মার্চের দিনগুলি

Grammar : Complex Sentence

Complex Sentence

যে Sentence এ একটি Principal Clause / Main Clause এর সাথে এক বা একাধিক  Sub—ordinate Clause যুক্ত থাকে তাকে Complex Sentence বলে। 

A complex sentence is a sentence having a principal clause and one or more subordinate clauses.

Examples & Illustrations :
I know him.
আমি তাকে চিনি।

I know what he thinks.
আমি জানি সে কি ভাবছে।

উপরের প্রথম বাক্যটি একটি Simple Sentence কিন্তু দ্বিতীয় বাক্যটি Simple Sentence নয়। কারণ কি? কারণ হ'ল এতে একের বেশি Finite verb আছে। Verb গুলো হলো : know এবং thinks. তাহলে বাক্যটিকে কি বাক্য বলা যায়? নিচের আলোচনাই এ প্রশ্নের জবাব দিবে। 

বাক্যটিকে দু'টি অংশে ভাগ করা যায় : 
I know.
আমি জানি। 

What he thinks.
সে কি / যা ভাবছে।

কিন্তু প্রথম অংশটি আলাদাভাবে একটি বাক্য গঠন করতে পারে। কারণ, I know —আমি জানি অংশটি তার নিজস্ব ভাব সম্পূর্নরূপে প্রকাশ করে এবং অন্য কোন Clause এর সাহায্য নেওয়ার দরকার হয় না। কিন্তু দ্বিতীয় অংশটি কি নিজে নিজে একটি আলাদা বাক্য গঠন করতে পারে? অবশ্যই নয়। কারণ, What he thinks —সে যা ভাবে—বললে কোনো ভাব সম্পূর্ণ হয় না। সে যা ভাবে —তা কি? এই সব অসম্পূর্ণতা থেকে যায়। সুতরাং I know হলো Principal Clause / Main Clause বা প্রধান বাক্যাংশ। এটি স্বাধীন ব'লে একে Independent (স্বাধীন) Clause ও বলে। অপরদিকে দ্বিতীয় অংশটি হলো Subordinate Clause বা Dependent (অধীন) Caluse. কারণ এটি নিজের অর্থ প্রকাশের জন্য Principal Clause —টির উপর নির্ভরশীল। তাহলে সংজ্ঞানুসারে— I know what he thinks বাক্যটি একটি Complex Sentence. 

An Interesting Point.
একটি মজার বিষয়।

আরও কয়েকটি উদাহরণ নেওয়া যাক—

[ Bold অংশ Principal Clause (P.C) এবং Underline অংশ Subordinate Clause (S.C) ]

I know that he will come.

He believes that you are a magician

You know where he will go.

This is the boy who did this.

উপরের প্রতিটা বাক্যই হলো Complex Sentence. কারণ প্রত্যকটিতে একটি করে Principal Clause (P.C) এবং Subordinate Clause (S.C) আছে। Clause এর সংজ্ঞা থেকে আমরা জানি যে, যে কোন Clause এর নিজস্ব একটি Finite verb থাকে। তাহলে উপরের প্রত্যেকটা Sentence এর দুটি করে Finite verb আছে। চলুন সেটা মিলিয়ে নিই। এজন্য আমরা একটি করে বাক্য বিবেচনা করব।

প্রথম Sentence এর Principal Clause এ একটি Finite verb আছে যা হলো 'know' এবং  Subordinate Clause এ একটি Finite verb আছে যা হলো 'will come'

দ্বিতীয় Sentence এর Principal Clause ও Subordinate Clause এর Finite verb গুলো হলো যথাক্রমে 'believes' এবং 'are'.

তৃতীয় Sentence এর Principal Clause ও Subordinate Clause এর Finite verb গুলো হচ্ছে যথাক্রমে 'know' এবং 'will go'.

চতুর্থ Sentence এর Principal Clause ও Subordinate Clause এর Finite verb গুলো হচ্ছে যথাক্রমে 'is' এবং 'did'.

তাহলে দেখা গেল যে গেল যে প্রতিটা Sentence এরই দুইটি করে Finite verb আছে। প্রতিটা Sentence এ Subordinate Clause এর সংখ্যা বাড়লে Finite verb এর সংখ্যাও বাড়ত। আবার Complex Sentence হতে গেলে কমপক্ষে তাতে একটি Subordinate Clause থাকতেই হবে। সুতরাং বলা যায়—
  • Complex Sentence এ কমপক্ষে দুইটি Finite verb থাকবে।
  • অথচ Simple Sentence এ একটির বেশি Finite verb থাকা সম্ভব নয়।

Complex Sentence  চেনার সহজ উপায় : 
Complex Sentence চেনার সহজ উপায় হচ্ছে এই Sentence এ Subordinate Clause হিসেবে why, though, although (যদিও), because, since, as, that, if, when, what, so that, in order that, who, till, until ইত্যাদি থাকে।

Example : 
When I was eating, he came.

If you read, you will learn

The police dispersed the people who gathered around the deceased.

Related Links
إرسال تعليق (0)
أحدث أقدم