৯ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : বাংলা : ৪র্থ সপ্তাহ : ২০২১

History Page Views
Published
26-May-2021 | 05:50:00 AM
Total View
5.3K+
Last Updated
30-May-2021 | 05:56:22 PM
Today View
0
৯ম শ্রেণি এ্যাসাইনমেন্ট : বাংলা : ৪র্থ সপ্তাহ

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম :
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ – ২

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ
‘অভাগীর স্বর্গ’ গল্পে মানবিক সমাজ গঠনে যে প্রতিবন্ধকতাসমূহ রয়েছে তা কীভাবে দূর করা যেতে পারে বলে তুমি মনে কর? যৌক্তিক মত উপস্থাপন কর।

নমুনা সমাধান

অভাগীর স্বর্গ গল্পে মানবিক সমাজ গঠনে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে বলে আমি মনে করি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত শরৎ সাহিত্যসমগ্র গ্রন্থের প্রথম খণ্ড থেকে নেয়া হয়েছে। নীচু শ্রেণির ছেলে কাঙালী, যার মা অভাগী, প্রতিবেশী উঁচু জাতের বাড়ির গৃহকর্মীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভাবানুভূতির প্রকাশ থেকে এ গল্পের শুরু।

মানুষের মূল্যবোধকে মানবিকতা বলে আখ্যায়িত করা হয়। মানবিকতার মূল অর্থ হচ্ছে মানুষের কল্যাণ সাধন অর্থাৎ সকলের জন্য ভালো চিন্তার কাজ করাই হলো মানবিকতা। কিন্তু অভাগীর স্বর্গ গল্পে তার কোন ছিটেফোটা নেই, তাই এ গল্প মানবিক সমাজ গঠনে ব্যর্থ।

যতদিন শ্রেণী ভেদাভেদ অর্থাৎ উঁচু শ্রেণি নিম্ন শ্রেণির প্রচলন থাকবে ততোদিন কোন ধরনের মানবিক সমাজ গঠন হবে না। এই জাত ভেদাভেদ অসহায়দের প্রতি বৈষম্যের সৃষ্টি করে। এছাড়া এ গল্পের জমিদার যে শাসক ছিল তা প্রতীয়মান। এই সমাজ নিচু জাতের লোকের প্রতি ন্যায়বিচার হয় না যার কারণে মানবিক সমাজ গঠন অসম্ভব। তাছাড়া অশিক্ষা অজ্ঞতা কুসংস্কার, স্বার্থপরতা একটি মানবিক সমাজ গঠনে কখনো সাবলীল হতে পারে না। তাই অভাগীর স্বর্গ গল্পে এ সকল পরিস্থিতি দৃশ্যমান বলে এখানে মানবিক সমাজ গঠন সম্ভবপর নয়।

যদি সঠিক শাসন ব্যবস্থা চালু করা যায়, জাত ভেদাভেদ নির্মূল করা যায়, সকলের মাঝ থেকে বৈষম্য দূরীকরণ হয় তাহলেই এই প্রতিবন্ধকতা কাটানো যাবে। তাছাড়া সঠিক বিচার ব্যবস্থা, সঠিক শিক্ষা এমনকি সকলকে নিজের মতো করে বাঁচার অধিকার স্থাপন করতে পারে এ সকল প্রতিবন্ধকতা কাটিয়ে একটি মানবিক সমাজ গঠন করা সম্ভব হবে।


আরো দেখুন :

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 01-Jun-2021 | 04:16:27 PM

নাইস