এসো! ইংরেজিতে দু’টো কথা বলি : পাঠ - ৭

ইংলিশ স্পোকেনে ডেভেলপ করতে আপনার প্রতিনিয়ত নতুন ফর্মুলা ব্যবহার করে নতুন ভাবে বাক্য গঠন করার বিকল্প নেই।আর তাই আপনার জানার পরিধি বাড়াতে প্রতিনিয়ত চেষ্টার কমতি রাখা যাবে না।সেই ধারাবাহিকতায় আজ শিখবো সহজ ফর্মুলায় কিভাবে একটি মেথড থেকে হাজার হাজার বাক্য ক্রিয়েট করা যায়।

Structure — 1 :
I bet....................
(বাজি ধরে কিংবা হলফ করে বলা)

আমরা যখন কারো সাথে কথা বলতে বলতে হরহামেশাই বলে থাকি আমি বাজি ধরতে বলছি কিংবা হলফ করে বলতে পারি তুমি এটা পারবে কিংবা পারবে না। উদাহরণ –

আমি বাজি ধরে বলতে পারি ও আসবে না।
I bet he will not come

আমি হলফ করে বলতে পারি তুমি এই চাকুরীটা পাবে।
I bet you will get the job.

আমি বাজি ধরে বলতে পারি তুমি জিতবে।
I bet you will win the match.

আমি হলফ করে বলতে পারি তুমি একজন বিসিএস ক্যাডার হবে।
I bet you will be a BCS cadre.

আমি বাজি ধরে বলতে পারি আপনি ইংরেজি শিখবেন।
I bet you will learn English.

Structure — 2 :
I can hardly believe that....................
আমার বিশ্বাসই হচ্ছে না যে....................

কথোপকথনের মাঝে আমরা হঠাৎ এমন কিছু জানতে বা শুনতে পাই যা আমাদের বিশ্বাস হতে চায়না এ ধরনের বাক্যে I can hardly beliefs that ব্যবহার করতে হয়। উদাহরণ —

আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি এই কাজটি করেছো।
I can hardly believe that you have done it.

আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি IELTS এ ৮ পেয়েছো।
I can hardly believe that you have got 8 in IELTS.

আমি বিশ্বাসই করতে পারছি না যে তোমার মোবাইলটি হারিয়ে গেছে।
I can hardly believe that you have lost your mobile phone.

আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি পরীক্ষায় প্রথম হয়েছো।
I can hardly believe that you have stood first in the examination.

আমি বিশ্বাসই করতে পারছি না যে সে তোমাকে প্রত্যাখান করেছে।
I can hardly believe that you have rejected from her.

Structure— 3 :
How about....................?
....................কেমন হয়?

অনেকসময় কথোপকথনে আমরা এমন মতামত প্রকাশ করে থাকি যে - কাজটি করলে কেমন হয় কিংবা এখন গেলে কেমন হয়। অর্থাৎ কোথাও আমরা আমাদের মতামত "কেমন হয়" প্রকাশ করতে How about ......... ব্যবহার করতে পারি। উদাহরণ —

বাহিরে গেলে কেমন হয়।
How about going outside.

রেস্টুরেন্টে খেলে কেমন হয়।
How about eating out in restaurant.

আজকে বিকেলে দেখা করলে কেমন হয়।
How about meeting this afternoon.

এই স্ট্রাকচারগুলো শিখলে কেমন হয়।
How about learning this structure.

এই কাজটি করলে কেমন হয়।
How about doing the work.

তাহলে এবার উপরের স্ট্রাকচারগুলো ব্যবহার করে নতুন নতুন বাক্য তৈরি করুন এবং সেগুলো আপনার দৈনন্দিন কথাবার্তায় ব্যবহার করুন।যোগ করুন আপনার স্পোকেনে এবং নতুনত্বের মাত্রা আনুন আপনার কথোপকথনে।

Related Links
এসো! ইংরেজিতে দু’টো কথা বলি → পাঠ-১পাঠ-২পাঠ-৩পাঠ-৪পাঠ-৫পাঠ-৬ → পাঠ-৭ → পাঠ-৮পাঠ-৯পাঠ-১০পাঠ-১১ → পাঠ-১২
Post a Comment (0)
Previous Post Next Post