গণিত : ৯ম-১০ম শ্রেণি : অধ্যায় ৫.২ : দ্বিঘাত সমীকরণ : সমাধান - PDF

class-9-10 board book math solve

দ্বিঘাত সমীকরণের সমাধান (৫.২)

পাঠ্য বাইয়ের সমাধান

লিখার উপর ক্লিক অথবা টাচ্ করলেই সমাধান পেয়ে যাবেন

 ১  $x$ কে চলক ধরে $a^2x+b=0$ সমীকরণটির ঘাত নিচের কোনটি?

(ক) $3$

(খ) $2$

(গ) $1$

(ঘ) $0$

SEE SOLUTION
আমরা জানি, কোনো সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাতকে সমীকরণের ঘাত বলে।
$\therefore a^2x+b=0$ সমীকরণের চলক $x$ এর সর্বোচ্চ ঘাত $1$
সুতরাং প্রদত্ত সমীকরণটির ঘাত $1$

 ২  নিচের কোনটি অভেদ?

(ক) $(x+1)^2+(x-1)^2=4x$

(খ) $(x+1)^2+(x-1)^2=2(x^2+1)$

(গ) $(a+b)^2+(a-b)^2=2ab$

(ঘ) $(a-b)^2=a^2+2ab+b^2$

SEE SOLUTION
আমরা জানি, যেকোনো সমীকরণ অভেদ হবে যদি সমীকরণটি চলকের যেকোনো মানের জন্য সত্য হয়। প্রতিটি বীজগাণিতিক সূত্রই অভেদ।
(ক) $(x+1)^2+(x-1)^2$$=x^2+2x+1-x^2-2x+1$$=2(x^2+1) \neq 4x$
(খ) $(x+1)^2+(x-1)^2$$=x^2+2x+1-x^2-2x+1$$=2(x^2+1)=2(x^2+1)$
(গ) $(a+b)^2+(a-b)^2$$=a^2+2ab+b^2+a^2-2ab+b^2$$=2(a^2+b^2) \neq 2ab$
(ঘ) $(a-b)^2=a^2-2ab+b^2 \neq a^2+2ab+b^2$
সুতরাং প্রদত্ত শর্তানুসারে অপশন (খ)ই সঠিক।

 ৩  $(x-4)^2=0$ সমীকরণের মূল কয়টি?

(ক) $1$ টি

(খ) $2$ টি

(গ) $3$ টি

(ঘ) $4$ টি

SEE SOLUTION
প্রদত্ত সমীকরণ $(x-4)^2=0$ বা, $(x-4)(x-4)=0$ $\therefore x=4,4$
সুতরাং প্রদত্ত সমীকরণের মূল $2$ টি।
তাছাড়া, $n$ ঘাত বিশিষ্ট সমীকরণের মূল সংখ্যা $n$

 ৪  $x^2-x-12=0$ সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি?

(ক) $3,4$

(খ) $3,-4$

(গ) $-3,4$

(ঘ) $-3,-4$

SEE SOLUTION
$x^2-x-12=0$
বা, $x(x-4)+3(x-4)=0$
বা, $x(x-4)+3(x-4)=0$
বা, $(x-4)(x+3)=0$
$\therefore x=-3,4$

 ৫  $3x^2-x+5=0$ সমীকরণে $x$ এর সহগ কত?

(ক) $3$

(খ) $2$

(গ) $1$

(ঘ) $-1$

SEE SOLUTION
আমরা জানি, একটি সমীকরণে চলকের সাথে যে সংখ্যা বা রাশি গুণ আকারে থাকে, তাকে ঐ চলকের সহগ বলে।
$3x^2-x+5=0$ সমীকরণে $x$ এর সাথে $(-1)$ গুণ আকারে আছে।
তাই $x$ এর সহগ $-1$

 ৬  দুইটি বীজগাণিতিক রাশি $x$ ও $y$ এর গুণফল $xy=0$ হলে

($i$) $x=0$ অথবা $y=0$

($ii$) $x=0$ এবং $y \neq 0$

($iii$) $x \neq 0$ এবং $y=0$

নিচের কোনটি সঠিক?

(ক) $i$ ও $ii$

(খ) $ii$ ও $iii$

(গ) $i$ ও $iii$

(ঘ) $i$, $ii$ ও $iii$

SEE SOLUTION
দুইটি বীজগাণিতিক রাশির গুণফল শূন্য হলে, রাশিদ্বয়ের যেকোনোটি অথবা উভয়ই শূন্য হবে।

 ৭  $x^2-(a+b)x+ab=0$ সমীকরণের সমাধান সেট নিচের কোনটি?

(ক) $\{a,b\}$

(খ) $\{a,-b\}$

(গ) $\{-a,b\}$

(ঘ) $\{-a,-b\}$

SEE SOLUTION
$x^2-(a+b)x+ab=0$
বা, $x^2-ax-bx+ab=0$
বা, $x(x-a)-b(x-a)=0$
বা, $(x-a)(x-b)=0$
$\therefore x=a,b$
সুতরাং, প্রদত্ত সমীকরণের সমাধান সেট, $S=\{a,b\}$

দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ এবং একক স্থানীয় অঙ্ক $x$

দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ এবং একক স্থানীয় অঙ্ক $x$। এই তথ্যের আলোকে নিচের (৮ - ১০) প্রশ্নগুলোর উত্তর দাও।

 ৮  সংখ্যাটি কত?

(ক) $2x$

(খ) $3x$

(গ) $12x$

(ঘ) $21x$

SEE SOLUTION
দেওয়া আছে, একক স্থানীয় অঙ্ক $x$
$\therefore$ দশক স্থানীয় অঙ্ক $2x$
$\therefore$ সংখ্যাটি $20 \cdot 2x+x=20x+x=21x$

 ৯  অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে?

(ক) $3x$

(খ) $4x$

(গ) $12x$

(ঘ) $21x$

SEE SOLUTION
অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক $2x$
এবং দশক স্থানীয় অঙ্ক $x$ হলে সংখ্যাটি হবে $10x+2x=12x$

 ১০  $x=2$ হলে, মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত?

(ক) $18$

(খ) $20$

(গ) $34$

(ঘ) $36$

SEE SOLUTION
$x=2$ হলে, মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য $21x-12x=9x=9 \times 2=18$

সমাধান কর (১১ - ১৭):

 ১১  $\left(y+5\right)\left(y-5\right)=24$


 ১২  $\left(\sqrt2x+3\right)\left(\sqrt3x-2\right)=0$


 ১৩  $2\left(z^2-9\right)+9z=0$


 ১৪  $\dfrac{3}{2z+1}+\dfrac{4}{5z-1}=2$


 ১৫  $\dfrac{x-2}{x+2}+\dfrac{6\left(x-2\right)}{x-6}=1$


 ১৬  $\dfrac{x}{a}+\dfrac{a}{x}=\dfrac{x}{b}+\dfrac{b}{x}$


 ১৭  $\dfrac{x-a}{x-b}+\dfrac{x-b}{x-a}=\dfrac{a}{b}+\dfrac{b}{a}$


সমাধান সেট নির্ণয় কর (১৮ - ২২):

 ১৮  $\dfrac{3}{x}+\dfrac{4}{x+1}=2$


 ১৯  $\dfrac{x+7}{x+1}+\dfrac{2x+6}{2x+1}=5$


 ২০  $\dfrac{1}{x}+\dfrac{1}{a}+\dfrac{1}{b}=\dfrac{1}{x+a+b}$


 ২১  $x+\dfrac{1}{x}=2$


 ২২  $\dfrac{\left(x+1\right)^3-\left(x-1\right)^3}{\left(x+1\right)^2-\left(x-1\right)^2}=2$


সমীকরণ গঠন করে সমাধান কর (২৩ - ৩৪):

 ২৩  দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি $15$ এবং এদের গুণফল $56$; সংখ্যাটি কত?


 ২৫  একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য $15$ সে.মি. ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর $3$ সে.মি.। ঐ বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় কর।


 ২৬  একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা $6$ সে.মি. বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল $810$ বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?


 ২৭  একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট $420$ টাকা চাঁদা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল?


 ২৮  একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী পড়ে, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও $30$ পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট $70$ টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?


 ২৯  দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি $7$; অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে $9$ বেশি।


 ৩০  একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে $(x-1)$ সে.মি. ও $x$ সে.মি. এবং একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতার সমান। আবার, একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য $x+3$ সে.মি. ও প্রস্থ $x$ সে.মি.।


 ৩১  একটি জমির ক্ষেত্রফল $192$ বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য $4$ মিটার কমালে এবং প্রস্থ $4$ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার জমিটির মাঝখানে $20$ সি.মি. ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যা এর উপর অঙ্কিত লম্ব ঐ জ্যা এর অর্ধেকের চেয়ে $2$ সে.মি. কম।


 ৩২  নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল তখন শুভর যে বয়স ছিল নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ। শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে তখন তাদের দুইজনের বয়সের যোগফল $63$ হলে প্রত্যেকের বর্তমান বয়স কত?


 ৩৩  বাসে ওঠার লাইনে সোহাগের পিছনে যতজন দাঁড়িয়ে আছে সামনে তার থেকে দুইজন বেশি দাঁড়িয়ে আছে। তার পিছনে যতজন দাঁড়িয়ে আছে সম্পূর্ণ লাইনে তার তিনগুণ যাত্রী। লাইনে কতজন যাত্রী দাঁড়িয়ে আছে?


 ৩৪  সবুজ $3:30$টার সময় বাসা থেকে ড্রয়িং ক্লাসে গেল। সে যখন স্কুল থেকে বাসায় ফিরেছিল তখনও মিনিটের কাঁটা খাড়া নিচের দিকে ছিল কিন্তু $3:30$টার তুলনায় দুইটি কাঁটার মধ্যে দূরত্ব $30$ ডিগ্রি কম ছিল। সবুজ স্কুল থেকে বাসায় কখন ফিরেছিল?

Post a Comment (0)
Previous Post Next Post