মার্চের দিনগুলি

SSC 2021 : জীববিজ্ঞান : ১ম সপ্তাহ : অ্যাসাইনমেন্ট

অধ্যায় ০২
জীবকোষ ও টিস্যু
অ্যাসাইনমেন্ট : খালি চোখে লক্ষ্যণীয় উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এবং টিস্যুর শ্রমবণ্টন নির্ণয়।

নমুনা সমাধান

হাত, ছুরি, বটি ইত্যাদি ব্যবহার করে পাকা আম ও কাঁচা পেপে এর খোসা ছাড়িয়ে খাওয়ার সময় প্রতিটি অংশের দৃঢ়তা লক্ষ্য করে এবং বিভিন্ন অংশের রং দেখে নিম্নের পর্যবেক্ষণের ছক পূরণ করা হলো :

নমুনার নং রং দৃঢ়তার পরিমাপ
নরম কম দৃঢ় তুলনামূলক দৃঢ়
১। পাকা আম
বোঁটা কালচে
খোসা টকটকে হলুদ
শাঁস কমলা
আটি সাদা
২। কাঁচা পেপেঁ
বোঁটা গাঢ় সবুজ
খোসা সবুজ
শাঁস সাদা

নমুনার নং রং দৃঢ়তার পরিমাপ
নরম কম দৃঢ় তুলনামুলক দৃঢ়
১। পাকা আম
বোটা স্কেরেন কাইমাতে পরিবহন টিস্যুতে পানি ও খনিজ পদার্থ গমন বন্ধ হয়ে যাওয়ায় রং কালছে ধারণ করে। আম পাকা হওয়ায় এর জাইলেম ও প্লোয়েম টিস্যু এর স্কেলের কাইনা আবরণী টিস্যুর পরিবহন বন্ধ হয়ে যাওয়ার রং কালছে হয়।
খোসা ক্লোরোফিল প্লাস্টিডের রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ক্রোমোফিল প্লাস্টিডে পরিণত হয়। তাই রং হলুদ ধারণ করে। পাকা আমের খোসাতে প্যামেন কইমা নামক আবরনি টিস্যু থাকে তা অীধক জলীয় পদার্থের কারণে কম দৃঢ় হয়।
শাঁস পাকা আমের শাঁস এর রং কমলা হয় সেলুলেজ এ এস্টার জাতীয় পদার্থের প্রাচুর্যের কারণে। পাকা আমের শাসে প্রচুর পরিমাণে এস্টার ও জাইলেম ফাইবার থাকাতে জলীয় দ্রবণের কারণে নরম হয়।
২। কাঁচা পেপে
বোটা কোলেনকাইমাতে প্রচুর পরিমাণে ক্রোমোস্টোপ্লাস্টি থাকে তাই রং গাড় সবুজ দেখায়। কাঁচা পেপেঁ এর কোটার জাইলেম প্যামেনকাইমা ও কোলেনকাইমা নামক আবরণ টিস্যু থাকে যা অনেক দৃঢ়তা প্রদান করে।
খোসা খোসাতে উপস্থিত ক্লোরেনকাইমাতে ক্লোরোফিল এর পরিমাণ বোটার তুলনায় কম থাকে এবং সবুজ বা হালকা সবুজ হয়। খোসাতে প্যারেনকাইমার নামক জটিল আবরণী টিস্যু থাকে বিধায় অত্যন্ত দৃঢ় হয়।
শাঁস শাঁস এর মধ্যে লিউকোপ্লাস্টিড থাকে ও এর কোনো প্রকার রড় সেই তাই সাদা দেখায়। কাঁচা পেপে এর শাঁস এর গৌন জাইলেম টিস্যু বিদ্যমান থাকায় কম দৃঢ় হয়।

অধ্যায় ০২
জীবকোষ ও টিস্যু
অ্যাসাইনমেন্ট : খেলার মাধ্যমে প্রাণিকোষ এবং প্রাণিটিস্যুর গঠন ও কাজ বিশ্লেষণ।

নমুনা সমাধান

খেলার মাধ্যমে প্রাণিকোষ এবং প্রাণিটিস্যুর গঠন ও কাজ বিশ্লেষণ :

রাউন্ড বৈশিষ্ট্য-১ বৈশিষ্ট্য-২ বৈশিষ্ট্য-৩ বলোতো আমি কে?
শোষণ একটি নিউক্লিয়াস স্তম্ভের মতো কলামনার টিস্যু
নালি যুক্ত সংকোচন মেসোর্ডাম হৃদপেশী
নিঃসরণ শোষণ রূপান্তরিত গ্রন্থি আবরণী টিস্যু
এক স্তরী একটি নিউক্লিয়াস উদ্দীপনা স্নুায়ু টিস্যু
শোষণ বহুস্তরী একাধিক নিউক্লিয়াস স্ট্যাটিফাইড টিস্যু
নালী যুক্ত সংকোচন একাধিক নিউক্লিয়াস ঐচ্ছিক পেশি

1 Comments

  1. ২ নং এর বাকি ৪ টার উত্তর কই??

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post