সাধারণ জ্ঞান : করোনা ভাইরাস

করোনা ভাইরাস

করোনা ল্যাটিন ভাষার শব্দ। যার অর্থ মুকুট বা জ্যোর্তিবলয়।

করোনা ভাইরাসের উৎপত্তি — হুবেই প্রদেশ, উহান, চীন।

SARS CoV–2 নামক জীবাণু থেকে করোনা ভাইরাসের উৎপত্তি।

করোনা ভাইরাস প্রথম শনাক্ত করা হয় ১৯৬০ সালে।

করোনা একটি RNA ভাইরাস।

নভেল করোনা ভাইরাসের অফিসিয়াল নাম COVID–19

নামকরণ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নভেল করোনা ভাইরাস শনাক্ত হয় ৩১ ডিসেম্বর, ২০১৯ সালে।

করোনা ভাইরাসের প্রজাতি সংখ্যা ২০০০ প্রায়।

করোনা ভাইরাসে চীনে প্রথম মৃত্যু হয় ১১ জানুয়ারি, ২০২০

করোনায় চীনের বাহিরে প্রথম আক্রান্ত দেশ থাইল্যান্ড।

করোনায় চীনের বাহিরে প্রথম মৃত্যু হয় ফিলিপাইনে।

করোনা ভাইরাস চিকিৎসায় প্রথম 'রেমডেসিভির' অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা।

দক্ষিণ এশিয়ায় প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় নেপালে।

দক্ষিণ এশিয়ায় করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় কর্ণাটক, ভারত।

করোনা ভাইরাসের প্রার্দুভাবে 'বৈশ্বিক জরুরি অবস্থা' অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৩০ জানুয়ারি, ২০২০

করোনা ভাইরাস ছড়ানোর অভিযোগে চীনের বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের এরিক স্মিথ।

রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিনের নামঃ Gam-Covid-Vac (Sputnik V)

বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয় ৮ মার্চ, ২০২০

বাংলাদেশে করোনা তথ্য সংক্রান্ত সরকারি ওয়েবসাইট www.corona.govt.bd

বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের জিন নকশা উম্মোচিত হয় ১২ মে, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাসের ৫ টি জিন নকশা উম্মোচন করেছে।

করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্যের তৈরি কিটের নাম - জিআর কোভিড - ১৯ ডটব্লট

বাংলাদেশে তৈরি করোনা ভ্যাকসিনের নাম Bancovi


আরো দেখুন :
Post a Comment (0)
Previous Post Next Post