানো, শিহরন।

ভাগ্য এর সমার্থক শব্দ : অদৃষ্ট, বিধি, দৈব, ললাট, কপাল, বরাত, নসিব, তকদির, কিসমত, নিয়তি, ভবিতব্য।

ভুল এর সমার্থক শব্দ : ভ্রম, ভ্রান্তি, ত্রুটি, প্রমাদ, গলতি, গলদ।

ভূমিকা এর সমার্থক শব্দ : মুখবন্ধ, উপক্রমণিকা, মুখপত্র, পূর্বাভাস, সূচনা, আরম্ভ, প্রস্তাবনা, ভণিতা, গৌরচন্দ্রিকা।

মন এর সমার্থক শব্দ : চিত্ত, হৃদয়, অন্তর, হিয়া, দিল, পরান, অন্তঃকরণ, অন্তরাত্মা, চিত্তপট, হৃদয়তন্ত্রী, মানসলোক, মনোজগৎ।

মুক্তি এর সমার্থক শব্দ : নিষ্কৃতি, নিস্তার, উদ্ধার, রেহাই, অব্যাহতি, পরিত্রাণ, খালাস, ছাড়া পাওয়া, স্বাধীনতা।

মৃত্যু এর সমার্থাক শব্দ : মরন, প্রাণত্যাগ, জীবননাশ, জীবনাবসান, জীবনান্ত, দেহান্ত, দেহত্যাগ, পরলোকগমন, লোকান্তর গমন, লোকান্তরিত হওয়া, মৃত্যুমুখে পতিত হওয়া, দেহাবসান, মারা যাওয়া, শেষ নিঃশ্বাস ত্যাগ করা, প্রাণবায়ু বহির্গত হওয়া, কালনিদ্রা, মৃত্যুর কোলে ঢলে পড়া, পৃথিবীর মায়া কাটানো, চিরতরে চোখ বোজা, পটল তোলা, মহাপ্রয়াণ, প্রয়াত হওয়া, চিরবিদায়, স্বর্গলাভ, বেহেশ্‌তে যাওয়া, ইন্তেকাল করা, জান্নাতবাসী হওয়া।

মেঘ এর সমার্থক শব্দ : নীরদ, অভ্র, জলদ, জলধর, তোয়দ, জীমূত, অম্বুবাহ, অম্বুবাহী, পয়োধর, পয়োদ, বারিদ, বারিবাহ, অম্বুধর, কাদম্বিনী, নীরধর, ইরম্মদ।

মৌমাছি এর সমার্থক শব্দ : মধুকর, মধুপ, মধুজীব, মধুলেহ, মৌচাক, চাক, মধুচ্ছত্র, মধুজ, মধুস্থ।

যুদ্ধ এর সমার্থক শব্দ : সমর, রণ, সংগ্রাম, বিগ্রহ, যুদ্ধবিগ্রহ, জঙ্গ, সংঘর্ষ, লড়াই, সংঘাত, সমীক।

রাজা এর সমার্থক শব্দ : নৃপতি, নরপতি, নৃপ, নৃপাল, নরেশ, নরাধিপ, ভূপতি, ভূপ, অধিপ, অধিপতি, অধীশ্বর, প্রজানাথ, প্রজাপালক, শাহ, বাদশাহ, পাতশাহ্, সম্রাট, শাহানশাহ্, নৃপবর, শাসক।

রাত্রি এর সমার্থক শব্দ : রাত, নিশি, নিশীথ, নিশীথিনী, রজনী, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশুতি, ত্রিযামা, তামসী, রাতি, রাত্তির, ক্ষণদা, তমা, অসুরা, ইন্দুকান্তা।

শক্ত এর সমার্থক শব্দ : কঠিন, কড়া, দৃঢ়, সুদৃঢ়, কঠোর, অনমনীয়, দড়, নিরেট।

শত্রু এর সমার্থক শব্দ : বৈরী, অরি, অরাতি, রিপু, ‍দুশমন, অমিত্র, অবন্ধু, অসুহৃদ, পতিপক্ষ, বিরোধী।

শরীর এর সমার্থক শব্দ : দেহ, অঙ্গ, গাত্র, গা, তনু, বপু, গতর, কন্ধ,কলেবর।

সমুদ্র এর সমার্থক শব্দ : সাগর, সায়র, সিন্ধু, দরিয়া, জলধি, বারিধি, অম্বুধি, বারীশ, অর্ণব, প্রবেতা, সরিৎপতি, রত্নাকর, পারাবার, সমুদ্দুর, তোয়নিধি, অম্বুনিধি, পয়োধি।

স্বর্ণ এর সমার্থক শব্দ :
সোনা, সুবর্ণ, কাঞ্চন, কনক, হোম, হিরণ্য, হিরণ, কর্বুর, মহাধাতু।

সাপ এর সমার্থক শব্দ : সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, উরগ, কুণ্ডলী, বিষধর, পন্নগ, দ্বিজিহ্ব, ফণধর।

সাহসী এর সমার্থক শব্দ : নির্ভীক, নিঃশঙ্ক, ভয়হীন, শঙ্কাহীন, অশঙ্ক, অশঙ্কিত, নিরাতঙ্ক, নির্ভয়, অভয়, ভয়শূন্য, অভীক, ভয়রহিত, শঙ্কাশূন্য, নির্বিশঙ্ক, অতীত, ভয়হারা, ভীতিশূন্য, ভীতিহীন, অকুতোভয়।

সুন্দর এর সমার্থক শব্দ : সুশ্রী, শোভন, সুদৃশ্য, সুশোভন, চমৎকার, চারু, সুচারু, মনোহর, মনোরম, মঞ্জুল, নয়নাভিরাম, চোখজুড়ানো, অপরূপ, নিরূপম, অনুপম, দৃষ্টিনন্দন।

সূর্য এর সমার্থক শব্দ : রবি, ভাস্কর, ভানু, উষাপতি, আদিত্য, চিত্রভানু, তপন, মার্তণ্ড, অরুণ, দিননাথ, দিনমণি, দিনেশ, দিনকর, সবিতা, দিবাকর, দিবাবসু, বিভাবসু, বিভাবসু, বিভাকর, প্রভাকর, অংশুমালী, পুষণ, কিরণমালী, অংশুমান।

হাতি এর সমার্থক শব্দ : হস্তী, মাতঙ্গ, করী, গজ, কুঞ্জর, বারণ, দন্তী, দ্বিপ, দ্বিরদ।
Post a Comment (0)
Previous Post Next Post