HSC : হিসাব বিজ্ঞান : ২য় সপ্তাহ : অ্যাসাইনমেন্ট : ২০২১

History 📡 Page Views
Published
21-Jun-2021 | 07:09 AM
Total View
2.1K
Last Updated
27-Jun-2021 | 07:27 PM
Today View
0
HSC : হিসাব বিজ্ঞান : ২য় সপ্তাহ

অংশীধারি কারবারের মুনাফা বন্টন ও অংশীদারদের মূলধন নির্ণয় কর।

আবু, বাবু এবং লাবু একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাদের নীট লাভ-ক্ষতির বণ্টনের অনুপাত যথাক্রমে ৩:২:১

২০২০ সালের ১ জানুয়ারি তারিখে অংশীদারগণের মূলধন ছিল আবু ৪,০০,০০০ টাকা; বাবু, ৩,০০,০০০ টাকা: লাবু ৪,০০,০০০ টাকা।

আবু এবং লাবু তাদের সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসায় হতে যথাক্রমে ৮,০০০ টাকা এবং ৬,০০০ টাকা করে মাসিক বেতন পাবেন। মূলধন এবং উত্তোলন উভয়ের উপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে। প্রত্যেক মাসের শেষ তারিখে সারা বছর ধরে আবু, বাবু এবং লাবু ব্যবসায় হতে যথাক্রমে ১২,০০০ টাকা; ৬,০০০ টাকা এবং ৬,০০০ টাকা করে নগদ উত্তোলন করে।

বছরের মাঝামাঝি লাবু ব্যবসায়ে ৫০,০০০ টাকা ঋণ প্রদান করে।

আবু এবং বাবু যৌথভাবে লাবুকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে, লাবু তার বেতন এবং মূলধনের সুদ ছাড়াও লাভের অংশ বাবদ বছরে কমপক্ষে ৭০,০০০ টাকা পাবেন।

উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের নীট মুনাফা ৪,০০,০০০ টাকায় উপনীয়ত হয়।

ক) ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ-লোকসান বন্টন হিসাব প্রস্তুত করো।
খ) অংশীদার আবু এবং আবুর মূলধন হিসাব প্রস্তুত করো।
গ) লাবুর চলতি ও মূলধন হিসাব প্রস্তুত করো।

নমুনা সমাধান



আরো দেখুন :
৩য় সপ্তাহের নমুনা সমাধান :

২য় সপ্তাহের নমুনা সমাধান :
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (3)

My All Garbage 24-Jun-2021 | 03:17:42 PM

ঠিক করে দিছি, ধন্যবাদ।

My All Garbage 24-Jun-2021 | 03:05:56 PM

ধন্যবাদ, টাপিং মিসটেক

Guest 24-Jun-2021 | 03:00:35 PM

ক নাম্বার ৪৪ লাখ হবে না ৪ লাখ হবে