Write down the theme of the following poem (Not more than 50 words)
The Voice of the Ancient Bard
William Blake (1757 – 1827)
Youth of delight come hither.
And see the opening morn,
Image of truth new born.
Doubt is fled & clouds of reason
Dark disputes & artful teasing.
Folly is an endless maze.
Tangled roots perplex her ways.
How many have fallen there!
They stumble all night over bones of the dead
And fell they know not what but care;
And wish to lead others when they should be led
আনন্দের যৌবন, এখানে এসো,
আর দেখ উদ্ভাসিত সকাল,
কল্পনা করো সব সত্যের।
সন্দহ আর যুক্তির মেঘ পলাতক।
অন্ধ বিতর্ক আর ছলচাতুরি,
ভুলগুলো সব সীমাহীন গোলকধাঁধা
জটপাকানো বিশ্বাসগুলো তার লক্ষকে বিভ্রান্ত করে।
না জানি কত হারিয়েছে সে পথে!
রাত জুড়ে মৃতের অস্থিতে তারা খেয়েছে হোঁচট,
তারা জানে না কী করতে হবে,
তবুও অন্যকে পথ দেখাতে চায়, যখন নিজেরাই পথহারা।
The Theme : In the poem the bard stands for the pioneer of a new age of truth in which evil powers are absent. The nature is now in an endless maze. They need to be led to the right path as old traditions are unable to lead them. Youth is the symbol of newness. So, the young people have to step forward as the pioneer to solve all maze destroying the barriers of old traditions.
(কবিতায় চারণকবি এক নতুন যুগের পথিকৃৎ যেখানে অপশক্তিগুলো অনুপস্থিত। জাতি এখন এক সীমাহীন গোলক-ধাধার মধ্যে। তাদেরকে সঠিক পথে পরিচালিত করা প্রয়োজন কেননা পুরোন প্রথাগুলো তাদেরকে পরিচালিত করতে ব্যর্থ। তারুণ্য নতুনত্বের প্রতীক। তাই তরুণদেরকেই পুরোন প্রথার বাধাগুলো ভেঙ্গে সকল জটিলতা সমাধানে কান্ডারী হিসেবে এগিয়ে আসতে হবে।)