এসো! ইংরেজিতে দু’টো কথা বলি : পাঠ - ৯

ইংলিশ স্পোকেন শিখি স্মার্টলি আর তারই ধারাবাহিকতায় এখন আলোচনা করব পরবর্তী ইজি মেথড স্পোকেন স্ট্রাকচারগুলো। এই স্ট্রাকচারগুলো শিখার মাধ্যমে আপনি খুব সহজে কম সময়ে ইংরেজিতে বাক্য তৈরি করে তা বলতে পারবেন। এগুলো অনেকটা লেটেস্ট আর যার ফলো এগুলোর মাধ্যমে আপনি নেটিভ স্পীকারদের সাথে কথা বলার সময় অনেকটা কমফোর্টেবল ফিল করবেন এবং অনেকটা ইজি লাগবে নিজেকে। তাহলে শুরু করি আজকের এপিসোড —

Structure — 1 :
I can't wait to ..................
..................আমার আর তর / দেরী সইছে না।

এই স্ট্রাকচারটি আমরা ব্যবহার করব কোথায় তাইতো। অথবা নেটিভ স্পীকাররা এটা কোথায় কিভাবে ইউস করে তা আমাদের জানতে হবে। চলুন বাংলায় উদাহরণ দিয়ে বুঝিয়ে নিই :

তোমাকে দেখার জন্য আমার আর তর সইছে না।
I can't wait to see you.

তোমার সাথে কথা বলার জন্য আমার আর তর সইছে না।
I can't wait to talk to you.

আপনার নতুন ভিডিও দেখার জন্য আমার আর দেরি সইছে না।
I can't wait to watch your new videos.

তাদের সাথে খেলতে আমার আর তর সইছে না।
I can't wait to play with them.

তোমার সাথে কথা বলার জন্য তার আর দেরি সইছে না।
He can't wait to talk to you.

Structure — 2 :
I would hate for you to ..................
..................আমি পছন্দ করি না।

এটা সাধারণত সেইসব ক্ষেত্রে ব্যবহার যেমন ধরেন— আপনার সামনে কোনো একজন কিছু একটা করতেছে যেটা আপনার অপছন্দ কিংবা এমন কিছু যেগুলো আপনি পছন্দ করেন না। বলতে গেলে আমরা বাঙালিরা যেখানে যেখানে I don't like ব্যবহার করে থাকি নেটিভ স্পীকাররা সেখানে সেখানে I would hate for you ব্যবহার করে থাকে। অর্থাৎ I don't like অল্টারনেটিভ হিসেবে I would hate for you ব্যবহার করুন। উদাহরণ:

তুমি এই অফিস ছেড়ে চলে যাও এটা আমি পছন্দ করছি না।
I would hate for you to leave the office.

তুমি অসুস্থ হয়ে যাও এটা আমি পছন্দ করছি না।
I would hate for you to get sick.

তুমি ক্রিকেট খেলতে যাও এটা আমি পছন্দ করছি না।
I would hate for you to play cricket.

তুমি বিদেশ চলে যাও এটা আমি পছন্দ করছি না।
I would hate for you to go abroad.

Structure — 3 :
I can't help verb + ing ..................
(অবশ্যই করা অর্থে)

আমাদের এমন কিছু কাজ থাকে যা আমরা না করে থাকতেই পারি না। অনেকটা জোর দিয়ে বলা চলে। সাধারণত আমরা যেখানে Must ব্যবহার করা বুঝি সেখানে আমরা Must না বলে I can't help এবং Verb এর present form এর সাথে ing যোগ করে বলবো। চলুন উদাহরণ দিয়ে বিষয়টা সহজ করি :
তোমাকে না দেখে আমি থাকতে পারি না।
I can't help seeing you.

তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না।
I can't help talking to you.

আমি শপিং না করে থাকতেই পারি না।
I can't help going shopping.

আমি এই স্ট্রাকচারগুলো না পড়ে থাকতেই পারি না।
I can't help reading this structures.

এবার আপনার কাজ হলো উপরের তিনটি স্ট্রাকচার খুব দ্রুত শিখে ফেলা এবং সেটা থেকে অনেক অনেক বাক্য তৈরি করে ফেলা। তারপর স্মার্টলি এগুলো ব্যবহার করে নিজেকে স্মার্ট স্পীকার বানিয়ে ফেলুন।

Related Links
এসো! ইংরেজিতে দু’টো কথা বলি → পাঠ-১পাঠ-২পাঠ-৩পাঠ-৪পাঠ-৫পাঠ-৬পাঠ-৭পাঠ-৮ → পাঠ-৯ → পাঠ-১০পাঠ-১১ → পাঠ-১২
Post a Comment (0)
Previous Post Next Post