ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ডাক্তার ও রোগীর মধ্যে সংলাপ

ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ডাক্তার ও রোগীর মধ্যে সংলাপ রচনা করো।


ডাক্তার : আপনার সমস্যা কী?

ডাক্তার : আপনার সমস্যা কী?

রোগী : বুক ব্যথা করে।

ডাক্তার : কত দিন থেকে?

রোগী : বেশ কিছুদিন থেকে।

ডাক্তার : আপনি কি ধূমপান করেন?

রোগী : জি।

ডাক্তার : কত বছর?

রোগী : অনেক বছর।

ডাক্তার : আপনার কিছু পরীক্ষা করতে হবে। আমার ধারণা আপনার হার্টে বড় রকমের সমস্যা হয়েছে। আর এটার একমাত্র কারণ হলো ধূমপান। আপনাকে ধূমপান ছাড়তে হবে।

রোগী : কীভাবে ছাড়তে পারি স্যার?

ডাক্তার : মানুষ পারে না এমন কাজ পৃথিবীতে খুব কম আছে। আর এটা একটা অভ্যাসমাত্র, যা আপনার নিজের তৈরি করা।

রোগী : আমি চেষ্টা করব।

ডাক্তার : আপনি কি জানেন, প্রতিবছর গড়ে কত লোক ধূমপানের কারণে মারা যাচ্ছে? এটা শুধু হার্টের সমস্যাই করে না, এর ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকিও অনেক বেশি।

রোগী : তাই নাকি স্যার? তাহলে আজকেই ছেড়ে দেব।
Post a Comment (0)
Previous Post Next Post