এসো! ইংরেজিতে দু’টো কথা বলি : পাঠ - ৫

ইংরেজি বলা এবং শেখা আমাদের অনেকের কাছে স্বপ্নের মতো। যেহেতু আমরা জাতিতে বাঙালি তাই ইংরেজি আমাদের কাছে কঠিন লাগে। আমি শুরু হতে একটা কথা প্রায়ই বলে আসছি তা হল: ইংরেজি ভাষা বলতে পারা আর লিখতে পারা একজিনিস নয়। আপনি কোনো ভাষায় কথা বলতে চাইলে আপনার ঐ ভাষার ব্যাকরণের উপর মোটামোটি একটা আইডিয়া থাকলেই হয়। কিন্তু যখন এটাকে লেখনিতে ভাষাতে পরিণত করতে যাবেন তখন এই ভাষার সকল খুটিনাটি ব্যাকরণ আপনার জানা লাগবে।

যাইহোক আমাদের টার্গেট যেহেতু ইংরেজি বলা। সুতরাং আমরা এটাকে ভাষা হিসেবে দেখবো এবং ভাষা যেহেতু মনের ভাবের আদান–প্রদান। সুতরাং আপনার ভাবের বিনিময় হওয়াটাই আসল কথা।

আজ আমরা শিখবো মাত্র ৩ টি নিয়মে আপনি অনেক কিচ্ছু বলতে পারবেন সহজে।

Structure – 1 :
There is nothing as .................... as ....................

Example
There is nothing as important as learning English.
ইংরেজি শেখার মতো এতো গুরুত্বপূর্ণ আর কিছু নেই।

There is nothing as entertaining as watching movies.
মুভি দেখার মতো এরকম বিনোদন আর কোন কিছুতেই নেই।

There is nothing as enjoyable as hanging out with friends.
বন্ধু–বান্ধবদের সাথে ঘুরতে যাওয়ার মতো এতো আনন্দদায়ক আর কিছু নেই।

There is no teacher who is as cordial as Karim sir.
করিম স্যারের মতো এতো হৃদয়বান শিক্ষক আর কোথাও নেই।

There is nothing as pleasant as roaming with family.
পরিবারের সাথে বাইরে বেরোনোর মতো মনোরম আর কোনো কোনো কিছুতেই নেই।

নোট — সবসময়ই দুটি as এর মাঝে adjective বসবে।

Structure – 2 :
There is nothing I like better than.............

Example
চকোলেটের মতো এতো পছন্দ আমি আর কোনো কিছুতেই করিনা।
There is nothing I like better than chocolate.

সে আইসক্রিমের মতে এতো পছন্দ অন্যকিছু করেনা।
There is nothing she likes better than Ice cream.

ইংরেজি শেখার মতো এতো পছন্দের আমার কাছে আর কিছুই নেই।
There is nothing I like better than learning English.

ইংরেজি মুভির মতো বেশি পছন্দ আমি আর কিছু করিনা।
There is nothing I like better than English movies.

ক্রিকেট খেলার চেয়ে আমার কাছে ভালো আর কিছু নেই।
There is nothing I like better than playing cricket.

গণিত করার মতো ভালো আর কোনো অনুশীলন আমার কাছে নেই।
There is nothing I like better than practice math.

Structure – 3 :
You only have to ................... in order to ......................

Example
শুধুমাত্র তোমাকে ইংরেজি শিখতে হবে একটি ভালো চাকুরী পাবার উদ্দেশ্যে।
You only have to learn English in order to get a very good job.

তোমাকে শুধুমাত্র IELTS পরীক্ষায় 7 পেতে হবে বিদেশ যাবার উদ্দেশ্যে।
You only have to get 7 in IELTS in order to go abroad.

তোমাকে শুধুমাত্র এই স্ট্রাকচারগুলো শিখতে হবে ভালো ইংরেজি তে কথা বলার উদ্দেশ্যে।
You only have to learn this structure in order to speak well in English.

তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে শুধুমাত্র পরীক্ষায় ভালো করার উদ্দেশ্যে।
You only have to work hard in order to get good result in the exam.

নেটিভ স্পীকাররা এগুলো আজকাল বেশি ইউস করে। এগুলো দেখতে একদম নতুন। আর সবচেয়ে বড় কথা এগুলো দিয়ে অনেক সহজে অনেকগুলো বাক্য ক্রিয়েট করা যায়।তাই দেরি না করে শিখে ফেলুন এগুলো এবং নিজে নিজে অনেকগুলো করে বাক্য মেইক করুন আর মুখে প্রাকটিস করতে থাকুন।

আজিবুল হাসান
৭ এপ্রিল, ২০২১

Related Links
এসো! ইংরেজিতে দু’টো কথা বলি → পাঠ-১পাঠ-২পাঠ-৩পাঠ-৪ → পাঠ-৫ → পাঠ-৬পাঠ-৭পাঠ-৮পাঠ-৯পাঠ-১০পাঠ-১১ → পাঠ-১২
Post a Comment (0)
Previous Post Next Post