সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান - ১৭

সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান
“ ১৭ ” - “ সতের ”

গজনীর সুলতাম মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন — ১৭ বার।

জাতীয় শিশু দিবস বা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন — ১৭ মার্চ।

বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস — ১৭ জুন।

বাংলাদেশের শিক্ষা দিবস — ১৭ সেপ্টেম্বর।

শিক্ষার জন্য সাংবিধানিক অধিকার সংবিধানের — ১৭নং ধারায় বর্ণিত।

সুন্দরবনের আয়তন প্রায় — ৬০১৭ বর্গ কি.মি. বা ২৪০০ বর্গ মাইল।

বাংলায় ব্যবহৃত মোট বিরাম চিহ্নের সংখ্যা — ১৭টি (কমা, সেমিকোলন, দাঁড়ি, প্রশ্নচিহ্ন, বিস্ময়চিহ্ন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন, জোড় উদ্ধৃতি চিহ্ন, এক উদ্ধৃতি চিহ্ন, লোপ চিহ্ন, প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী, বর্জন চিহ্ন, বিন্দু চিহ্ন, বিকল্প চিহ্ন)

মানবদেহের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য — ১৭ ফুট।

বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির — ১৭ শতাংশ।

সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা যে অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল — ১৭° সমান্তরাল সরলরেখা।

পরবর্তীপর্বগুলো দেখুন :
১০১১১২১৩১৪১৫১৬, ১৭, ১৮১৯২০২১
Post a Comment (0)
Previous Post Next Post