সাম্প্রতিক বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান নিয়ে পিতাপুত্রের মধ্যে সংলাপ

History 📡 Page Views
Published
09-Oct-2021 | 01:59 AM
Total View
3.6K
Last Updated
12-Nov-2021 | 08:50 AM
Today View
0
সাম্প্রতিক বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান নিয়ে পিতাপুত্রের কথোপকথন রচনা করো ।


পুত্র : বাবা, T20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা কি দেখেছ?

বাবা : হ্যা, দেখেছি। বাংলাদেশ তো এবারও সেমিফাইনাল খেলতে পারল না। বাংলাদেশ ক্রিকেট খেলতেই পারে না।

পুত্র : না বাবা, বাংলাদেশ এখন অনেক ভালো ক্রিকেট খেলছে। একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের অবস্থান সপ্তম।

বাবা : কিছু ম্যাচে যে এভাবে কাছাকাছি গিয়েও হারল তা তুই কীভাবে ব্যাখ্যা করবি।

পুত্র : কিছু ম্যাচ হেরেছে বলে তুমি তাদের খারাপ বলবে? তামিম ইকবাল এক ম্যাচে ১০৩ করেছে যা এই বিশ্বকাপের সর্বোচ্চ রান। নবাগত সাব্বির রহমানের খেলাও ছিল দেখার মতো। তাছাড়া নতুন দল হিসেবে প্রতিটি দলকেই চাপে ফেলেছে বাংলাদেশ। কিন্তু সৌম্য, মুশফিক ও সাকিব তাদের সেরাটা দিতে পারেনি।

বাবা : হ্যা, তোর কথা মানলাম। কিন্তু খেলোয়াড়দের মধ্যে চঞ্চলতা বেশি কাজ করে। স্থির মস্তিষ্কে সুন্দরভাবে খেলার প্রবণতা তাদের মধ্যে দেখা যায় না।

পুত্র : মানসিক শক্তি বাড়ানোর জন্য কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাবা : এখন আমাদের ক্রিকেট বোর্ড অনেক শক্তিশালী। বিশ্বমানের কোচ আমাদের আছে। তারপরও দুর্বল হবে কেন?

পুত্র : বাবা আমার মনে হয় এক ম্যাচ খারাপ খেললে দল থেকে বাদ পড়ার আশঙ্কা ও ভালো করতেই হবে এমন চাপেই এরকম হচ্ছে। আরও অভিজ্ঞতা প্রয়োজন ।

বাবা : এটা ঠিক, বাংলাদেশ অনেক উন্নতি করেছে। তারা আরও দায়িত্বশীল হলে আমাদের অনেক শক্তিশালী টিম হতো।

পুত্র : দেখবে, বাংলাদেশ ক্রিকেট দল একদিন বিশ্বকাপ জিতবে।

বাবা  : আমিও তেমনটাই আশা করি তাহলে বিশ্বে আমাদের দেশের সুনাম বৃদ্ধি পাবে।
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)