ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।


শফিক : কোথাও একটু বসে শান্তি নেই; যেখানেই বসি সিগারেটের ধোঁয়া।

সুমন : ঠিকই বলেছিস।

শফিক : যেখানে সেখানে ধূমপান করলে শাস্তির কথাটা এরা বোধ হয় জানে না।

সুমন : জানবে না কেন? বল মানে না।

শফিক : আসলে আইন করে তার প্রয়োগ কঠোর না করলে এরকমই হয়।

সুমন : তুই কি জানিস প্রত্যক্ষ ধূমপানের চেয়ে পরোক্ষ ধূমপানে অনেক বেশি ক্ষতি হয়।

শফিক : জানি, টিভিতে পেপারে এ বিষয়ে বিজ্ঞাপন দেখেছি।

সুমন : সিগারেটের প্যাকেটেও সতর্কতা লেখা থাকে।

শফিক : তারপরও মানুষ সিগারেট খায়।

সুমন : এগুলো দেখে রবীন্দ্রনাথের একটা গানের কথা মনে পড়ে, ‘আমি জেনেশুনে বিষ করেছি পান’।

শফিক : আসলে পঞ্চাশ টাকা জরিমানা ধূমপায়ীদের কাছে কিছুই না।

সুমন : জরিমানা বাড়ালেও লাভ হবে না। সিগারেট যার খাওয়ার সে খাবেই।

শফিক : কিছুদিন জরিমানা ভালোভাবেই আদায় হয়েছিল, তারপর আবার যা-তাই ।

সুমন : কথায় বলে, “জীব মরলে আপন দোষে; কী করবে হরিদাসে”; সিগারেটের পরিণতি জেনেও এরা খাবে।

শফিক : আমরাও কিন্তু বিপদমুক্ত নই।

সুমন : হ্যা, সিগারেট না খেয়েও আমরা ক্ষতির মধ্যে পড়ছি।

শফিক : তাহলে কী করা যায় বল তো।

সুমন : আপাতত এখান থেকে উঠতে হবে; দূরে কোথাও গিয়ে বসতে হবে ।

শফিক : চল ওই গাছতলায় গিয়ে বসি।

সুমন : চল।
Post a Comment (0)
Previous Post Next Post