Grammar : Preposition

What is Preposition?





Pre + position = Preposition; pre অর্থে পূর্বে আর position অর্থ অবস্থান। অতএব,  Preposition অর্থ পূর্বে অবস্থান। 

সংজ্ঞা : যে word সাধারণত noun, noun phrase, pronoun, gerund  ইত্যাদির পূর্বে বসে এদের সাথে বাক্যের অন্য word / phrase এর সম্পর্ক নির্দেশ করে তাকে Preposition/ relating word বলে। যেমন : He is in the room.

তবে verb কে নির্দেশ করতে বাক্যের শেষে কোন Preposition বসলে তা adverb হবে। যেমন : Please come in. (দয়া করে ভিতরে আসুন।)

Preposition এর প্রকারভেদ : 
Preposition নিম্নলিখিত ৬ প্রকারের হয়ে থাকে। যথা : 
  1. Simple Preposition
  2. Double Preposition
  3. Compound Preposition
  4. Phrase Preposition
  5. Participle Preposition
  6. Disguised Preposition
(এখন আমরা প্রত্যেক প্রকারের বিস্তারিত পরিচয় ও ব্যবহার জানব।) 

1. Simple Preposition : সাধারণত একটিমাত্র word দ্বারা Simple Preposition গঠিত হয়। যেমন : At, on, by, for, from, with, after, of, off, through ইত্যাদি। 

2. Double Preposition : যখন দুটি Simple Preposition একত্র যা যুক্ত হয়ে একটি Preposition এর মত ব্যবহৃত হয় তখন তাকে Double Preposition বলে। অর্থাৎ,

Double Preposition = Preposition + Preposition  

Double Preposition এর উদাহরণ হল into (in + to), within (with + in), beside (by + side), onto (on + to), upon (op + on) ইত্যাদি। চলুন বাক্যে এদের প্রয়োগ দেখা যাক— 

The machine is out of order.
যন্ত্রটি অকেজো।
এখানে, out + of মিলে একটি মাত্র preposition  এর মত কাজ করেছে।

The cow lives upon grass.
এখানে upon = up + on; বলা বাহুল্য, up এবং on প্রত্যেকেই preposition এবং upon শব্দটি এদের সমষ্টি হয়ে একটিমাত্র preposition এর ন্যায় কাজ করেছে।

We lowered the boat onto the sea.
আমরা নৌকাটি সাগরে নামালাম।
এখানে onto = on + to যুক্ত হয়ে একটিমাত্র preposition এর ন্যায় কাজ করেছে।

3. Compound Preposition : কোন noun, adjective বা adverb এর পূর্বে কোন Simple Preposition যুক্ত হয়ে যে Preposition গঠিত হয় তাকে Compound Preposition বলে। যেমন :
  • across = (on + cross) 
  • about = (on + by + out) 
  • behind = (by + hind) 
  • before = (by + fore)
  • above = (on + by + up)
  • below = (by + low) 
  • along = (on + long)
  • between = (by + twin)
  • beside = (by + side)
  • beyond = (by + yong)

Compound Preposition গঠন করতে সাধারণত : on এর স্থলে a এবং by এর স্থলে b বা be হয়।

লক্ষ্য করুন : Compound Preposition গঠিত হওয়ার সময় by (preposition) টি be –তে এবং on (preposition) টি a –তে রূপান্তরিত হয়েছে। 

4. Phrase Preposition : যখন দুই বা ততোধিক Preposition একত্র হয়ে একটি একক Preposition রূপে ব্যবহৃত হয়ে কোন Phrase এর ন্যায় কাজ করে তখন তাকে Phrase Preposition বলে। যেমন : on account of, by dint of, by means of, in front of, in stead of, look for ইত্যাদি। 

[ Phrase এর সংজ্ঞা টা আরেকবার মনে করুন : দুই বা ততোধিক word একত্রে যখন একটিমাত্র parts of speech এর মত বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে Phrase বলে। ] 

চলুন বাক্যের মাধ্যমে Phrase Preposition এর প্রয়োগ দেখি : 
(i) There is a pond in front of our school. (আমাদের স্কুলের সামনে একটি পুকুর আছে।) 
এখানে, in front of = before = সামনে। তাহলে দেখা গেল যে in + front + of এই তিনটি word মিলে একটিমাত্র preposition (before) এর কাজ করেছে।

(ii) I could not pass the exam in spite of my hard work. (কঠোর পরিশ্রম সত্ত্বেও আমি পরীক্ষায় পাস করতে পারি নি।) 

(iii) We worked at home instead of going to school. (আমরা স্কুলে না গিয়ে বা স্কুলে যাওয়ার পরিবর্তে বাড়িতে কাজ করেছিলাম।)

(iv) I could not go to school because of my illness. (অসুস্থতার জন্য আমি স্কুলে যেতে পারি নি।) 
এখানে, because of = for = কারণে। 

5. Participle Preposition : Present Participle বা Past Participle যদি Preposition এর ব্যবহৃত হয় তখন তাকে Participle Preposition বলে। 

চলুন বাক্যের মাধ্যমে Participle Preposition এর প্রয়োগ দেখি :

(i) Regarding this matter I know nothing. (এ ব্যাপারে আমি কিছু জানি না।) 

এখানে, Regarding = about = সম্বন্ধে৷ কিন্তু এটি একটি Present Participle আর এজন্য একে বলে Participle Preposition. 

(ii) The Pashur flows past our village. (আমাদের গ্রামের পাশ দিয়ে পশুরনদী বয়ে গেছে।)

এখানে, past = by কিন্তু past শব্দটি একটি Past Participle সেজন্যে একে বলে Participle Preposition. 

6. Disguised Preposition : কোন কোন ক্ষেত্রে on, at, of, per (preposition) এর পরিবর্তে a বা o' ব্যবহৃত হয়। এরূপ a বা o কে Disguised Preposition বলে। যেমন : 
It is six o'clock ( o = of ). 
He went a hunting ( a = on ). 
He comes here thrice a week ( a = in ). 

যারা এখনো বুঝতে পারেন নি, তারা নিচের উদাহরণগুলো দেখুন— 
  • The poor man went on begging. (গরিব লোকটি ভিক্ষা ক'রে চলল।) এটিকে যদি আমরা Disguised Preposition এর মাধ্যমে লিখি তবে, The poor man went a begging. (অর্থই একই)। তাহলে এখানে, on = a এ রূপান্তরিত হয়েছে। 
  • (b) He receives a salary of 5,0000 taka (for) a month.
  • (c) Rice sells fifteen taka (for) a k.g. 
  • (d) He comes here once (in) a day. 
[ বাক্যেগুলোতে ব্রাকেটের ভেতর Disguised Preposition ব্যবহার হয়েছে। যেগুলো প্রায় উহ্য থাকে। ]

এবার কিছু বিষয় জানার প্রয়োজনে আলোচনা করছি। এগুলো জেনে রাখা ভালো। এগুলো থেকে অনেক সময় বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাই একবার হলেও মন দিয়ে পড়ে রাখুন। 

Prepositional Object

যে noun, pronoun, বা noun phrase এর আগে preposition ব্যবহৃত হয় তাকে বলে Prepositional Object. অর্থাৎ, ঐ noun, pronoun, বা noun phrase টিকে তখন ব্যবহৃত preposition এর Object বলে। আর এজন্যে preposition এর পরবর্তী pronoun এর objective case ব্যবহৃত হয়। যেমন :  
Incorrect : I looked at he.
Correct : I looked at him.
at preposition এর পরে he না বসে him বসবে; কারণ, him হল এখানে Prepositional Object.

Incorrect : You looked for l. 
Correct : You looked for me.

Incorrect : He looked the pen for she.
Correct : He looked the pen for her.

Incorrect : We sat by they.
Correct : We sat by them.

Incorrect : He lives with he.
Correct : He lives with him. 

Detached Preposition

নিচের বাক্যটি পড়ুন— 
  • I live with my father. 
  • He reads in class ten.
  • You sit on the chair.
  • We are going to Dhaka.
  • He has come from India.
  • I depend upon my father. 

উপরের সবগুলো বাক্যে noun, pronoun ইত্যাদির আগে preposition গুলো my father (noun phrase) এর আগে preposition বসেছে। কিন্তু বাক্যটিতে interrogative (প্রশ্নবোধক) করলে with preposition টি বিচ্ছিন্ন হয়ে আলাদাভাবে ব্যবহৃত হবে। যেমন : 
  • Whom/ Who do I live with? (আমি কার সাথে থাকি?)এখানে with preposition এর পরে whom বসেনি। এভাবে— 
  • What class does he read in? 
  • You have a chair to sit on?
  • Do you have a chair to sit on? 
  • Whom do I depend upon?
  • Where have you come from? (তুমি কোথেকে এসেছ?) 
  • I have no person to depend upon? (নির্ভর করতে পারি এমন কেউ আমার নেই।)
  • Who/ Whom have you bought it for? (তুমি এটা কার জন্য কিনেছ?)
  • Where are we going to? 

তাহলে আমরা দেখলাম যে, interrogative pronoun (যেমন : what, whom, which) এর আগের preposition তাদের সাথে সম্পর্কহীন বসে৷ আবার নিচের বাক্য দুটি পড়ুন— 
  • I have no brother.
  • I can live with him.

বাক্য দুটিকে Relative Pronoun "whom'' ব্যবহার ক'রে যুক্ত করলে পাওয়া যায়—  I have no brother whom I can live with. (আমার কোন ভাই নেই যার সাথে আমি থাকতে পারি।)

এখানে Relative Pronoun "whom'' এর আগে না ব'সে with preposition টি ব্যবহৃত হয়েছে তার পরে— বিচ্ছিন্নভাবে। এভাবে - There is no chair here which I can sit on. বাক্যটিতে which এর পরপরই on না বসে তা পরে বিচ্ছিন্নভাবে বসেছে।

এই রূপে prepositional objective —এর সাথে সম্পর্কহীন যখন কোন preposition ব্যবহৃত হয় তখন তাকে বলে Detached Preposition বা বিচ্ছিন্ন preposition. তাহলে আমরা দেখলাম যে preposition এর Detached ব্যবহার হয়— 
  • Interrogative Pronoun
  • Adverb (যেমন : where, here) 
  • Relative Pronoun এর ক্ষেত্রে। 

Other Parts Of Speech Used As Preposition

কখনও কখনও noun, adjective, verb, participle ও conjunction ও –preposition হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন : 
  • Noun : Despite of his failure, he did not lose heart. (despite = সত্ত্বেও,  lose heart = হতাশ হওয়া।)
  • Adjective : The school is situated near (= by = beside) the market.
  • Verb : All attended the picnic save (= except = but for) your brother. 
  • Participle : We shall reach there before half-past nine.
  • Conjunction : None but (= except = ব্যতিত) Rahim has done it. 

Chart of Preposition

On = উপরে
Up = উপরে
Above =উপরে
Top = উপরে
Over = উপর দিয়ে
In = মধ্যে 
Under = নিচে
Down = নিচে
Below = নিচে
Bottom = নিচে 
Beneath = নিচ দিয়ে
Beside = পার্শ্বে
Against = বিরুদ্ধে 
Next = পরে/ পরবর্তীতে
To = প্রতি
From = হইতে
Into = (বাহির থেকে) ভিতরে (গতিশীল)
Across = আড়াআড়ি ভাবে
Along = সোজা/ বরাবর
Through = মধ্য দিয়ে
Towards = দিকে 
Behind = পিছনে
Beside = তাছাড়া
For = জন্য/ কারণ
Since = হইতে/ যেহেতু
Till/ untill = পর্যন্ত/ পর্যন্ত না
By = দ্বারা
With = দ্বারা/ সাথে
Without = ছাড়া
About = সম্পর্কে 
Between = দুয়ের মধ্যে 
Among = অনেকের মধ্যে 
Within = মধ্যে/ সময়ের
At = তে/ প্রতি
Of = র/ এর
Off = দূরে/ বাহিরে
After = পরে
Before = পূর্বে/ সামনে 
Away = দূরে
Upon = উপরে
During = ঐ সময়ে/ কালে
But = কিন্তু 
Than = চেয়ে
Throughout = সম্পূর্ণরূপে
Ahead = সামনে
Out = বাহিরে।

Preposition এর ব্যবহার সম্পর্কে বিশেষ জ্ঞাতব্য : 
  1. Preposition এর পরে সাধারণত noun/ pronoun বসে।
  2. Preposition এর পরে pronoun এর object form বসে।
  3. Preposition এর পরে verb এর ing form বসে।

Diagram থেকে সহজে Preposition শিখুন

  • Above = উপরে স্থিরভাবে অবস্থান; 
  • Over = উপরে গতিশীল;
  • On/ on top of = স্পর্শ অবস্থায় উপরে; 
  • Upon = স্পর্শভাবে উপরের পাশে;
  • Beside = পাশে বুঝাতে;
  • Up = নিচ থেকে উপরে বুঝাতে;
  • Into = ভিতরের দিকে গতিশীল বুঝাতে;
  • Through = কিছুর মধ্য দিয়ে বুঝাতে;
  • In = ভিতরে স্থির অবস্থায় বুঝাতে;
  • Inside = ভিতরে কোন পাশে;
  • To = ভিতরের দিকে গতিশীল অবস্থা বুঝাতে; 
  • Towards = কোন দিকের অভিমুখে;
  • From = কোন কিছু হতে বাহিরে বুঝাতে;
  • Out side = কোন কিছুর বাহির পাশে;
  • Under = স্পর্শ অবস্থায় নিচে;
  • Underneath = দৃশ্যমান অবস্থায় পানির নিচে;
  • Beneath = নিম্ন/ নিচে সাধারণ অর্থে;
  • Below = বিচ্ছিন্নভাবে নিচে অবস্থান;
  • Out of = ভিতর থেকে বের হয়ে বাহিরে দিকে গতিশীল;
  • Down = ভিতরে নিম্নে আছে এমন বুঝাতে।

পরবর্তী পোস্টে  Preposition এর ব্যবহার নিয়ে আলোচনা করা হলো।

Related Links
Post a Comment (0)
Previous Post Next Post