এসো! ইংরেজিতে দু’টো কথা বলি : পাঠ - ৮

ইংরেজি ভাষাকে আমাদের দেশে সেকেন্ড ল্যাংগুয়েজ হিসেবে ধরা হয়ে থাকে। বিশ্বে ইংরেজি ভাষার গুরুত্ব কে না জানে। আর তাই যুগের সাথে অবস্থানের সাথে তাল মেলাতে আমাদের দেশেও দিনদিন এর গুরুত্ব বেড়েই চলছে। আর তাই ইংরেজি ভালোভাবে জানা আমাদের সবার উচিত। জীবনের উত্তরোত্তর উন্নতি পাবার জন্যে ইংরেজি না জানার বিকল্প আপনার কাছে নাই। ইংরোজিতে একজন ভালো শ্রোতা এবং বক্তা হিসেবে আপনাকে অনেককিছু করতে হবে না; শুধু নিয়ম করে প্রতিদিন একটু একটু করে চর্চা করতে হবে। প্রতিদিন আগের দিনের চেয়ে ১ শতাংশ হলেও ডেভেলপ করুন।

আজকে আমরা শিখবো মজার কিছু বাক্য তৈরির কৌশল। এই কৌশলে আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারবেন এবং সেসব দিয়ে আপনার দৈনন্দিন অনেক কাজ ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক:

Structure —1 :
I would be better off without ....................
তোমার .................... ছাড়াও আমার চলবে।

তোমার সাহায্য ছাড়া কিংবা তোমাকে ছাড়াও আমার চলবে। এমন সব বাক্য তৈরি করতে আমরা I would be better off without ব্যবহার করব। উদাহরণ –

তোমার সাহায্য ছাড়াও আমার চলবে।
I would be better off without your help.

তুমি ছাড়াও আমার জীবন চলবে।
I would be better of without you in my life.

এই চাকুরী ছাড়াও আমার চলবে।
I would be better of without this job.

Structure — 2 :
You are not to + (verb) ..................
তুমি .................. + (করতে) পারবে না

তুমি পারবে না বোঝাতে আমরা You are not to + Verb ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি। উদাহরণ –

ক্লাসে তুমি ঘুমাতে পারবে না।
You are not to sleep in the class.

তুমি এখন যেতে পারবে না।
You are not to go to now.

তুমি খুব বেশি ফাস্ট ফুড খেতে পারবে না।
You are not to eat a lot of fast food.

তুমি এই জাদুঘরে কোনো ছবি তুলতে পারবে না।
You are not to take any picture in this museum.

Structure — 3 :
What become of .......................?
....................... কি হবে?

সাধারনত তোমার কি হবে — বুঝাতে আমরা What become of ব্যবহার করতে পারি। What become of means what happens or what will happen.

যদি তুমি চাকুরীটা না পাও তবে তোমার কি হবে?
What will become of you if you don't get the job?

আমার কি হবে যদি IELTS আমি 7 না পাই।
What will become of me if I don't get 7 in IELTS.

আবার আমরা অনেক সময় বলে থাকি যে,

What happened to him?
তার কি হয়েছিলো?

তারচেয়ে এটা না বলে What become of him? বলা অনেক ভালো। কারণ নেটিভ স্পীকাররা এটা ব্যবহার করে থাকে। কাজেই তাদের ভাষা শিখতে গেলে আমাদেরকে তাদেরই অনুসরণ করতে হবে।

পরিশেষে বলতে চাই— এই তিনটি ফর্মুলা দিয়ে অনেক অনেক বাক্য মেইক করুন এবং এগুলোর ব্যবহার শুরু করে দিন।

Related Links
এসো! ইংরেজিতে দু’টো কথা বলি → পাঠ-১পাঠ-২পাঠ-৩পাঠ-৪পাঠ-৫পাঠ-৬পাঠ-৭ → পাঠ-৮ → পাঠ-৯পাঠ-১০পাঠ-১১ → পাঠ-১২
Post a Comment (0)
Previous Post Next Post