বাড়িতে আমগাছ রোপন নিয়ে দুই ভাইবোনের মধ্যে সংলাপ

History 📡 Page Views
Published
08-Oct-2021 | 03:09 AM
Total View
185
Last Updated
06-Nov-2021 | 06:28 AM
Today View
0
বাড়িতে আমগাছ রোপন নিয়ে দুই ভাইবোনের মধ্যে সংলাপ রচনা কর।

অথবা, বাড়ির আঙিনায় আমগাছ রোপন করতে গিয়ে দুই ভাইবোনের সংলাপ তৈরি করো।


তারা : ভাই, তুই এত গাছ থাকতে আমগাছ আনলি কেন বাজার থেকে?

চাঁদ : আমি গল্প শুনেছি, দাদুর সময় এখানে অনেক বড় একটা আমগাছ ছিল। তাই আমিও চাই এখানে একটা বড় আমগাছ থাকুক।

তারা : দাদুর আমগাছটা এখন কোথায়?

চাঁদ : জানি না। হয়তো ঝড়ে উড়ে গেছে।

তারা : ভাইয়া, তুই বড় হয়ে কী হবি?

চাঁদ : আমি বড় হয়ে দাদু হব।

তারা : কেন?

চাঁদ : কারণ দাদু মুক্তিযুদ্ধ করেছিলেন। আমিও তাঁর মতো আদর্শ লড়াকু মানুষ হতে চাই ।

তারা : আচ্ছা, আমি হতে পারব না?

চাঁদ : কেন পারবি না? জানিস, সে সময় ছেলেমেয়ে সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছিল ।

তারা : তাহলে বড় হয়ে আমরা দুজন একসাথে মুক্তিযোদ্ধা হব দাদুর মতো।

চাঁদ : আচ্ছা।
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)