অনুচ্ছেদ : ভদ্রতা শিখতে কোনো টাকা লাগে না

ভদ্রতা শিখতে কোনো টাকা লাগে না


ভদ্রতা বলতে বিনয়, উদারতা এবং শিষ্টাচার বুঝায়। এটা মানুষের একটা স্বাভাবিক গুণ। এটা মানুষের মধ্যে বদ্ধমূল থাকে। এটা একটা স্বর্গীয় গুণ। মানুষের অবশ্যই এটা থাকা উচিত। এটা স্বাভাবিকভাবে হতে পারে। এটা অর্জন করা যেতে পারে। একজনের এখানে শুধু ইচ্ছা শক্তি দরকার। এটা করতে কোনো টাকা খরচ হয় না। এটা করতে টাকা অথবা শ্রমের প্রয়োজন নেই। একজন মানুষ যদি সে ইচ্ছা করে ভদ্র হতে পারে। একজন ভদ্র মানুষ সকলের কাছ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা পায়। সে সৎ এবং ভদ্র মানুষ সকলের কাছ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা পায়। সে সৎ এবং ভদ্রভাবে জীবনযাপন করে। সে কাউকে ভয় পায় না। তার সাধারণ জীবনযাপন এবং উচ্চ চিন্তা ভাবনা থাকে। একজন ভদ্র মানুষের জীবনে নৈতিক নিয়মাবলি থাকে। মানুষের শ্রদ্ধা এবং আনুগত্য পেতে, তার অন্য কোনো বিনিময় মূল্য দিতে হয় না। এভাবে আমাদের প্রত্যেকে ভদ্র হতে হবে যেহেতু এটা অর্জন করতে কোনো টাকা অথবা শ্রমের প্রয়োজন হয় না।


1 Comments

Post a Comment
Previous Post Next Post