গণিত : ৯ম-১০ম শ্রেণি : অধ্যায় ৩.১ : বীজগাণিতিক রাশি : সমাধান

class-9-10 board book math solve

বীজগাণিতিক রাশি (৩.১)

পাঠ্য বাইয়ের সমাধান

লিখার উপর ক্লিক অথবা টাচ্ করলেই সমাধান পেয়ে যাবেন

 ১  সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কর:


 ২  সরল কর:


 ৩  $a-b=4$ এবং $ab=60$ হলে, $a+b$ এর মান কত?


 ৪  $a+b=9m$ এবং $ab=18m^2$ হলে, $a-b$ এর মান কত?


 ৫  $x-\frac1x=4$ হলে প্রমাণ কর যে, $x^4+\frac1{x^4}=322$


 ৬  $2x+\frac2x=3$ হলে, $x^2+\frac1{x^2}$ এর মান কত?


 ৭  $a+\frac1a=2$ হলে, দেখাও যে, $a^2+\frac1{a^2}=a^4+\frac1{a^4}$


 ৮  $a+b=\sqrt7$ এবং $a-b=\sqrt5$ হলে, প্রমাণ কর যে, $8ab(a^2+b^2)=24$


 ৯  $a+b+c=9$ এবং $ab+bc+ca=31$ হলে $a^2+b^2+c^2$ এর মান নির্ণয় কর।


 ১০  $a^2+b^2+c^2=9$ এবং $ab+bc+ca=8$ হলে $(a+b+c)^2$ এর মান কত?


 ১১  $a+b+c=6$ এবং $a^2+b^2+c^2=14$ হলে, $(a-b)^2 +(b-c)^2$$+(c-a)^2=$ কত?


 ১২  $x=3$, $y=4$ এবং $z=5$ হলে, $9x^2+16y^2+4z^2$$-24xy-16yz+12zx=$ কত?


 ১৩  $(a+2b)(3a+2c)$ কে দুইটি বর্গের বিয়োগফলরূপে প্রকাশ কর।



 ১৪  $x^2+10x+24$ কে দুইটি বর্গের বিয়োগফলরূপে প্রকাশ কর।


 ১৫  $a^4+a^2b^2+b^4=8$ এবং $a^2+ab+b^2=4$ হলে (ক) $a^2+b^2$ এর মান কত? (খ) $ab$ এর মান কত?

Post a Comment (0)
Previous Post Next Post