ছাত্র ও ট্রেনের টিকিট চেকারের মধ্যে সংলাপ

একজন ছাত্র ও ট্রেনের টিকিট চেকারের মধ্যে সংলাপ লেখো।


চেকার : এই ছেলে, তোমার টিকিটটা দেখাও।

রাব্বি : আমি তো টিকিট কাটিনি।

চেকার : কেন কাটনি?

রাব্বি : টিকিট কাটার সময় পাইনি।

চেকার : বিনা টিকিটে ট্রেন ভ্রমণ অপরাধ জানো?

রাব্বি : না।

চেকার : তোমাকে জরিমানাসহ টিকিটের দাম দিতে হবে।

রাব্বি : আপনি আমাকে চেনেন? আমি স্টুডেন্ট এবং স্টেশনের পাশেই আমার বাড়ি।

চেকার : তুমি যেই হও না কেন, তুমি টিকিট না কেটে অপরাধ করেছ, ভ্রমণ আইনে তুমি অপরাধী এটাই তোমার বড় পরিচয়।

রাব্বি : সামান্য একটা টিকিট কাটিনি তাই এত কথা? দেশের অনেকেই তো কত বড় বড় অপরাধ করছে, সারাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে, তাদের ধরবে কে?

চেকার : মানলাম দেশে অনেক দুর্নীতি হচ্ছে, তাই বলে তুমি ছাত্র হয়েও তাতে অংশ নেবে? যারা এসব অপরাধ করছে আমরা সবাই জানি এগুলো ঠিক নয়। তুমি ছাত্রজীবন থেকেই যদি সৎ না হও তাহলে বাকি জীবনে আর সৎ হতে পারবে না। তাই এখন থেকেই সৎ হওয়ার চর্চা করো।

রাব্বি : আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমার ভুল হয়েছে। ঠিক আছে, টিকিট দিন।
Post a Comment (0)
Previous Post Next Post