সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান - ০

সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান
“ ০ ” - “ শূন্য ”

শূন্য (০) সংখ্যাটির জনক — আর্য্যভট্ট।

পরম তাপমাত্রায় গ্যাসের আয়তন — 0 (শূন্য)।

ভ্যাকিউয়ামে বা শূন্য মাধ্যমে শব্দের বেগ — 0 (শূন্য)।

সেলসিয়াস স্কেলে বরফের গলনাংক — 0 (শূন্য)।

প্রমাণ তাপমাত্রা হচ্ছে — 0° C বা ২৭৩ K তাপমাত্রা।

পরম শূন্য তাপমাত্রা হচ্ছে — 0 K বা –২৭৩°C তাপমাত্রা।

পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন — 0 N (শূন্য নিউটন)।

পৃথিবীর বিভব — 0 (শূন্য)।

সুইডেনের জনসংখ্যা বৃদ্ধির হার — 0 (শূন্য) [এজন্য সুইডেনকে জিরো পপুলেশন দেশ বলা হয়]।

সেলসিয়াস স্কেলে বরফের গলনাংক — 0°C.

পৃথিবীর কেন্দ্রে g এর মান — 0 (শূন্য)।

গ্রাীনিচের দ্রাঘিমা — 0° (শূন্য ডিগ্রি)।

মূল মধ্যরেখার মান — 0° (শূন্য ডিগ্রি)।

পরবর্তীপর্বগুলো দেখুন :
০, , , , , , , , , , ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১

3 Comments

  1. সুইডেনের জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য
    তার মানে কি সুইডেনে কোনো শিশু জন্মগ্রহণ করে না?

    ReplyDelete
    Replies
    1. এর মানে, জন্ম হার এবং মৃত্যু হার সমান।

      Delete
    2. বৎসরে যত শিশু জন্মগ্রহণ করে, ঠিক ততজন মানুষ মারা যায়। তাই জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য।

      Delete
Post a Comment
Previous Post Next Post