অনুচ্ছেদ : কোভিড-১৯ : সামাজিক দূরত্বের গুরুত্ব

History 📡 Page Views
Published
04-Jul-2021 | 07:19 AM
Total View
936
Last Updated
08-Jul-2021 | 09:04 AM
Today View
0

কোভিড-১৯ : সামাজিক দূরত্বের গুরুত্ব


করোনা ভাইরাস মহামারী চলাকালীন সামাজিক দূরত্ব একটি প্রচলিত শব্দে পরিণত হয়েছে। সামাজিক দূরত্ব মানে সামাজিক যোগাযোগকে নিয়ন্ত্রণ করে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা। প্রকৃতপক্ষে, অত্যান্ত সংক্রামক সার্স কোভ-২ ভাইরাসের বিস্তারকে নিয়ন্ত্রণ করার অন্যতম কার্যকরী পন্থা। এই ভাইরাসের কারণে কোভিড-১৯ হয়। এই ভাইরাস সংস্পর্শের মাধ্যমে এক ব্যাক্তি থেকে অন্য ব্যাক্তিতে ছড়ায় এবং জীবাণুটি কিছু সময় সুপ্ত অবস্থায় থাকতে পারে। তাই বিশেষজ্ঞরা মানুষের, বিশেষ করে বাইরের লোকদের সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দেন। নিতান্ত প্র‍য়োজন না হলে বাইরে না যাওয়ারও পরামর্শ দেন তারা। এছাড়া, বাইরে থাকার সময় আমাদের অন্যদের থেকে নুন্যতম তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে। ভোজসভা ও অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মতো বিভিন্ন ধরনের সামাজিক জমায়েতগুলো পরিহার করাও গুরুত্বপূর্ণ। রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে সুপার মার্কেট, সমুদ্রসৈকত, সিনামা হল, উদ্যান এবং বাজারের মতো জায়গাগুলো অবশ্যই পরিহার করতে হবে। এসবই আমাদের বাইরের লোকদের সংস্পর্শে আসা থেকে আমাদের দূরে রাখবে আর আমরা কোভিড-১৯ এর সংক্রমণ এড়াতে পারবো। সুতরাং, সামাজিক দূরত্ব আমাদের করোনাভাইরাস থেকে নিরাপদ রাখতে কার্যকর হতে পারে।


আরো দেখুন :
Essay : Corona-virus : It’s financial & diplomatic effect
Paragraph : Coronavirus
Paragraph : COVID-19 : The Frontline Fighters
Paragraph : COVID-19 : Symptoms and Prevention
Paragraph : COVID-19 : The Importance of Wearing Mask
Paragraph : How to Prevent COVID-19
Paragraph : How to COVID–19 Spreads
Paragraph : COVID-19 : Importance of Social Distancing
Paragraph : COVID-19 : Lockdown
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)