Grammar : Phrase & its Identification

Phrase & its Identification

আমরা Clause নিয়ে লেখার সময় Phrase সম্পর্কে হালকা ধারণা দিয়ে এসেছি। তবুও এখানে Phrase এর পরিচয় তুলে ধরা হবে। কারণ, Phrase সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা থাকছে এই পোস্টে। 

Phrase & its Identification

Phrase হলো দুই বা ততোধিক শব্দগুচ্ছ যা মাত্র একটি Parts of Speech এর মতো কোনো বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। যেমন :

Milk is good for health.
দুধ স্বাস্থ্যের জন্য ভাল।

বাক্যটিতে Milk হলো subject. এটি একটি মাত্র শব্দ এবং এটি একটিমাত্র subject হিসেবে এই বাক্যে ব্যবহার হয়েছে। কিন্তু এই বাক্যটিতে যদি আমরা Milk এর পরিবর্তে Drinking some milk regularly বসালে এই সবগুলো word একত্রে ঐ বাক্যের subject হিসেবে কাজ করবে। যেমন : 

Drinking some milk regularly is good for health. 
নিয়মিত কিছু দুধ পান করা স্বাস্থ্যের পক্ষে ভাল।

এক্ষেত্রে এই শব্দগুচ্ছকে বলা হবে Phrase. 

এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু সমূহ : 
  • Phrase কাকে বলে? উদাহরণ দাও। Word, Phrase এবং Clause এর পার্থক্য করুন। 
  • Phrase এর প্রকারভেদ ও আলোচনা।
  • Noun Phrase কাকে বলে? উদাহরণসহ Noun Phrase চেনার উপায়।
  • Infinitive ও Gerund Phrase কাকে বলে? এরা মূলত কোন Phrase এ অন্তর্গত তা।
  • Adjective Phrase কাকে বলে? চেনার উপায় উদাহরণসহ।
  • Participle Phrase কাকে বলে? এটি মূলত কোন Phrase এ অন্তর্গত তা।
  • Verbal Phrase কাকে বলে? চেনার উপায় উদাহরণসহ।
  • Adverbal Phrase কাকে বলে? চেনার উপায় উদাহরণসহ।
  • Prepositional Phrase কাকে বলে? চেনার উপায় উদাহরণসহ।
  • Conjunctional Phrase কাকে বলে? চেনার উপায় উদাহরণসহ।
  • কয়েকটি Interjection Phrase এর উদাহরণ। 

Phrase কাকে বলে? উদাহরণ দাও। Word, Phrase এবং Clause এর পার্থক্য করুন। 

Phrase (শব্দগুচ্ছ) : Phrase একটি শব্দ নয় বরং একের অধিক বা একগুচ্ছ শব্দ (word) যেখানে কোন Subject এবং Finite Verb (সমাপিকা ক্রিয়া) এর সমন্বয় থাকে না। 

যেমন : on fine morning, in front of (সম্মুখে),  on account of (জন্য), oh my dear (ওহে আমার প্রিয়), after going to picnic (বনভোজনে যাওয়ার পর), to read the book (বই পড়া) ইত্যাদি। এসব শব্দগুচ্ছ subject ও verb এর সমন্বয় নেই। সুতরাং এগুলো হলো Phrase। ইংরেজি তে বলা যায়,
Phrase is a group of related words used as single part of speech and expresses a single idea.

Word (শব্দ) : এক বা একাধিক বর্ণ দ্বারা গঠিত হয় word বা শব্দ  যা অর্থ প্রদান করতে পারে, যেমন— A (একটি), Allah (আল্লাহ), World (বিশ্ব), Expert (দক্ষ), Book (বই) ইত্যাদি। 

নিচে Phrase & Clause এর পার্থক্য বা মিল খেয়াল করুন : 
মিল : A group of words (একগুচ্ছ শব্দ) / দুই বা তার অধিক শব্দের সমন্বয়ে গঠিত হয় Phrase অথবা Clause। 

পার্থক্য : Phrase এর মধ্যে Subject এবং finite verb এর সমন্বয় থাকে না। কিন্তু Clause এর মধ্যে Subject এবং finite verb এর সমন্বয় থাকে। অর্থাৎ, Clause = Subject + finite verb 

উদাহরণ : hard and fast rule (এই শব্দগুচ্ছের মধ্যে subject ও finite verb এর সমন্বয় নাই, সুতরাং এটি একটি Phrase)। অপরদিকে, The children are safe. (এই শব্দগুচ্ছের মধ্যে একটি subject ও একটি finite verb এর সমন্বয় আছে, সুতরাং এটি একটি Clause)।

Phrase এর প্রকারভেদ ও আলোচনা।
Phrase সাধারণত ৭ প্রকার, তবে বিশেষ ক্ষেত্রে Infinitive Phrase, Gerund Phrase এবং Participle Phrase কে আলাদা বিবেচনা করলে Phrase সর্বমোট ১০ প্রকার হয়। বাক্যে অবস্থানগত ভিন্নতার কারণে Parts of Speech এর নামেই Phrase এর নামকরণ করা হয়েছে। যথা : 
  1. Noun Phrase
  2. Infinitive Phrase
  3. Gerund Phrase
  4. Participle Phrase
  5. Verbal Phrase
  6. Adjective Phrase
  7. Adverbial Phrase
  8. Prepositional Phrase
  9. Conjunctional Phrase
  10. Interjectional Phrase
Phrase বাক্যের মাঝে, বাক্যের শুরুতে, বাক্যের শেষে noun / verb এর আগে ও পরে, preposition এর আগে ও পরে, এরূপ বিভিন্ন parts of speech এর মত ব্যবহার হতে পারে। 

বিস্তারিত আলোচনার আগে সংক্ষেপে জেনে রাখি (প্রধান ৭টি) : 
  • Noun Phrase : Noun Phrase বাক্যে Noun এর কাজ করে। 
  • Verbal Phrase : Verbal Phrase বাক্যে ১ টি  Verb এর কাজ করে। 
  • Adjective Phrase : Adjective Phrase বাক্যে ১ টি Adjective এর কাজ করে। 
  • Adverbial Phrase : Adverbial Phrase বাক্যে ১ টি Adverb এর কাজ করে। 
  • Prepositional Phrase : Prepositional Phrase বাক্যে ১ টি Preposition এর কাজ করে। 
  • Conjunctional Phrase : Conjunctional Phrase বাক্যে ১ টি Conjunction এর কাজ করে। 
  • Interjectional Phrase : Interjectional Phrase বাক্যে ১ টি Interjection এর কাজ করে। 

Noun Phrase কাকে বলে? উদাহরণসহ Noun Phrase চেনার উপায়।
Noun Phrase : Noun Phrase এমন একগুচ্ছ শব্দ যা বাক্যে Noun এর মতই কাজ করে এবং যেসব জায়গায় Parts of Speech এর Noun বসে, সেসব জায়গায় Noun Phrase বসে। অন্যভাবে বলা যায়— যে শব্দগুচ্ছে noun এর প্রাধান্য / ফোকাসটাই বেশি থাকে সেই শব্দগুচ্ছকে Noun Phrase বলে। Noun Phrase এর Central Part হল Noun।

চেনার উপায় ১ : বাক্যে Verb এর Subject হিসেবে একগুচ্ছ শব্দ থাকলে তা Noun Phrase। যেমন : 
To take physical exercise in the morning daily is good for health. 
Reading newspapers is a good habit.
Swimming in the river is dangerous. 
To walk in the morning is good exercise. 
To rise early is a good habit.
His coming here is uncertain. 
The news of his having a good neighbour pleased me.
Mark করা পুরো অংশটুকু Subject 

চেনার উপায় ২ : বাক্যে Verb এর Object হিসেবে একগুচ্ছ শব্দ থাকলে তা Noun Phrase। যেমন : 
I know the ins and outs of it
I enjoy walking by the riverside.
The man gave him food and clothing
If like to fish in the river.
She wanted to have a cup of tea
উপরের প্রতিটি বাক্যে verb এর পরের অংশটুকু object (Mark করা পুরো অংশটুকু Object) হিসেবে ব্যবহৃত হয়েছে।

চেনার উপায় ৩ : বাক্যে Subject এর  Complement হিসেবে একগুচ্ছ শব্দ থাকলে তা Noun Phrase। যেমন : 
The ass is a beast of burden.
গাধা ভারবাহী পশু।

এখানে, The ass = beast of burden. ডানের অংশটুকু আর বামের অংশটুকু মূলত একই জিনিস নির্দেশ করে। এই ডানের অংশটুকু হল Complement
Rahim seems to be a thief
He is a full-time worker
I am not a part-time worker
Mr Rahim was the man of the match
Mark করা পুরো অংশটুকু Complement

চেনার উপায় ৪ : Determiner (a, an, the, one, no, few, some, any, many, both, my ইত্যাদি) এর পর একগুচ্ছ শব্দ থাকলে তা Noun Phrase। যেমন :
Bipul is a man of letters
They are my kith and kin
Mark করা পুরো অংশটুকু Noun phrase.

চেনার উপায় ৫ : Preposition (at, in, of, out, with ইত্যাদি) এরপর একগুচ্ছ শব্দ থাকলে তা Noun Phrase। যেমন : 
He agreed to the plan of his own accord

Infinitive ও Gerund Phrase কাকে বলে? এরা মূলত কোন Phrase এ অন্তর্গত তা।
Infinitive Phrase : to + verb ______. যুক্ত কোন শব্দগুচ্ছ বাক্যে noun/ subject/ object এর কাজ করলে তাকে Infinitive Phrase বলে। যেমন : To ride well requires practices. [লক্ষ্য রাখবেন : to + verb _____ . যুক্ত কোন শব্দগুচ্ছ বাক্যে verb/ adjective কে modify করলে তাকে adverbial phrase বলে। যেমন : We eat to live. [আমরা বেঁচে থাকতে খাই, এখানে to live দ্বারা eat - verb কে নির্দেশ করেছে বিধায় এটি adverbial phrase] 

সতর্কতা : Infinitive অবস্থানভেদে noun phrase/ adverbial phrase হতে পারে।

Gerund Phrase : Verb + ing যুক্ত কোন শব্দগুচ্ছ বাক্যে noun/ subject/ object এর কাজ করলে তাকে Gerund Phrase বলে। যেমন :
Qualifying in the admission test is not easy. 

সতর্কতা : Gerund Phrase মূলত noun এর অন্তর্গত। তাই এদেরকে noun phrase ও বলা হয়।

Adjective Phrase কাকে বলে? চেনার উপায় উদাহরণসহ।
Adjective Phrase : Adjective Phrase এমন একগুচ্ছ শব্দ যা বাক্যে Adjective এর মতই কাজ করে এবং যেসব জায়গায় Parts of Speech এর Adjective বসে, সেসব জায়গায় Adjective Phrase বসে। অন্যভাবে বলা যায়— যে শব্দগুচ্ছে Adjective এর প্রাধান্য / ফোকাসটাই বেশি থাকে সেই শব্দগুচ্ছকে Adjective Phrase বলে। Adjective Phrase এর Central Part হল Adjective।

চেনার উপায় ১ : Noun এর পর Preposition যুক্ত কোন phrase যখন উক্ত noun কে qualify করে অর্থাৎ, Noun এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে, তখন তাকে Adjective Phrase বলে। যেমন :
A man in great difficulties came to me.
কঠিন সমস্যায় পতিত লোকটি আমার কাছে এসেছিল।
এখানে, লোকটির অবস্থা বোঝাচ্ছে - তাই এই বাক্যে mark করা অংশ একটি Adjective Phrase। 

চেনার উপায় ২ : Noun এরপর কোন (verb + ing) / v3 যুক্ত Phrase উক্ত noun কে নির্দেশ করলে সেটি Participle/ Adjective Phrase।  যেমন :
The scientists doing the research in the laboratory is my teacher.

চেনার উপায় ৩ : Noun এর আগে বসে যখন কোন phrase উক্ত noun কে qualify করে, অর্থাৎ,  noun এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে, তখন তাকে Adjective Phrase বলে। যেমন :
There is no hard & fast rule in flim marketing.
সিনেমা তৈরিতে কোন বাঁধাধরা নিয়ম নেই।
phrase টি rule (noun) এর অবস্থা বোঝাচ্ছে। 

Participle Phrase কাকে বলে? এটি মূলত কোন Phrase এ অন্তর্গত তা।
Participle Phrase : যখন কোন Verb + ing বা v3 যুক্ত অংশ কোন noun কে নির্দেশ করে তখন সেটি Participle Phrase. 

চেনার উপায় ১ : _________ Noun + (verb + ing) / v3 –যুক্ত অংশ Participle Phrase ______. যেমন :
I saw a bird flying in the sky.
আমি আকাশে উড়ন্ত পাখি দেখলাম।

চেনার উপায় ২ : [verb + ing/ v3 + _______ ] +  ,  +  subject + verb _______ থাকলে এরূপ গঠনে [verb + ing/ v3 + ______ ] অংশ participle phrase। যেমন :
Knocking at the door, he demanded admission.

সতর্কতা : Participle Phrase মূলত Adjective Phrase এর অর্ন্তগত। তাই একে Adjective Phrase ও বলা যায়।

নোট : v3 যুক্ত Phrase হলে Past Participle Phrase আর verb + ing হলে সেটি Present Participle Phrase হয়।

Verbal Phrase কাকে বলে? চেনার উপায় উদাহরণসহ।
Verbal Phrase : Verbal Phrase এমন একগুচ্ছ শব্দ যা বাক্যে Verb এর মতই কাজ করে এবং যেসব জায়গায় Parts of Speech এর Verb বসে, সেসব জায়গায় Verbal Phrase বসে। অন্যভাবে বলা যায়— যে শব্দগুচ্ছে Verb এর প্রাধান্য / ফোকাসটাই বেশি থাকে সেই শব্দগুচ্ছকে Verbal Phrase বলে। যেমন : 
She looked at the moon.
We looked for (খোঁজ করা) a smart boy.
Mina looks after (দেখাশুনা করা) her goats.
Do on (পরিধান করা) your shirt.
He gave up (ত্যাগ করা) smoking. 
 নোট : এই জাতীয় phrase গুলোকে আবার group verb ও বলা হয়। 

List of Some Verbal Phrases : 
  • Look for — খোঁজ করা 
  • Put up with — সহ্য করা
  • Bear away the palm — বিজয়ী হওয়া
  • Call in question — সন্দেহ করা / Doubt 
  • Get rid of — মুক্তি পাওয়া 
  • Hanker after — কোন কিছুতে লোভ করা
  • Call a spade a spade — অপ্রিয় সত্য কথা বলা, স্পষ্ট কথা বলা
  • Beat about the bush — কাজের কথায় না এসে আজেবাজে কথা বলা 
  • Take care of — যত্ন নেওয়া
  • Take pride in — গর্ব করা
  • Die in harness — কর্মরত অবস্থায় মারা যাওয়া
  • Come to light — প্রকাশিত হওয়া 

Adverbal Phrase কাকে বলে? চেনার উপায় উদাহরণসহ।
Adverbal Phrase : Adverbal Phrase এমন একগুচ্ছ শব্দ যা বাক্যে Adverb এর মতই কাজ করে এবং যেসব জায়গায় Parts of Speech এর Adverb বসে, সেসব জায়গায় Adverbal Phrase বসে। অন্যভাবে বলা যায়— যে শব্দগুচ্ছে Adverb এর প্রাধান্য / ফোকাসটাই বেশি থাকে সেই শব্দগুচ্ছকে Adverbal Phrase বলে।

চেনার উপায় : বাক্যের main verb কে how/ where/ when/ why যথাক্রমে (কিভাবে)/ (কোথায়)/ (কখন)/ (কেন) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase/ শব্দগুচ্ছ পাওয়া যায় তাই Adverbal Phrase। যেমন : 

(i) How (কিভাবে) দ্বারা প্রশ্ন — I went very quickly. (আমি কিভাবে গিয়েছিলাম?) 
Ans : very quickly (খুব দ্রুত) 

(ii) Where (কোথায়) দ্বারা প্রশ্ন — He lives in Dhaka. (সে কোথায় বাস করে?)
Ans : in Dhaka (ঢাকায়)

(iii) When (কখন) দ্বারা প্রশ্ন — He had come in November. (কখন এসেছিল?)
Ans : in November (নভেম্বরে)

(iv) Why (কেন) দ্বারা প্রশ্ন — I read to learn many unknown things. (কেন পড়ি?)
Ans : to learn many unknown things. (অনেক অজানা কিছু শিখতে)

List of Important Adverbial Phrases
  • Above all — সর্বোপরি
  • At random — এলোমেলোভাবে
  • At six and seven — এলোমেলোভাবে
  • All at once — হঠাৎ 
  • By leaps and bounds — দ্রুতগতিতে 
  • By hook or by crook — যে কোন উপায়ে
  • At last — অবশেষে 
  • At least — কমপক্ষে 
  • After all — সব সত্ত্বেও 
  • By chance — হঠাৎ 
  • Cats and dogs — মুষলধারে
  • In full swing — পূর্ণ গতিতে
  • As usual — যথারীতি 
  • By no means — কোন ভাবেই না 
  • At all — আদৌ
  • Far and wide — সর্বত্র 
  • Head and ears — সম্পূর্ণরূপে
  • Out and out — সম্পূর্ণরূপে 

Prepositional Phrase কাকে বলে? চেনার উপায় উদাহরণসহ।
Prepositional Phrase : Prepositional Phrase এমন একগুচ্ছ শব্দ যা বাক্যে Preposition এর মতই কাজ করে এবং যেসব জায়গায় Parts of Speech এর Preposition বসে, সেসব জায়গায় Prepositional Phrase বসে। অন্যভাবে বলা যায়— যে শব্দগুচ্ছে Preposition এর প্রাধান্য / ফোকাসটাই বেশি থাকে সেই শব্দগুচ্ছকে Prepositional Phrase বলে। যেমন : 
He stood in front of me.
এখানে, in front of এর একক অর্থ — (সম্মুখে / before) তাই এটি Prepositional Phrase। 

চেনার উপায় : সাধারণত Prepositional Phrase এর শুরু এবং শেষে Preposition থাকে। 

List of Important Prepositional Phrases
  • At the top of — সর্বোচ্চ মাত্রায় 
  • according to — অনুসারে
  • by dint of — সাহায্যে  
  • by means of — সাহায্যে 
  • by virtue of — সাহায্যে 
  • for the sake of — জন্য / For 
  • in a view of — বিবেচনায় 
  • in accordance with — অনুসারে
  • in case of — কিছু ঘটলে
  • in compliance with — অনুসারে
  • in comparison to — তুলনায়
  • in consequence of — ফলে
  • in course of — কিছু চলাকালে
  • in favour of — পক্ষে
  • in front of — সম্মুখে / Before
  • in lieu of — পরিবর্তে 
  • in order to — উদ্দেশ্যে 
  • in place of — পরিবর্তে
  • in regard to — বিষয়ে/ About
  • in search of — অনুসন্ধানে 
  • in spite of — সত্ত্বেও 
  • instead of — পরিবর্তে
  • in the event of — কিছু ঘটলে
  • in the midst of — মধ্যে 
  • in the nick of time — ঠিক সময়ে 
  • in the teeth of — বাধা সত্ত্বেও 
  • on account of — জন্যে /For 
  • on behalf of — পক্ষে 
  • on the eve of — শুরুতে
  • owing to — কারণে
  • with a view to — উদ্দেশ্যে 
  • with an eye to — উদ্দেশ্যে 

Conjunctional Phrase কাকে বলে? চেনার উপায় উদাহরণসহ।
Conjunctional Phrase : Conjunctional  Phrase এমন একগুচ্ছ শব্দ যা বাক্যে Conjunction এর মতই কাজ করে এবং যেসব জায়গায় Parts of Speech এর Conjunctional বসে, সেসব জায়গায় Conjunctional Phrase বসে। অন্যভাবে বলা যায়— যে শব্দগুচ্ছে Conjunction এর প্রাধান্য / ফোকাসটাই বেশি থাকে সেই শব্দগুচ্ছকে Conjunctional Phrase বলে। যেমন : 
He talks as if / as though (যেন) he were a mad. 
সে এমনভাবে কথা বলে যেন সে পাগল।

চেনার উপায় : Conjunctional Phrase সাধারণত দুটি clause কে যুক্ত করে। যেমন :
I drink water as much as I could.

তবে কখনও কখনও দুটি subject বা object কেও যুক্ত করে।

যেমন : Rakib as well as his friends, have decided to leave London. 

List of Important Conjunctional Phrases 
  • As if / As though — যদিও 
  • So that — যাতে
  • Even though — এমনকি যদিও
  • As well as — এবং 
  • As much as — যতটা

কয়েকটি Interjection Phrase এর উদাহরণ দাও।
Interjectional Phrase : ইহা এমন একগুচ্ছ শব্দ যা আকস্মিক মনের ভাব (আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি) প্রকাশ করে এবং এই Phrase এর পর Note of Interjectional sign ( ! ) বসে এবং যেসব জায়গায় parts of speech এর Interjection বসে, সেসব জায়গায় Interjectional Phrase বসে। যেমন : 
What a pity! The man is dead. 
কী দুঃখের বিষয়! লোকটি মৃত।
এই বাক্যে What a pity! দ্বারা দুঃখ বোঝাচ্ছে তাই এটি Interjectional Phrase। 

এরকম আরো কিছু উদাহরণ হলো— 
What a pity! (কী দুঃখের কথা!) You have failed. 
Good heavens! What does he say? 
By God! (ঈশ্বরের দোহাই!) I will kill him. 

এভাবে Good gracious! Good God! এগুলো হলো Interjectionl Phrase. 
Post a Comment (0)
Previous Post Next Post