ইভটিজিং সম্পর্কে বাবা ও ছেলের মধ্যে সংলাপ

History 📡 Page Views
Published
08-Oct-2021 | 01:07:00 AM
Total View
7.1K+
Last Updated
30-Oct-2021 | 07:20:05 AM
Today View
0
ইভটিজিং সম্পর্কে বাবা ও ছেলের মধ্যে সংলাপ তৈরি করো।


বাবা : কমল, তোমার ক্লাস কটায়?

কমল : প্রথম ক্লাসটি সকাল ৯টায় ।

বাবা : ঠিক আছে, তাহলে তুমি আমার সাথেই যেতে পারবে। আমি তোমাকে কলেজে নামিয়ে দিয়ে যাব।

কমল : দরকার নেই বাবা, আমি কলেজ বাসে চলে যাব।

বাবা : রোজই তো যাও। আজ না হয় আমার সাথে গেলে।

কমল : ঠিক আছে চলো (দুজন গাড়িতে উঠল)।

বাবা : আচ্ছা কমল, ক্লাসের পরে কি বাসায় ফিরে যাবে?

কমল : কিছু সময় বন্ধুরা মিলে আড্ডা দেব। তারপর বাসায় যাব।

বাবা : কিছু মনে করো না, কোনো রাস্তার মোড়ে আড্ডা দাও না তো!

কমল : কেন বাবা, হঠাৎ এ প্রশ্ন করছ?

বাবা : না, আজকাল ইভটিজিংয়ের মাত্রা বেড়ে গেছে তো তাই জিজ্ঞেস করলাম?

কমল : ইভটিজিং— এটা কী বাবা?

বাবা : মেয়েদের উত্ত্যক্তকরণের কাজটিকে ইভটিজিং বলে। যা রাস্তাঘাটে তোমাদের বয়সী তরুণরা করে থাকে।

কমল : আমরা বন্ধুরা মাঠে বসে গল্প করি।

বাবা : তবুও তোমার জেনে রাখা উচিত— মানবাধিকার কমিশনের মতে এটি ফৌজদারি অপরাধ।

কমল : তাই নাকি বাবা?

বাবা : হ্যা, তাই। আশা করি তুমি ও তোমার বন্ধুরা এ কাজ থেকে দূরে থাকবে।

কমল : অবশ্যই বাবা।
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 26-Oct-2022 | 07:05:38 PM

অসাধারণ