সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান - ৯

সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান
“ ৯ ” - “ নয় ”

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস / বেগম রোকেয়া দিবস — ৯ ডিসেম্বর।

ইউনিয়ন পরিষদে ওয়ার্ড থাকে — ৯টি।

গভীর সমুদ্র বন্দর নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন — ৯ বর্গ কি. মি.।

সিরিয়াল পোর্টে পিন থাকে — ৯টি ( ভিজিএ বা মনিটর পোর্টে পিন থাকে ১৫টি )।

বাংলাদেশে কাগজের নোট আছে — ৯টি ( ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০, ১০০০ টাকা )।

বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়ে থাকে — ৯ আগষ্ট।

বিশ্ব ডাক দিবস — ৯ অক্টোবর।

'এক বিলিয়ন' শব্দগুলিকে সংখ্যা হিসেবে প্রকাশ করতে ১ এর পর শূন্য লাগবে — ৯টি (১,০০০, ০০০, ০০০)

বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) এর বিষয়াদি বর্ণিত আছে সংবিধানের — ৯ম বিভাগে।

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন — ৯ম তলা বিশিষ্ট। ( জাতীয় সংসদ ভবনের ইংরেজি নাম : House of the Nation ; এর স্থপতি — লুই আই কান )।

আন্তজার্তিক আদালতে একজন বিচারক নির্বাচিত হন — ৯ বছরের জন্য।

মেঘনাদবধ কাব্যে সর্গ সংখ্যা — ৯টি ( অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী এবং সংস্ত্রিয় )।

নরম্যাল স্যালাইন হল সোডিয়াম ক্লোরাইডের — ০.৯%

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বরিশাল জেলা ছিল — ৯নং সেক্টরের অধীনে।

পরবর্তীপর্বগুলো দেখুন :
, ৯, ১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১
Post a Comment (0)
Previous Post Next Post