Grammar : Classification of Noun

Classification of Noun

পূর্বের লেখায় আমরা Noun সম্পর্কে অনেক বিস্তারিত বিষয়াবলী সহ Noun সম্পর্কিত অজানা কিছু বিষয় আলোচনা করেছি। আজ আমরা Noun এর প্রকারভেদ সমূহ নিয়ে আলোচনা করব। 

Noun প্রধানত ২ প্রকার। যথা— 
(1)
Abstract Noun
(গুণ/ ভাববাচক নাম)

যে Noun দ্বারা কোনো ব্যক্তির বা বস্তুর গুণ, অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে তাকে Abstract Noun বলে।
(A noun referring to things that our five senses can't detect is called abstract noun.)
  
Abstract Noun এর বাহ্যিক কোনো অস্তিত্ব নেই। এবং যা স্পর্শ করা যায় না, গন্ধ / শ্রবণ দ্বারা বুঝা যায় না। এমনকি ইহা চোখেও দেখা যায় না, শুধুমাত্র অনুভূতির সাহায্যে একে উপলব্ধি করা যায়। উদাহরণ— Honesty, Length, Truth ইত্যাদি। 

মনে রাখুন : Abstract Noun গুলো Uncountable Noun হয়। যেমন— 

চেনার উপায় — ১ : Adjective ও Verb এর Noun Form গুলো Abstract Noun। 
উদাহরণ :
Honest (adj) Honesty (abstract noun)
Advertise (v) Advertising (abstract noun)
Brave (adj) Bravery (abstract noun)
High (adj) Height (abstract noun)
Long (adj) Length (abstract noun)
True (adj) Truth (abstract noun)

চেনার উপায় — ২ : সাধারণত ব্যক্তি, গুণ, ধ্যান, ধারণা, অবস্থা ইত্যাদি বোঝাতে word এর শেষে [–tion, sion, ship, dom, ent, ment, ce, cy, or, age, ge, er, ry, ness, ty, th, al, ee, ism, ing, hood etc.] ইত্যাদি suffix গুলো থাকলে abstract noun হয়। 

উদাহরণ : Infancy (শৈশব), Kindness, Happiness, Goodness, Childhood ইত্যাদি।

চেনার উপায় — ৩ : Chemistry, Physics, Math বিভিন্ন "subject" এর নাম দ্বারা অবস্থা বুঝালে এগুলো Abstract / Uncountable Noun হয়। আর subject/ বইয়ের নাম বুঝালে এগুলো Proper Noun হবে। যেমন— 
Q : What type of noun is the word 'Chemistry' is—
A : abstract noun. [Chemistry শব্দটি দ্বারা এখানে কোনো বইকে / subject বুঝালে তা Proper Noun কিন্তু এখানে সাধারণভাবে অস্পর্শ বা একটি ধারণাকে বুঝাচ্ছে তাই এটি abstract noun হবে।

(2)
Concrete Noun
(গুণ/ভাববাচক বিশেষ্য) 

Concrete Noun হলো সেই সব বস্তুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব আছে। অর্থাৎ ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় বা দেখা যায়, অনুভব করা যায়, স্পর্শ করা যায় বা আস্বাদন করা যায়। 
এক কথায় ব্যক্তি, বস্তু, জাতি, সমষ্টি ইত্যাদি বোঝাতে Concrete Noun হয়। ইহা মোট ৪ প্রকার। যথা— 
  1. Proper Noun
  2. Common Noun
  3. Collective Noun
  4. Material Noun 

Proper Noun

কোন একটিমাত্র নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা বিষয়ের নামকে Proper Noun বলে। 
(The name of one particular person, thing, or place is called Proper Noun.) 
  • Person/ব্যক্তির নাম : Rasel, Habib, Rabindronath Tagore ইত্যাদি। 
  • Place/স্থানের নাম : The Padma, The Tajmahal, Dhaka The Amazon, Bangladesh, The Himalayas, The Mediterranean (ভূমধ্যসাগর), Jupitar (বৃহস্পতি গ্রহ), United States (যুক্তরাষ্ট্র) ইত্যাদি।
  • Thing/বস্তুর নাম : Matador pen, The Titanic etc. গ্রহের নাম : Earth, Mars, Neptune etc. 
  • গ্রন্থ/বিষয়ের নাম : The Quran, The Bible  ইত্যাদি। Organization এর নাম : Sonali Bank, ADB, IMF, etc. 

Proper Noun এর ব্যবহার : 
১। নদী, সাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, মহাশূন্য, দ্বীপপুঞ্জ, সেতু, বিখ্যাত অট্টালিকা, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, ট্রেন, বিমান, জাহাজ  ইত্যাদির পূর্বে the বসে। যেমন— The Padma, The Meghna, The Titanic ইত্যাদি। 

২।  Proper Noun এর প্রথম অক্ষর সর্বদা Capital Letter হয়। তবে, God, Lord, Bible, Earth, Sun, Moon এদের বেলায় Small Letter হতে পারে। 

৩। ব্যক্তিবাচক Proper Noun এর আগে Article/ সংখ্যা বসলে তা Common noun হয়। যেমন— Two summons are here. [এই বাক্যে Summon common noun, যদিও এটি ব্যক্তির proper noun ছিল।] 

মনে রাখুন :  Proper Noun এর বাংলা অনুবাদ একই থাকে। যেমন— The Quran = কুরআন, Sonali Bank = সোনালী ব্যাংক, Dhaka = ঢাকা ইত্যাদি। তবে, Egypt = মিশর, Jupitar = বৃহস্পতি গ্রহ, United Kingdom = যুক্তরাজ্য, United States = যুক্তরাষ্ট্র, The Mediterranean = ভূমধ্যসাগর ইত্যাদি অর্থ পরিবর্তন হয়। 

Common Noun

কোন নির্দিষ্ট বা সমষ্টিগত ব্যক্তি, বস্তু, স্থানের না বুঝিয়ে একজাতীয় সকলকে বোঝালে Common Noun হয়। এর অপর নাম Class Noun. 
(A noun that names a general class of person, place or things is a common noun.) 

Person / ব্যক্তির নাম : Man, Boy, Girl, Student, Teacher, Doctor, Pupil, Sailor, Pirate (জলদস্যু), Robber (ডাকাত), People, Soldier (সৈনিক), King, Player ইত্যাদি। 

Thing / বস্তুর নাম : Ring (আংটি), Nail (পেরেক), Flower, Pen, Bus, Car, Pencil, Chair, Table, Book, Dress ইত্যাদি। 

Animal / প্রাণী / ইতর প্রাণীর নাম : Dog, Tiger, Bee (মৌমাছি), Child (শিশু), Children (শিশুরা), Cow, Sheep, Fish, Elephant ইত্যাদি।

Place / স্থানের নাম : River, College, School, Bank, Capital (রাজধানী), Planet (গ্রহ), City, Country, Harbour/ Harbor (পোতাশ্রয়/ জাহাজ ভিড়ানোর স্থান), Mount (পর্বত) ইত্যাদি। 
 
Matter / abstract fact / Unit / বিষয়ের নাম : Day, Month, Year, Week, Idea, Ideas, Inventions, Plans, Novel ইত্যাদি। 

Advanced Learning :
Advanced Learning— 1 : Common Noun এর ব্যবহার :-  উপরিউক্ত সকল উদাহরণের Noun কে determiner/ সংখ্যা / article করতে হলে তা সরাসরি plural করে তবে তা বাক্যে ব্যবহার করতে হয়। যেমন—
Boys / All boys / Two boys are here.
A boy is here.

নোট : সাধারণভাবে সমগ্র জাতিকে নির্দেশ করতে Common Noun এর পূর্বে the বসে এবং জাতির একটি সদস্যকে নির্দেশ করতে a/an বসে এবং কয়েকটি সদস্যকে নির্দেশ করতে Plural হয়।

Advanced Learning— 2 : Plural Common Noun :- Adjective the adjective plural common noun 
Example : 
poor (গরিব) adjective the poor হচ্ছে plural common noun
rich (ধনী) adjective the rich হচ্ছে plural common noun
honest (সৎ) adjective the honest হচ্ছে plural common noun
young (যুবক) adjective the young হচ্ছে plural common noun
brave (সাহসী) adjective the brave হচ্ছে plural common noun

নোট : The + adjective দ্বারা এই সমস্ত Noun গুলো নিজেই Plural হয়, তাই অন্য কোনভাবে Plural করতে হয় না। এরূপ noun গুলো sub হলে verb plural হয়। 
Example :
The poor are always unhappy. 

ব্যতিক্রম : the deceased & the accused শব্দ দুটি plural হবে না।

Collective Noun

যে সকল Noun কোন সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। 

অর্থাৎ এমন কিছু  Noun আছে যেগুলো শুনলেই আমরা বুঝি তার ভিতের সদস্য আছে কমপক্ষে দুই বা দুই এর বেশী; এই সদস্যরা Common Noun এর আর এদের সমষ্টিগত নামই Collective Noum বলে। 

যেমন— 
Family শব্দটা শুনলেই আমরা বুঝি এর সদস্য সংখ্যা কমপক্ষে দুই জন। যার একজন Man আর অপরজন Woman। এই man আর women হলো Common Noun এবং এদের সমষ্টিগত নাম Family যা Collective Noun এর উদাহরণ। 

আরো কিছু উদাহরণ— 
  • A bunch of flowers (একগুচ্ছ ফুল/ ফুলের তোড়া) 
  • A cluster of words 
  • A team of players 
  • Army (সেনাবাহিনী ; এর দল) 
  • Audience (শ্রোতামণ্ডলী)  
  • Batch of student
  • Board, Band (বাদক দল) 
  • Bundle of pencils 
  • Congress (সভা যেখানে কয়েকজন লোক থাকে) 
  • Company (কম্পানি) 
  • Corporation (সংস্থা) 
  • Council (সভা) 
  • Faculty (অনুষদ) 
  • Family (পরিবার/ কিছু মানুষের সমষ্টি) 
  • Flock (পাখির ঝাঁক) 
  • Government, Herd (গবাদি পশুর দল) 
  • Library (বই সমষ্টি / সংগ্রহশালা) 
  • Minority (সংখ্যালঘু) 
  • Navy/ fleet (নৌবাহিনী), Police, Army, Organization, Public (জনগণের নির্দিষ্ট দল), School (মাছের ঝাঁক ; তবে বিদ্যালয় অর্থ দিলে School শব্দটি Common Noun), Team (দল), Troop (দল/ পাল) 
  • Cattle (গবাদি পশুর দল) 
  • Class (শ্রেণী), Group (দল)
  • Committee (সভা) 
  • Gang (ডাকাতের দল)
  • Mob (উচ্ছৃঙ্খল জনতা) 
  • Crowd (জনতার ভীড়) 
  • Mass (গণ/ জোট) 
  • Jury (আইনজীবিদের সভা যেখানে কয়েকজন আইনজীবি থাকে) 
  • Archipelago (দ্বীপপুঞ্জ) 

Noun of Multitude : Collective Noun এর সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বুঝায় এবং এই বিভাজিত সমষ্টিকে Noun of Multitude বলে। 

Collective Noun হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এর verb ও pronoun দুটোই singular হয়ে থাকে। যেমন :
The jury is unanimous in its decision.
বিচারকমন্ডলী সিদ্ধান্তের ব্যাপারে একমত।

কিন্তু Noun of Multitude এর verb ও pronoun দুটোই plural হয়ে থাকে। যেমন :
The jury were divided in their opinions.
বিচারকমন্ডলী ভিন্ন ভিন্ন মত দিয়েছেন।

সহজ জিনিস কঠিন উপায়ে :
People Vs Public : মনে রাখবেন People সর্বদা plural হয়। আর Public শব্দটিকে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ব্যাকরণবিদ singular বা plural উভয়ই হিসেবে ব্যবহার দেখিয়েছেন। তাই কখনো প্রশ্নে Public শব্দটি পেলে অবশ্যই অবস্থা বুঝে উত্তর করবেন। 

Material Noun

সাধারণত কোন বস্তু যে উপাদান দ্বারা গঠিত হয় সেই উপাদানটিকে Material Noun বলে। 

কিন্তু ঐ পদার্থ দ্বারা গঠিত বস্তুটিকে Common Noun বলে। যেমন— Gold একটি পদার্থ যা Material Noun আর Ring হচ্ছে Gold দ্বারা নির্মিত বস্তু যা Common Noun হবে।

সতর্কতা : বস্তু হলেই তা Material Noun নয়, তাকে অবশ্যই Uncountable হতে হবে। 

সহজে চেনার টেকনিক : যে Noun কে গণনা করা যায় না (Uncountable) কিন্তু স্পর্শ করা যায় বা আকার, আয়তন, ওজন ইত্যাদি ভাবে পরিমাণ করা যায়, তাকে Material Noun বলে। 

উদাহরণ—
Gold (সোনা),  Diamond (হীরা), Iron (লোহা), Silver (রৌপ্য), Water (পানি), Oil (তেল), Rice (চাল/ ভাত), Paper (কাগজ), Meat (মাংস), Milk (দুধ), Salt (লবন), Brick (ইট), Mutton (ভেড়ার মাংস), Butter (মাখন), Tea (চা), Wood (কাঠ), Steel (ইস্পাত) ইত্যাদি।  

গুরুত্বপূর্ণ কিছু কথা

১। Material Noun এবং Common Noun উভয় প্রকার Noun দ্বারাই নাম বুঝায় কিন্তু পার্থক্য হলো Material Noun গুলো Uncountable/ অগণনাযোগ্য আর Common Noun গুলো Countable/ গণনাযোগ্য হয়। 

২। খাদ্য বোঝাতে Material Noun হয়। যেমন : Mutton (খাঁসি/ ছাগল/ ভেড়ার মাংস), beef (গরুর মাংস), fish (মাছ) ইত্যাদি। 

৩। প্রাণী বুঝাতে Common Noun হয়। যেমন— Sheep (ভেড়া), Goat (ছাগল), Cow (গরু), Fish ( মাছ) ইত্যাদি। 

৪। Material Noun এবং Abstract Noun উভয় noun –ই uncountable কিন্তু এদের মূল পার্থক্য হলো material noun সাধারণত স্পর্শনীয় আর abstract noun অস্পর্শনীয়।

1 Comments

Post a Comment
Previous Post Next Post