৯ম শ্রেণি : চারু ও কারু কলা : ৮ম সপ্তাহ : ২০২১

History 📡 Page Views
Published
21-Jun-2021 | 07:49 AM
Total View
988
Last Updated
27-Jun-2021 | 07:03 PM
Today View
0
৯ম শ্রেণি : চারু ও কারু কলা : ৮ম সপ্তাহ

তোমার বাসায় যেসব কারুশিল্প রয়েছে, পেনসিলের মাধ্যমে সেগুলোর লেখাচিত্র অঙ্কন কর।

নমুনা সমাধান

কারুশিল্পের ব্যবহার সে প্রাচীন যুগ থেকে চলে আসছে। আমাদের দেশের প্রাচীন ছবি,ভাস্কর্য,স্থাপত্য ও অন্যান্য নিদর্শন এর পরিচয় বহন করে। এসব প্রাচীন শিল্পকর্মের মধ্যে শিল্পনৈপুণ্য ও কারুকাজের ব্যবহার সবচেয়ে উল্লেখ্যযোগ্য। পোড়ামাটির ফলক,পাথরের খোদাই ফলক,কষ্টিপাথরের মূর্তি,শিলালিপি সবউ শিল্পকলার নিদর্শন। 

কারুশিল্পকে মাধুর্যময় ও দৃষ্টিনন্দন করার জন্য মেধা শ্রমকে কাজে লাগিয়ে কায়িক শ্রমের মাধ্যমে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলায় হলো কারুকলা বা কারুশিল্প। কায়িক শ্রম এবং সহজ সাবলীল ভাবে,সাধারণ যন্ত্রপাতির সাহায্যে যে শিল্প ফুটিয়ে তোলা হয় তাই কারুশিল্প। যেমন: কুলা,ডালা,মাটির হাড়ি,কলসি,বেতের সোফা,ঝুড়ি ইত্যাদি।

৯ম শ্রেণি : চারু ও কারু কলা : ৮ম সপ্তাহ : ২০২১


আরো দেখুন :
৯ম সপ্তাহের নমুনা সমাধান :

৮ম সপ্তাহের নমুনা সমাধান :
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)