গণিত : ৯ম-১০ম শ্রেণি : অধ্যায় ১১.২ : ধারাবাহিক অনুপাত : সমাধান - PDF

class-9-10 board book math solve

ধারাবাহিক অনুপাত (১১.২)

পাঠ্য বাইয়ের সমাধান

লিখার উপর ক্লিক অথবা টাচ্ করলেই সমাধান পেয়ে যাবেন

 ১  $a$, $b$, $c$ ক্রমিক সমানুপতিক হলে নিচের কোনটি সঠিক?

(ক) $a^2=bc$

(খ) $b^2=ac$

(গ) $ab=bc$

(ঘ) $a=b=c$

SEE SOLUTION
$a$, $b$, $c$ ক্রমিক সমানুপতিক হল $a:b=b:c$ বা $\frac{a}{b}=\frac{b}{c}$ বা, $b^2=ac$

 ২  আরিফ ও আকিবের বয়সের অনুপাত $5:3$, আরিফের বয়স $20$ বছর হলে, কত বছর পরে তাদের বয়সের অনুপাত $7:5$ হবে?

(ক) $5$ বছর

(খ) $6$ বছর

(গ) $8$ বছর

(ঘ) $10$ বছর


 ৩  একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

(ক) $2$ গুণ

(খ) $3$ গুণ

(গ) $4$ গুণ

(ঘ) $6$ গুণ


 ৪  $x:y=7:5$, $y:z=5:7$ হলে $x:z=$ কত?

(ক) $35:49$

(খ) $35:35$

(গ) $25:49$

(ঘ) $49:25$


 ৫  $b$, $a$, $c$ ক্রমিক সমানুপাতিক হলে
  • ($i$) $a^2=bc$
  • ($ii$) $\frac{b}{a}=\frac{c}{a}$
  • ($iii$) $\frac{a+b}{a-b}=\frac{c+a}{c-a}$

নিচের কোনটি সঠিক?

(ক) $i$

(খ) $i$ ও $ii$

(গ) $i$ ও $iii$

(ঘ) $i$, $ii$ ও $iii$

SEE SOLUTION

$b$, $a$, $c$ ক্রমিক সমানুপাতিক হলে,

$b:a=a:c$

বা, $\frac{b}{a}=\frac{a}{c}$

বা, $\boxed{a^2=bc}$

বা, $\frac{a}{b}=\frac{c}{a}$

$\therefore \boxed{\frac{a+b}{a-b}=\frac{c+a}{c-a}}$


সুতরাং, তথ্য ($i$) ও ($iii$) সঠিক। তাহলে সঠিক উত্তর অপশন (গ)।


 ৬  $x:y=2:1$ এবং $y:z=2:1$ হলে
  • ($i$) $x$, $y$, $z$ ক্রমিক সমানুপাতিক
  • ($ii$) $z:x=1:4$
  • ($iii$) $y^2+zx=4yz$

নিচের কোনটি সঠিক?

(ক) $i$ ও $ii$

(খ) $i$ ও $iii$

(গ) $ii$ ও $iii$

(ঘ) $i$, $ii$ ও $iii$

SEE SOLUTION

দেওয়া আছে,

$x:y=2:1$

বা, $x:y=(2\times2):(1\times2)$

$\therefore x:y=4:2$

আবার,

$y:z=2:1$

তাহলে, $x:y:z=4:2:1$

সুতরাং ($i$) $x$, $y$, $z$ ক্রমিক সমানুপাতিক, সঠিক


$x:y:z=4:2:1$ অর্থ $x=4$, $y=2$, $z=1$

তাহলে, $z:x=1:4$

সুতরাং ($ii$) $z:x=1:4$, সঠিক


যেহেতু $x$, $y$, $z$ ক্রমিক সমানুপাতিক

তাহলে,

$x:y = y:z$

বা, $\frac{x}{y}=\frac{y}{z}$

$\therefore y^2=zx$

এবং

$x:y=4:2$

বা, $\frac{x}{y}=\frac{4}{2}$

বা, $\frac{x}{y}=\frac{2}{1}$

$\therefore x=2y$


এখন প্রশ্নের ($iii$) নং এর বামপক্ষে $y^2=xz$ ও $x=2y$ বসিয়ে

$y^2+zx$

$=zx+zx$

$=2zx$

$=2z \times 2y$

$=4yz$

$=$ ডানপক্ষ

সুতরাং ($iii$) $y^2+zx=4yz$,ও সঠিক


অর্থাৎ $i$, $ii$ ও $iii$ সবগুলোই সঠিক।


আবার, y:z=2:1 সুতরাং x:y:z=4:2:1  ৭  $\frac{a}{x}=\frac{m^2+n^2}{2mn}$ হলে $\frac{\sqrt{a+x}}{\sqrt{a-x}}$ কত?

(ক) $\frac{m}{n}$

(খ) $\frac{m+n}{m-n}$

(গ) $\frac{m-n}{m+n}$

(ঘ) $\frac{n}{m}$


একটি ত্রিভুজের পরিসীমা $36$ সে.মি. এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত $3:4:5$ হলে, নিচের ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:

 ৮  ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত সে.মি.?

(ক) $5$

(খ) $9$

(গ) $12$

(ঘ) $15$


 ৯  ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

(ক) $6$

(খ) $54$

(গ) $67$

(ঘ) $90$


 ১০  $1$ ঘন সে.মি. কাঠের ওজন $7$ ডেসিগ্রাম। কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা কত ভাগ?


 ১১  ক, খ, গ, ঘ এর মধ্যে $300$ টাকা এমনভাবে ভাগ করে দাও যেন, ক এর অংশ : খ এর অংশ = $2:3$, খ এর অংশ : গ এর অংশ = $1:2$ এবং গ এর অংশ : ঘ এর অংশ = $3:2$ হয়।


 ১২  তিনজন জেলে $690$ টি মাছ ধরেছে। তাদের অংশের অনুপাত $\frac23$, $\frac45$ এবং $\frac56$ হলে, প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় কর।


 ১৩  একটি ত্রিভুজের পরিসীমা $45$ সে.মি.। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত $3:5:7$ হলে, প্রত্যেক বহুর পরিমাণ নির্ণয় কর।


 ১৪  দুইটি সংখ্যার অনুপাত $5:7$ এবং গ.সা.গু. $4$ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু. কত?


 ১৫  ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফী $171$ রান করলো। সাকিব ও মুশফিকুরের এবং মুশফিকুর ও মাশরাফীর রানের অনুপাত $3:2$ হলে কে কত রান করেছে?


 ১৬  একটি অফিসে $2$ জন কর্মকর্তা, $7$ জন অফিস সহকারী এবং $3$ জন অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক $1$ টাকা পেলে একজন অফিস সহকারী পায় $2$ টাকা, একজন কর্মকর্তা পায় $4$ টাকা। তাদের সকলের মোট বেতন $150,000$ টাকা হলে, কে কত বেতন পায়?


 ১৭  যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ $20\%$ বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?


 ১৮  একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য $10\%$ বৃদ্ধি এবং প্রস্থ $10\%$ হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে?


 ১৯  একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত $4:7$। ঐ মাঠে যে জমিতে আগে $304$ কুইন্টাল ধান ফলতো, সেচ পাওয়ার পরে তার ফলন কত হবে?


 ২০  ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত $3:2$ এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত $4:3$ হলে, সমান পরিমাণের ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের কর।


 ২১  একটি জমির ক্ষেত্রফল $432$ বর্গমিটার। ঐ জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে $3:4$ এবং $2:5$ হলে, অপর জমির ক্ষেত্রফল কত?


 ২২  জমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে $10\%$ সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি $2$ বছর পর মুনাফা-আসলে যত টাকা শোধ করে $3$ বছর পর সিমি মুনাফা-আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় কর।


 ২৩  একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত $5:12:13$ এবং পরিসীমা $30$ সে.মি.


 ২৪  একদিন কোনো ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থী অনুপাত $1:4$


 ২৫  আশিক, মিজান, অনিক ও অহনা মোট $132500$ টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে এবং এক বছর শেষে $26500$ টাকা লাভ হয়। উক্ত ব্যবসায় মূলধনে আশিকের অংশ; মিজানের অংশ $=2:3$, মিজানের অংশ : অনিকার অংশ $=4:5$ এবং অনিকার অংশ : অহনার অংশ $=5:6$


Practice

 Practice-1  একটি সমিতির নেতা নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দীর মধ্যে ডোনাল্ড সাহেব $4:3$ ভোটে জয়লাভ করলেন। যদি মোট সদস্য সংখ্যা $581$ হয় এবং $91$ জন সদস্য ভোট না দিয়ে থাকেন, তবে ডোনাল্ড সাহেবের প্রতিদ্বন্দী কত ভোটের ব্যবধানে পরিজিত হয়েছেন?


 Practice-2  $1011$ টাকাকে $\frac{3}{4}:\frac{4}{5}:\frac{6}{7}$ অনুপাতে বিভক্ত কর।


Post a Comment (0)
Previous Post Next Post