Poem : Prom Pippa Passes - Robert Browning

Write down the theme of the following poem (Not more than 50 words)

Prom Pippa Passes
Robert Browning (1812 – 1889)

The year’s at the spring.
And day’s at the morn;
Morning’s at seven:
The hill-side’s dew-pearled;
The lark’s on the wing;
The snail’s on the thorn;
God’s in His heaven.
All’s right with the world!

বছর ঘুরে বসন্তকাল,
দিনের শুরু প্রভাত;
সাতসকালে প্রভাত আসে
নেই নিয়মের প্রমাদ।
মুক্ত শিশিরে সিক্ত পাহাড়,
ভরত চলে উড়ে;
শামুক থাকে গুল্মঝোপে,
স্রষ্টা স্বর্গজুড়ে।
বিশ্বময় এক অমোঘ বিধি সবকিছু তার জালে!

The Theme : The lines denote the chain of command of God. It is the spring season of the year. It is an early spring morning. The grass on the hill-sides is wet with dew-drops, the larks are singing and flying, and the snails are feeding on the thorn. Everything around us is beautiful and good because God is looking after all these things.

(এই লাইনগুলো স্রষ্টার সৃষ্টির সুশৃঙ্খল প্রক্রিয়া নির্দেশ করে। বছরের এই সময় বসন্তকাল বিরাজমান। এই বসন্তকালের খুব ভোর বেলায় বিরাজমান একটা সময়। পাহাড়ের পাশ্ববর্তী জায়গার ঘাস তুষার ফোঁটায় ভেজা, ভরত পাখি গান গেয়ে উড়ে বেড়াচ্ছে, শামুক গুল্মগাছ খেয়ে জীবন যাপন করছে। স্রষ্টা সব কিছুর দেখাশুনা করছে বলে চারপাশের সব কিছু সুন্দর ও সুশ্রী দেখায়।)


Post a Comment (0)
Previous Post Next Post