অনুচ্ছেদ : কোভিড-১৯ : সম্মুখ যোদ্ধাগণ

কোভিড-১৯ : সম্মুখ যোদ্ধাগণ


স্বাস্থ্য কর্মীরা হলো কোভিড–১৯ এর এর সম্মুখ যোদ্ধা। কোভিড–১৯ একটি সংক্রামক ব্যাধি। এই মারাত্মক ভাইরাস ইতিমধ্যে হাজার হাজার প্রাণ কেড়ে নিয়েছে এবং এখনও সংখ্যা বাড়ছে। যাইহোক, মানবজাতিকে বাঁচানো জন্য চিকিৎসক, নার্স,প্যারামেডিকস এবং মাইক্রোবায়োলজিস্টের মতো স্বাস্থ্য কর্মীরা এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে তাদের যা কিছু আছে তাই নিয়ে লড়াই করছেন। যদি তারা একদিনের জন্য কাজ বন্ধ করে দেন, তবে পরিস্থিতি অভাবনীয় হবে। দিন–রাত স্বাস্থ্য কর্মীরা নিজেদের জীবন ঝুঁকি নিয়ে এবং তাদের পরিবার ও বন্ধুবান্ধবকে ফেলে হাজার হাজার কোভিড–১৯ –এ আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন। তাদের অনেকেই ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন। তাদের আত্নত্যাগ কে ‘অন্যতম মহান ত্যাগ’ হিসেবে চিহ্নিত করা যেতে পারে। বিশেষ করে বাংলাদেশ এর মতো দেশে যেকোন চিকিৎসা সেবা খুবই কম, সেখানে এই সম্মুখ যোদ্ধারা আরো বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তারা হলেন অস্বিকৃত নায়ক। মৃত্যুর মুখোমুখি হয়েও তারা সাহসিকতার সাথে সেবা প্রদান করেছেন। তাদের সত্যিকারের বীরের মতো স্বীকৃতি এবং সম্মান দেওয়া উচিত, তারাই সবচেয়ে সাহসি। কাজেই, সম্মুখ যোদ্ধারা হলেন প্রকৃত সৈন্য যারা কোভিড–১৯ কে পরাজিত করতে পারবে।


একই অনুচ্ছেদ আরেকবার সংগ্রহ করে দেওয়া হলো


কোভিড-১৯ হলো একটি সংক্রামক রোগ যা সারস-কোভ-২ (SARS-CoV-2) নামে নতুন আবিষ্কৃত করোনা ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। এই ভাইরাস মৃদু থেকে মারাত্মক অসুস্থতা সৃষ্টি করতে পারে আর লক্ষণসমূহের মধ্যে রয়েছে – জ্বর, শুষ্ক কাশি, অবসন্নতা, গলা ব্যথা, পেশি ব্যথা, ডায়রিয়া, স্বাদ ও গন্ধ না পাওয়া এবং শ্বাসকষ্ট। ইমারাত্মক ভাইরাস ইতিমধ্যে হাজার হাজার প্রাণ নিয়েছে এবং এখনও পুরো বিশ্বে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তবে চিকিৎসক, নার্স, প্যারামেডিকস এবং মাইক্রোবায়োলজিস্টের মতো স্বাস্থ্য কর্মীরা সাধারণ মানুষকে ভাইরাসের কবল থেকে বাঁচানোর জন্য মন এবং প্রাণ দিয়ে লড়াই করছেন। যদি তারা একদিনের জন্যও কাজ বন্ধ করে দেন তবে পরিস্থিতি অভাবনীয় হবে। যুদ্ধ যেখানে একটি অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আর যার সাথে সৈন্যরা লড়াই করতে পারে না সেখানে তারা কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে সম্মুখযোদ্ধা। প্রতিদিনই স্বাস্থ্য কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত হাজার হাজার কোভিড-১৯-এ আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন। রোগীদের সেবাকালে শত শত চিকিৎসক এবং নার্স ভাইরাসের সংস্পর্শে আসেন এবং মারা যান। এটি মানবজাতির ইতিহাসে অন্যতম মহান ত্যাগ। বিশেষ করে, বাংলাদেশের মতো দেশে যেখানে চিকিৎসা সুবিধা খুবই কম, সেখানে চিকিৎসক এবং নার্সরা আরো বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তারা হলেন অস্বীকৃত নায়ক এবং মৃত্যুর মুখোমুখি হয়েও তারা অবিচ্ছিন্নভাবে সেবা প্রদান করেছেন। যদি তারা আমাদের সাথে না থাকত, তবে মানব সভ্যতা বিলুপ্তির পথে ধাবিত হতো। তাই তাদের সত্যিকারের বীরের মতো সম্মান করা উচিত, তারাই সবচেয়ে সাহসী।


আরো দেখুন :
Post a Comment (0)
Previous Post Next Post