Grammar : Noun

Noun

সাধারণত : যে word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান, কাজ, গুণ, ভাব, অবস্থা বা অন্য কোন কিছুর নাম বোঝায়, তাকে Noun বলে। 

P. C. Das খুব সহজেই বলেছেন—
A noun is a naming word.
(কোন নামবাচক পদকেই Noun বলে।)

Wren & Martin বলেছেন—
Noun is the objects that we can see, hear, taste, touch or smell etc. 

এবার Noun এর স্পেশাল কিছু উদাহরণ খেয়াল করুন যেগুলো অনেক বেশি পরিমাণে বিভিন্ন পরীক্ষায় এসেছে— 
  • Pen, Gold, Song (কলম, সোনা, গান) 
  • Species (প্রজাতি) 
  • Flute (বাঁশি) 
  • Guise (ছদ্মবেশ) 
  • Simulation (ছলনা) 
  • Articulation (স্পষ্ট উচ্চারণ) 
  • Imprimatur (অগ্রিম প্রদত্ত/ অগ্রদত্ত টাকা)
  • Idemnity (নিরাপত্তা বিধান) 
  • Tormentor (যন্ত্রণাদানকারী)  
  • Jealousy (ঈর্ষা/ সন্দেহ) 
  • Wonder (বিস্ময়/ বিস্ময়জনক বস্তু) 
  • Speech (বক্তব্য), Chaos (বিশৃঙ্খল) 
  • Mite (অতি অল্প পরিমাণ / ফোটা/ বিন্দু) 
  • Furniture (আসবাবপত্র) 
  • Accessory (আনুষঙ্গিক বস্তু) 
  • Tyranny / Tyrant (স্বৈরশাসন) 
  • Nostalgia (গৃহকাতরতা) 
  • Undertaker (ঠিকাদার ব্যক্তি) 
  • Word (শব্দ/ স্বৈরশাসন/ হুকুম/ আদেশ) 

এবার একটা অজানা বিষয় জানুন : Parts of Speech এর নামগুলো কোন ধরনের word বলুন? 

Parts of Speech (Noun, Pronoun, Verb, Adjective, Adverb, Preposition, Conjunction, Interjection) এর ৮ টি word –ই Noun। [স্পষ্টত : Noun নিজেই একটি Noun।]

এবার এমন কিছু word দেখুন যেগুলো একইসঙ্গে Noun এবং Verb উভয়ই হতে পারে। যেমন : 
  • Brush (ঝাড়ু / ঝাড়ু দেওয়া) 
  • Water (পানি / পানি দেওয়া) 
  • Book (বই / সংরক্ষণ করা) 
  • Dream (স্বপ্ন / স্বপ্ন দেখা) 
  • Bag (থলে / পশু শিকার করা) 
  • Arm (অস্ত্র / অস্ত্র সজ্জিত করা) 
  • Interest (মনোযোগ / আকর্ষণ করা) 
  • Court (আদালত / প্রণয় কামনা করা) 
  • Dog (কুকুর / অনুকরণ করা) 
  • Master (প্রভু / আয়ত্ত করা) 
  • Flock (ঝাঁক / দলবদ্ধ হওয়া) 
  • Second (সেকেন্ড / সমর্থন করা)  
  • Land (ভূমি / অবতরণ করা) 
  • Father (পিতা / কর্তৃত্ব করা) 
  • Mind (মন / মন লাগানো) 
  • Eye (চোখ / লক্ষ্য রাখা) 
  • Hand (হাত / হস্তান্তর করা) 
  • Man (মানুষ / পরিচালনা করা, জনপূর্ণ করা, শক্তিশালী করা) 
  • Massacre (হত্যাযজ্ঞ / নির্বিচারে হত্যা করা)  
  • Head (মাথা / অগ্রসর হওয়া, মাথা লাগানো)
  • Hammer (হাতুড়ি / হাতুড়ি দিয়ে আঘাত করা) 
  • Dance (নৃত্য / নৃত্য করা) 
  • Iron (লোহা / ইস্ত্রি করা) 
  • Cage (খাঁচা / খাঁচাবন্দি করা) 
  • Fish (মাছ / মাছ ধরা) 
  • Telephone (টেলিফোন / টেলিফোন করা) 
  • Pen (কলম / লেখা)  


Noun কে মূলত ২ টি দৃষ্টিকোণ থেকে প্রকারভেদ করা যায়। যার— 
(১) একটি হলো Noun যেসব জিনিসের নাম প্রকাশ করে তার অবস্থা বিচারে, 
(২) অপরটি হলো Noun যেসব জিনিসের নাম প্রকাশ করে তার 'পরিমাণযোগ্যতা' বা 'গণনযোগ্যতা'–র উপর শ্রেণিভেদ। 

প্রথম দৃষ্টিকোণ থেকে Noun হল ২ প্রকার। যথা :
  1. Concrete Noun (ইন্দ্রিয় বিশেষ্য) 
  2. Abstract Noun (গুণ/ভাববাচক বিশেষ্য)  

২য় দৃষ্টিকোণ থেকেও Noun হল ২ প্রকার। যথা :
  1. Countable Noun 
  2. Uncountable Noun 

লক্ষ্যণীয় : Concrete Noun কে আবার ৪ ভাগে ভাগ করা যায়। যথা— 
  1. Proper Noun
  2. Common Noun
  3. Material Noun
  4. Collective Noun  

Post a Comment (0)
Previous Post Next Post