৯ম শ্রেণি : হিসাব বিজ্ঞান : ৯ম সপ্তাহ : ২০২১

History Page Views
Published
27-Jun-2021 | 06:51:00 PM
Total View
803
Last Updated
20-Jul-2021 | 08:30:36 PM
Today View
0
৯ম শ্রেণি : হিসাব বিজ্ঞান : ৯ম সপ্তাহ

  • কাল্পনিক তিনটি (মূলধন আনায়ন সংক্রান্ত, সম্পত্তি ক্রয় সংক্রান্ত, খচর প্রদান সংক্রান্ত) লেনদেন লেখ এবং হিসাবখাত উল্লেখ করে হিসাব সমীকরণে প্রভাব একটি ছকে উপস্থাপন কর।
  • তোমার পরিবারের ৫টি লেনদেন ও ৫টি লেনদেন নয় এমন ঘটনা উল্লেখ কর।

নমুনা সমাধান

কাল্পনিক ৩টি লেনদেন (মূলধন আনয়ন, সম্পত্তি ক্রয় ও খরচ প্রদান সংক্রান্ত) লেখ ও হিসাব খাত উল্লেখ করে হিসাব সমীকরণে প্রভাব একটি ছকে উপস্থান করা হলো :

কাল্পনিক লেনদেন সমূহ :
১লা জানুয়ারি ২০২০ তারিখে নগদ ৫,০০,০০০; দেনাদার ৩০,০০০ ও ২০,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসায় শুরু করা হলো।

ফেব্রু ২ । ৫০,০০০ টাকা মূল্যের টয়োটা পিকআপ গাড়ি ক্রয়।
মার্চ-৩। মনিহারি ক্রয় ৫০০০ টাকা।

হিসাবের শ্রেণি উল্লেখ পূর্বক ডে./ক্রে. নির্ণয় :

আমার পরিবারের সংগটিত ’লেনদেন নয়’ এমন ঘটনা তুলে ধরা হলো :
১। ৫,০০০ টাকায় গৃহ শিক্ষক নিয়োগ।
২। ২,০০০ টাকার চালের বস্তা ক্রয়ের পরমায়েশ প্রদান।
৩। আসবাবপত্র ক্রয়ের চুক্তি সম্পন্ন ৭,০০০ টাকা।
৪। গৃহ কর্মী নিয়োগ । মাসিক ভাতা ২,০০০ টাকা।
৫। আগামী মাসে জনৈক ব্যক্তি ১০,০০০ টাকা ঋণ প্রদানের কথা দেয়া হয়েছে।

আমার পরিবারের সংগটিত ‘লেনদেন’ এমন ঘটনা তুলে ধরা হলো :
১। ৫,০০০ টাকা মূল্যের মাইক্রো-ওভেন ক্রয়।
২। মাসিক বাজার সামগ্রী ক্রয় ১,০০০ টাকা।
৩। রাহাত স্টোর থেকে ২,০০০ টাকা মূল্যের চালের বস্তা ক্রয়।
৪। গৃহর্মীর ভাতা প্রদান ২,০০০ টাকা।
৫। পুরাতন আসবাপত্র বিক্রয় ২০,০০০ টাকা।

হিসাব সমীকরণে প্রভাব


আরো দেখুন :

৯ম সপ্তাহের নমুনা সমাধান :
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)