মার্চের দিনগুলি

৯ম শ্রেণি : গার্হস্থ্য বিজ্ঞান : ৮ম সপ্তাহ : ২০২১

৯ম শ্রেণি : গার্হস্থ্য বিজ্ঞান : ৮ম সপ্তাহ

বর্তমানে তোমার পরিবারে যে সকল সদস্য রয়েছেন তারা বিকাশের কে কোন পর্যায়ে অবস্থান করছেন তা শনাক্ত কর এবং তাদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। (নিচের প্রশ্নগুলোর ব্যাখ্যা কর।)
১। তোমার পরিবারে কে কে রয়েছে?
২। একটি ছকের মাধ্যমে তারা বিকাশের কে কোন পর্যায়ে রয়েছে তা উল্লেখ করে কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরো।
৩। তুমি কি মনে কর তাদের পর্যায় অনুযায়ী যথাযথ আচরণ করছে? ব্যাখ্যা কর।

নমুনা সমাধান

বর্তমানে আমার পরিবারে যেসকল সদস্য রয়েছেন তারা বিকাশের কে কোন পর্যায়ে অপেক্ষা করছেন
তা শনাক্তপূর্বক তাদের বৈশিষ্ট্য গুলো বর্ণনা করা হলো :

১) আমার পরিবারে আমরা মোট ৫জন সদস্য।
২) তারা বিকাশের কোন স্তরের রয়েছে ও সে স্তরের বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হলো :

প্রারম্ভিক বয়োঃপ্রাপ্তিকাল :
ক) ১৮-২৫বছর। পেশা ও সঙ্গী নির্বাচনের প্রস্তুতি এসময়ের অন্যতম কাজ। বিয়ে ও পরিবার গঠনে আগ্রহী হওয়া, পেশা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে আসা, মেট্রিক-ইন্টার পাসের পর পেশা নির্বাচনে পথ স্থির করা এসময়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

তাছাড়া অনেকে খেলাধুলায় অংশগ্রহণের চেয়ে দর্শক হিসেবে থাকতে বেশি পছন্দ করে। তারা বন্ধুদের সাথে সরকার, বিশ্বপরিস্থিতি, রাজনীতি নিয়ে নিজেদের চিন্তাওচেতনা আদান-প্রদান করে।

খ) বয়ঃপ্রাপ্তির শেষ ভাগ : ২৫-৪০ বছর। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বাবা মা হিসেবে পরিবারের দায়িত্ব গ্রহণ। বিয়েরপর দুটি ভিন্ন পরিবেশ থেকে আসা দুইজন ব্যক্তির মধ্যে পারস্পরিক বোঝাপড়া করা শিখতে হয়, সন্তানের লালনপালন, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয়। স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া মধ্য দিয়ে গৃহ পরিচালনা সহজ হয়। এসময় বিয়ে, চাকরি, সন্তান নিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয় যে অন্য কিছু ভাবার অবকাশ থাকেনা।

গ) মধ্যবয়স : ৪০-৬৫ বছর। কাজ অবসর গ্রহণ অব্ধি এই বয়সের ব্যপ্তি। এটা প্রাপ্ত বয়স্ক থেকে বাধ্যক্যে উত্তীর্ণ হওয়ার মধ্যবর্তী সময়। কর্মক্ষেত্রে সফলতা বা নেতৃত্ব দান এই বয়সেই হয়ে থাকে। এই বয়সে ব্যক্তিকে কিছু শারীরিক ও মানসিক সমস্যায় ভুগতে হয়। যেমন: ওজন বৃদ্ধি, দৃষ্টিশক্তি সমস্যা, হাত পায়ের জোড়ায় ব্যথা, চুল পড়া, কোঁচকানো ত্বক ইত্যাদি।  

৩) আমার মতামত : আমি মনে করি আমার পরিবারের সকল সদস্য তাদের নিজ নিজ বিকাশ পর্যায় অনুসারে আচরণ করছে। যেমন

ক) আমরা বোনেরা পড়াশোনা করে আমাদের ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা করছি, সরাসরি খেলায় অংশ না করলেও দর্শক হিসেবে খেলা উপভোগ করতে পছন্দ করি। নিজেদের মধ্যে সাম্প্রতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করি।

খ) আমার বড় ভাই বর্তমানে সংসারী হয়েছেন। নিজের পরিবার ও ক্যারিয়ার গড়ে তুলাতে মন দিয়েছেন।

গ)আমার বাবা-মা এখনও বৃদ্ধ বা বয়স্ক না হলে ও বয়সের এইপর্যায়ে এসে তাদের শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছে। যেমন- শারীরিক দুর্বলতা অনুভব করা। তারা তাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে আমাদের সাহায্য করছে আমরা যাতে জীবনে সফল হয়। বর্তমানে আমার পরিবারে যেসকল সদস্য রয়েছেন তারা বিকাশের কে কোন পর্যায়ে অপেক্ষা করছেন তা শনাক্তপূর্বক তাদের বৈশিষ্ট্য গুলো বর্ণনা করা হলো :
১)আমার পরিবারে আমরা মোট ৫জন সদস্য।
২)তারা বিকাশের কোন স্তরের রয়েছে ও সে স্তরের বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হলোঃ

ক) প্রারম্ভিক বয়োঃপ্রাপ্তিকাল : ১৮-২৫বছর। পেশা ও সঙ্গী নির্বাচনের প্রস্তুতি এসময়ের অন্যতম কাজ। বিয়ে ও পরিবার গঠনে আগ্রহী হওয়া, পেশা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে আসা, মেট্রিক-ইন্টার পাসের পর পেশা নির্বাচনে পথ স্থির করা এসময়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাছাড়া অনেকে খেলাধুলায় অংশগ্রহণের চেয়ে দর্শক হিসেবে থাকতে বেশি পছন্দ করে। তারা বন্ধুদের সাথে সরকার, বিশ্বপরিস্থিতি, রাজনীতি নিয়ে নিজেদের চিন্তাওচেতনা আদান-প্রদান করে।

খ) বয়ঃপ্রাপ্তির শেষ ভাগ : ২৫-৪০ বছর। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বাবা মা হিসেবে পরিবারের দায়িত্ব গ্রহণ। বিয়েরপর দুটি ভিন্ন পরিবেশ থেকে আসা দুইজন ব্যক্তির মধ্যে পারস্পরিক বোঝাপড়া করা শিখতে হয়, সন্তানের লালনপালন, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয়। স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া মধ্য দিয়ে গৃহ পরিচালনা সহজ হয়। এসময় বিয়ে, চাকরি, সন্তান নিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয় যে অন্য কিছু ভাবার অবকাশ থাকেনা।

গ) মধ্যবয়স : ৪০-৬৫ বছর। কাজ অবসর গ্রহণ অব্ধি এই বয়সের ব্যপ্তি। এটা প্রাপ্ত বয়স্ক থেকে বাধ্যক্যে উত্তীর্ণ হওয়ার মধ্যবর্তী সময়। কর্মক্ষেত্রে সফলতা বা নেতৃত্ব দান এই বয়সেই হয়ে থাকে।এই বয়সে ব্যক্তিকে কিছু শারীরিক ও মানসিক সমস্যায় ভুগতে হয়। যেমন: ওজন বৃদ্ধি, দৃষ্টিশক্তি সমস্যা, হাত পায়ের জোড়ায় ব্যথা, চুল পড়া, কোঁচকানো ত্বক ইত্যাদি।

৩) আমার মতামত : আমি মনে করি আমার পরিবারের সকল সদস্য তাদের নিজ নিজ বিকাশ পর্যায় অনুসারে আচরণ করছে। যেমন
ক) আমরা বোনেরা পড়াশোনা করে আমাদের ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা করছি, সরাসরি খেলায় অংশ না করলেও দর্শক হিসেবে খেলা উপভোগ করতে পছন্দ করি। নিজেদের মধ্যে সাম্প্রতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করি।

খ) আমার বড় ভাই বর্তমানে সংসারী হয়েছেন। নিজের পরিবার ও ক্যারিয়ার গড়ে তুলাতে মন দিয়েছেন।

গ) আমার বাবা-মা এখনও বৃদ্ধ বা বয়স্ক না হলে ও বয়সের এইপর্যায়ে এসে তাদের শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছে। যেমন- শারীরিক দুর্বলতা অনুভব করা। তারা তাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে আমাদের সাহায্য করছে আমরা যাতে জীবনে সফল হয়।


আরো দেখুন :

৮ম সপ্তাহের নমুনা সমাধান :
Post a Comment (0)
Previous Post Next Post