Write down the theme of the following poem (Not more than 50 words)
To Celia
Ben Jonson (1572 – 1637)
Drink to me only with thine eyes,
And I will pledge with mine;
Or leave a kiss but in the cup
And I’ll not look for wine.
The thirst that from the soul doth rise
Doth ask a drink divine;
But might I of Jove’s nectar sup,
I would not change for thine.
I sent thee late a rosy wreath,
Not so much honouring thee
As giving it a hope that there
I could not withered be;
But thou thereon dids’t only breathe.
And sent’st it back to me;
Since when it grows, and smells, I swear,
Not of itself but thee.
কেবল নয়ন দিয়েই পানসাথী হও,
প্রাপ্তি এতেই অনেক কিছু,
বা পেয়ালায় ঐ অধর ছোঁয়াও
ছুটব না আর সুরার পিছু।
আমার আত্মাজুড়ে দারুন তৃষ্ণা
আপার্থিব এক মদিরা চায়;
তোমার অধর সুধার মোহের কাছে
অমর-সুধা তুচ্ছ তাই।
তোমার সেই যে দেয়া গোলাপমালা
তোমার শোভার নয়কো মনিহার
বরং এই আশাতেই বুক বেঁধেছি
থাকুক বর্ণ-সুবাশ অটুট তার;
তোমার নিঃশ্বাসে তা সজীব করে
পাঠালে তার মধুর রেশ;
কসম, পাপড়িতে তার তোমার সুবাশ
গোলাপ নিছক ছদ্মবেশ।
The Theme : Failure in love can make us drunkards sometimes. The poet has lost his love and has been habituated to drinking. The frustrated poet will again come to normal life if he regains his love. The poem reflects here the aftermath of failure in love.
(প্রেমে ব্যর্থতা কখনও কখনও আমাদেরকে মাতাল করে তুলতে পারে। কবি তার প্রেয়সীকে হারায় এবং সুপরানে আসক্ত হয়ে পড়েন। হতাশ কবি তার প্রেয়সীকে পুনরায় পেলে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। কবিতায় প্রেমে ব্যর্থতার পরিণাম প্রতিভাত হয়।)