প্রবন্ধ রচনা : বাংলাদেশের প্রাণিজগৎ
| History | 📡 Page Views |
|---|---|
| Published 29-Nov-2022 | 02:09:00 PM |
Total View 1.7K+ |
| Last Updated 06-May-2025 | 03:58:17 PM |
Today View 0 |
ভূমিকা : দুনিয়াজুড়ে রয়েছে বিচিত্র প্রাণীর বাস। এদের কেউ বাস করে
পানিতে, কেউ বাস করে ডাঙায়। বাংলাদেশেও রয়েছে অনেক রকমের প্রাণী।
গৃহপালিত পশু বা প্রাণী : আমরা যেসব পশু বা প্রাণীকে গৃহে লালন পালন করে
বড় করে তুলি, সেগুলোকে বলে গৃহপালিত প্রাণী। বাংলাদেশের গৃহপালিত প্রাণীদের
মধ্যে উল্লেখযোগ্য কয়েকটির বর্ণনা নিচে উপস্থাপন করা হলো—
গরু : আমাদের দেশে গৃহপালিত পশুদের মধ্যে গরুই শ্রেষ্ঠ স্থান অধিকার করে
আছে। বাংলাদেশের গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতে গরু দেখতে পাওয়া যায়।
গরুর সবকিছুই মানুষের কাজে লাগে। গরুর দুধ খুব পুষ্টিকর খাদ্য।
ভেড়া : ভেড়া আমাদের দেশে অতিপরিচিত গৃহপালিত প্রাণী। এটি লোমশ প্রাণী।
ভেড়ার লোম দিয়ে কম্বল, কার্পেট ইত্যাদি তৈরি হয়। এর মাংস খাদ্য হিসেবে ব্যবহৃত
হয়।
ছাগল : গৃহপালিত প্রাণীগুলোর মধ্যে ছাগল সবচেয়ে পরিচিত প্রাণী।
বাংলাদেশের প্রায় সব জেলাতে ছাগল দেখা যায়। ছাগল সাধারণত কালো, সাদা, ধূসর,
মিশ্র রঙের হয়ে থাকে।
কুকুর ও বিড়াল : কুকুর ও বিড়াল এ দেশের দুটি জনপ্রিয় প্রাণী। এ দেশের
মানুষ এগুলোকে শখ করে পুষে থাকে। তবে কুকুর বাড়ির নিরাপত্তা দিতে বেশ পারদর্শী।
বন্য প্রাণী : বাংলাদেশের দক্ষিণে সাগরমুখে গড়ে উঠেছে সুবিশাল সুন্দরবন।
এ ছাড়া সারা দেশে অনেক জায়গায় বন দেখা যায়। এসব বনে রয়েছে নানা ধরনের
প্রাণীর বসবাস। নিচে এর কয়েকটি পরিচিতি তুলে ধরা হলো;..
হরিণ : আমাদের দেশে সুন্দরবনে হরিণ দেখা যয়। হরিণ দুই প্রকার। যথা: (১)
চিত্রা হরিণ ও (২) বলগা হরিণ। হরিণ দেখতে খুব সুন্দর। হরিণ খুব ভিতু প্রাণী। অনেক
সময় নিজের পেটের ডাকে সে ভয়ে দৌড়ে পালায়।
বাঘ : আমাদের দেশে সুন্দরবনে বাঘ দেখা যায়। এরা হিংস্র ও মাংসাশী প্রাণী।
সুন্দরবনের বাঘকে রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয়। আমাদের জাতীয় পশু রয়্যাল
বেঙ্গল টাইগার, সুন্দরবনের বাঘ পৃথিবী বিখ্যাত।
বানর : আমাদের দেশে সুন্দরবনে এবং অন্যান্য বনজঙ্গলে বানর দেখতে পাওয়া
যায়। বানর গাছের ডালে ডালে সারা দিন লাফালাফি করে।
জলজ প্রাণী : বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। নদীমাতৃক দেশের এসব নদীতে
রয়েছে অসংখ্য প্রাণীর বাস। নিচে এদের কয়েকটির বর্ণনা দেওয়া হলো—
কুমির : সুন্দরবনের নদী ও জলাশয়ে কুমির দেখা যায়। কুমির খুব হিংস্র
প্রাণী। কুমির হিংস্র প্রাণী হলেও খামারভিত্তিক চাষের মাধ্যমে বর্তমানে বিদেশে
রপ্তানি হচ্ছে।
হাঙর : হাঙর হিংস্র প্রাণী। রক্তের গন্ধ পেলে এরা সেখানে ছুটে যায়। হাঙর
স্তন্যপায়ী প্রাণী।
শুশুক : বাংলাদেশের প্রায় নদীতেই শুশুক দেখা যায়। মৎস্যাকার প্রাণী
হিসেবে জলে বাস করলেও এটি স্তন্যপায়ী। এটি খুবই নিরীহ প্রাণী।
উপসংহার : প্রাণিজগতে বিস্ময় সৃষ্টিকারী জীবজন্তু কমে যাচ্ছে। ফলে নষ্ট
হয়ে যাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। নিজেদের স্বার্থেই এসব প্রাণীকে বাঁচিয়ে রাখা
আমাদের কর্তব্য।
- প্রবন্ধ রচনা : বাংলাদেশের পাখি
- প্রবন্ধ রচনা : বাংলাদেশের ফল
- প্রবন্ধ রচনা : গরু
- প্রবন্ধ রচনা : বাংলাদেশের জাতীয় গাছ : আম গাছ
- প্রবন্ধ রচনা : বাংলাদেশের জাতীয় ফল : কাঁঠাল
- প্রবন্ধ রচনা : বাংলাদেশের জাতীয় ফুল : শাপলা
- প্রবন্ধ রচনা : বাংলাদেশের জাতীয় পাখি : দোয়েল
- প্রবন্ধ রচনা : বাংলাদেশের জাতীয় পশু : বাঘ
- প্রবন্ধ রচনা : বাংলাদেশের গৃহপালিত পাখি
- প্রবন্ধ রচনা : বাংলাদেশের অর্থকরী ফসল : ধান
- প্রবন্ধ রচনা : চিড়িয়াখানা
- প্রবন্ধ রচনা : প্রাণিজগৎ
Leave a Comment (Text or Voice)
Comments (0)