সাধারণ জ্ঞান : টেলিভিশন

টেলিভিশন

বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা – ৪১টি।

বাংলাদেশ টেলিভিশনের প্রথম সংগীত শিল্পী কে? – ফেরদৌসী রহমান।

বাংলাদেশে রঙ্গন টেলিভিশন চালু হয় কত সালে? – ১ ডিসেম্বর ১৯৮০ সালে।

বাংলাদেশ প্রথম টেলিভিশন স্থাপিত হয় কত সালে? – ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সালে।

বাংলাদেশ টেলিভিশনের প্রথম ভবন কোথায় স্থাপন করা হয়েছিল? – ঢাকার ডি.আই.টি ভবন (বর্তমানে রাজউক ভবন)।

ঢাকার রামপুরা টেলিভিশন ভবন স্থাপিত হয় কত সালে? – ৬ মার্চ, ১৯৭৫ সালে।

রামপুরা টিভি ভবনের নকশা প্রস্তুত করেন কে? – সুইডেনের প্রখ্যাত স্থপতি মিস্টার পিটার সেলসিং এবং বাংলাদেশের মাহবুবুল হক।

বাংলাদেশ টেলিভিশন সর্বপ্রথম কত কি.মি. প্রচার ক্ষমতা নিয়ে কার্যক্রম শুরু করে? – ১০ মাইল/১৬ কি.মি.।

বাংলাদেশ টেলিভিশনের প্রথম প্রচারিত নাটক কোনটি? – একতলা দোতলা (১৯৬৫ সালের, ২৭ ফেব্রুয়ারি প্রচারিত হয়)।

বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় কত সালে? – ১ ডিসেম্বর ১৯৮০ সালে।

বাংলাদেশে টেলিভিশনের পূর্ণাঙ্গ কেন্দ্র কয়টি? – ২টি (ঢাকা ও চট্টগ্রাম)। (সম্প্রচার কেন্দ্র- ১৬টি।)

চট্টগ্রামে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় কবে? – ১৯ ডিসেম্বর ১৯৯৬ সালে।

বিটিভির সর্বশেষ সম্প্রচার কেন্দ্র কোনটি? – রাজশাহী (১৩ জুন ২০০১ উদ্বোধন)।

বাংলাদেশ টেলিভিশনের রজত জয়ন্তী কবে পালিত হয়? – ২৫ ডিসেম্বর ১৯৮৯ সালে।

’বাংলা টিভি’ দেশের বাইরে কোথায় প্রথম চালু হয়? – ব্রিটেনে; ১৬ ডিসেম্বর ১৯৯৮ সালে।

বিটিভি স্যাটেলাইট চ্যানেলের নাম কী? – বিটিভি ওয়ার্ল্ড (১১ এপ্রিল ২০০৪ শুরু হয়)।

বিটিভির পুনঃপ্রচার কেন্দ্র কতটি? – ১টি (রাঙামাটি)।

বাংলাদেশ টেলিভিশনের প্রথম অনুষ্ঠান কোনটি? – একটি ৫০ মিনিটের ইংরেজি ছায়াছবি।

ঢাকা টেলিভিশনের প্রথম টিভি সিরিয়াল কোনটি? – ত্রিরত্ন, ১৯৬৬ সালে।

কোন তারিখে বাংলাদেশ টেলিভিশন কর্পোরেশন জাতীয়করণ করা হয়? – ১৯৭২ সালে।

বাংলাদেশে সরকারি টেলিভিশন চ্যানেল কয়টি? – ৩টি। (বিটিবি, সংসদ বাংলাদেশ ও স্যাটেলাইট চ্যানেল বিটিভি ওয়ার্ল্ড)

বাংলাদেশে বেসরকারি টেলিভিশন চ্যানেলের চালুকৃত সংখ্যা কতটি? – ২৩টি। (বেসরকারি চ্যানেল- সর্বশেষ অনুমোদন পাওয়া ১০টিসহ মোট ৪১টি চ্যানেল)

কোন তারিখ হতে বাংলাদেশে ডিস এন্টেনার ব্যবহার চালু হয়? – ২৭ এপ্রিল, ১৯৯২ সালে।

বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল কোনটি? – একুশে টিভি (১৪ এপ্রিল, ২০০০ তরিখে চালু হয়)।

Post a Comment (0)
Previous Post Next Post