(১) অংকের স্থানীয়মান এর নাম
| স্থানীয়মান | অংক | এখানে | কথায় (মানুষ) |
|---|---|---|---|
| একক | ১ | একটি মাত্র অংক | এক জন মানুষ |
| দশক | ১০ | ১ এর পরে ১টি শূন্য | দশ জন মানুষ |
| শতক | ১০০ | ১ এর পরে ২টি শূন্য | একশ মানুষ |
| হাজার | ১০০০ | ১ এর পরে ৩টি শূন্য | এক হাজার মানুষ |
| অযুদ | ১০০০০ | ১ এর পরে ৪টি শূন্য | দশ হাজার মানুষ |
| লক্ষ/লাখ | ১০০০০০ | ১ এর পরে ৫টি শূন্য | এক লক্ষ মানুষ |
| নিযুত | ১০০০০০০ | ১ এর পরে ৬টি শূন্য | দশ লক্ষ মানুষ |
| কোটি | ১০০০০০০০ | ১ এর পরে ৭টি শূন্য | এক কোটি মানুষ |
| অব্বুর্দ | ১০০০০০০০০ | ১ এর পরে ৮টি শূন্য | দশ কোটি মানুষ |
| বব্বুর্দ | ১০০০০০০০০০ | ১ এর পরে ৯টি শূন্য | একশ কোটি মানুষ |
| শঙ্খ | ১০০০০০০০০০০ | ১ এর পরে ১০টি শূন্য | এক শঙ্খ মানুষ |
| চক্র | ১০০০০০০০০০০০ | ১ এর পরে ১১টি শূন্য | দশ শঙ্খ শানুষ |
| গদা | ১০০০০০০০০০০০০ | ১ এর পরে ১২টি শূন্য | এক গদা মানুষ |
| পদ্ম | ১০০০০০০০০০০০০০ | ১ এর পরে ১৩টি শূন্য | দশ গদা মানুষ |
| খর্ব্ব | ১০০০০০০০০০০০০০০ | ১ এর পরে ১৪টি শূন্য | এক খর্ব্ব মানুষ |
| নিখর্ব্ব | ১০০০০০০০০০০০০০০০ | ১ এর পরে ১৫টি শূন্য | দশ খর্ব্ব মানুষ |
| হিনী | ১০০০০০০০০০০০০০০০০ | ১ এর পরে ১৬টি শূন্য | এক হিনী মানুষ |
| অক্ষৌহিণী | ১০০০০০০০০০০০০০০০০০ | ১ এর পরে ১৭টি শূন্য | এক অক্ষৗহিনী মানুষ |
(২) গুরুত্বপূর্ণ পরিমাপ
| ২.১ | ১ মিলিয়ন | = | ১০ লক্ষ |
| ২.২ | ১ কোটি | = | ১০ মিলিয়ন |
| ২.৩ | ১ বিলিয়ন | = | ১০০ কোটি |
| ২.৪ | ১ ট্রিলিয়ন | = | ১ লক্ষ কোটি |
| ২.৫ | ১৭৬০ গজ | = | ১ মাইল |
| ২.৬ | ১ ইঞ্চি | = | ২.৫৪ সে.মি. |
| ২.৭ | ১ মাইল | = | ১.৬১ কি.মি. |
| ২.৮ | ০.৬২ মাইল | = | ১ কি.মি. |
| ২.৯ | ১০০০ মিলিগ্রাম | = | ১ গ্রাম |
| ২.১০ | ১০০০ গ্রাম | = | ১ কিলোগ্রাম (কেজি) = ২.২ পাউন্ড |
| ২.১১ | ১০০ কিলোগ্রাম | = | ১ কুইন্টাল |
| ২.১২ | ১০ কুইন্টাল | = | ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম (কেজি) |
| ২.১৩ | ১ শর্ট টন | = | ২২৪০ পাউন্ড |
| ২.১৪ | ১ সের | = | ০.৯৩৩ কিলোগ্রাম (প্রায়) |
| ২.১৫ | ১ বেল | = | ৪০০ পাউন্ড = ৫ মন (প্রায়) (”বেল” পাট ও তুলা ওজন পরিমাপের একক) |
| ২.১৬ | ১ লিটার | = | ১০০০ মিলিলিটার = ০.২২ গ্যালন |
| ২.১৭ | ১ লিটার | = | ১০০০ ঘন সেন্টিমিটার (সে.মি.) (শুধু ৪ ডিগ্রী তামপাতার পানি পরিমাপের ক্ষেত্রে) |
| ২.১৮ | ১ ব্যারেল | = | ১৫৯ লিটার (প্রায়) = ৩৪.৯৭২৬ গ্যালন |
| ২.১৯ | ১ গ্যালন | = | ৪.৫৪৬ লিটার (প্রায়) |
| ২.২০ | ১ ক্যারেট | = | ২ গ্রাম (ক্যারেট মূল্যবান পাথম ও রত্নের ওজন পরিমাপের একক) |
| ২.২১ | ১ ভরি | = | ১৬ আনা |
| ২.২২ | ১ কি.মি | = | ১০০০ মিটার |
| ২.২৩ | ১ মিটার | = | ১০ ডেসিমিটার = ১০০ সে.মি. = ১০০০ মি.মি. |
| ২.২৪ | ১ ইঞ্চি | = | ২.৫৪ সেন্টিমিটার |
| ২.২৫ | ১ মিটার | = | ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়) |
| ২.২৬ | ১ মাইল | = | ১৭৬০ গজ |
| ২.২৭ | ১ নটিক্যাল মাইল | = | ১৮৫৩.১৮ মিটার (জলপথের দূরত্ব পরিমাপের একক) |
| ২.২৮ | ১ ফ্যাদম | = | ৬ ফুট (পানির গভীরতা পরিমাপের একক) |
| ২.২৯ | ১ এয়র | = | ১০০ বর্গ মিটার |
| ২.৩০ | ১ হেক্টর | = | ১০০ এয়র = ১০০০০ বর্গ মিটার |
| ২.৩১ | ১ বর্গ মিটার | = | ১০০ বর্গ ডেসিমিটার = ১০০০০ বর্গ সে.মি. = ১০.৭৬ বর্গফুট (প্রায়) |
| ২.৩২ | ১ হেক্টর | = | ২.৪৭ একর (প্রায়) |
| ২.৩৩ | ১ বর্গ মাইল | = | ৬৪০ বর্গ একর |
| ২.৩৪ | ১ একর | = | ৪৮৪০ বর্গগজ = ১০ বর্গ চেইন = ৩ বিঘা ৮ ছটাক |
| ২.৩৫ | ১ বিঘা | = | ২০ কাঠা = ১ বর্গরশি = ১৬০০ বর্গগজ |
| ২.৩৬ | ১ কাঠা | = | ৮০ বর্গগজ = ১৬ ছটাক |
| ২.৩৭ | ১ ছটাক | = | ৫ বর্গগজ |
| ২.৩৮ | ১ বর্গগজ | = | ৯ বর্গফুট |
| ২.৩৯ | ১ বর্গফুট | = | ১৪৪ বর্গইঞ্চি |
| ২.৪০ | ১ চেইন | = | ২২ গজ |
| ২.৪১ | ১ বর্গচেইন | = | ৪৮৪ বর্গগজ |