খাদ্যে ভেজাল এবং তার বিষক্রিয়া সম্পর্কে দুই বন্ধুর সংলাপ

খাদ্যদ্রব্যে, ওষুধপত্রে, ভোজ্যতেলে ভেজাল এবং তার বিষক্রিয়া সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা করো।

উৎপল : কিছু খেলেই মনে হয় বিষ খাচ্ছি।

নাজিম : এতো ভয় কেন বন্ধু?

উৎপল : ভয় হবে না, সব কিছুতে ভেজাল আর ভেজাল।

নাজিম : ও এই কথা। সেটা আর বলে কোনো লাভ নেই। তবে এটুকু বলতে পারি আমরা যা খাচ্ছি তার অধিকাংশই বিষাক্ত উপাদানে মিশ্রিত।

উৎপল : বাজারে এতো সুন্দর সুন্দর ফল সাজিয়ে রাখে। কিন্তু যখনি মনে পড়ে এসবে বিষাক্ত কেমিক্যাল মেশানো হয়েছে তখনই কেনার আগ্রহে ভাটা পড়ে।

নাজিম : উৎপল, তুমিতো শুধু ফলের কথা বলেছো। খাদ্যদ্রব্য না হয় বাদই দিলাম, রোগ বালাই থেকে সুরক্ষার জন্য যে ঔষধ সেবন করি সেটা কী নিরাপদ? সেখানেও ভেজাল। এছাড়াও ভোজ্যতেলে ভেজাল মেশানো হয়, যা দিয়ে আমরা প্রতিদিন কত খাবার তৈরি করি।

উৎপল : এই ভেজাল খাদ্যের বিষক্রিয়ার ফলেই আমাদের শরীরে দুরারোগ্য বিভিন্ন ব্যাধি ভর করছে। অকালে হারাতে হচ্ছে অনেক জীবন। ভেজাল প্রতিরোধে আমাদের সবাইকে এখনই সোচ্চার হতে হবে। নইলে এ বিষক্রিয়া সকলের মাঝে ছড়িয়ে পড়বে।

নাজিম : উৎপল সরকাকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।

উৎপল : শুধু সরকারের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বন্ধু। যতদিন আমাদের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ না হবে ততদিন এই সমস্যার সমাধান হবে না।

নাজিম : ঠিকই বলেছ বন্ধু আমাদেরই এই সমস্যার সমাধান করতে হবে।
Post a Comment (0)
Previous Post Next Post