Grammar : Optative Sentence

Optative Sentence

যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা কামনা, প্রার্থনা এসব বুঝায়, তাকে Optative Sentence বলে। 

A sentence that expresses a wish, desire or prayer is called an Optative sentence.

Optative Sentence এর Structure (গঠন প্রণালী) :
১. Optative Sentence এর শুরুতে May বসে। এবং May এর পরে Subject (Np) বসে। Subject এর পরে verb বসে। যেমন—
সে জীবনে উন্নতি করুক।
May he prosper in life.

তুমি সুখী হও।
May you be happy.

২. Optative Sentence এ কখনও কখনও? May (উহ্য) থাকে। যেমন— 
আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবি হউক।
Long live our president. 

বাংলাদেশ দীর্ঘজীবি হউক।
Long live Bangladesh. 

৩. কিছু কিছু Assertive sentence ও Optative Sentence হিসেবে  ব্যবহৃত হতে পারে। যেমন—
আমি যদি ধনী হতাম।
I wish I were a rich.

তারা আমাদের সুখের ভ্রমণ কামনা করলেন।
They wished us a pleasant journey. 

Related Links
إرسال تعليق (0)
أحدث أقدم