মার্চের দিনগুলি

নাগরিক জীবনের আবাসন সমস্যা নিয়ে দুই নগরবাসীর সংলাপ

নাগরিক জীবনের আবাসন সমস্যা নিয়ে দুই নগরবাসীর সংলাপ রচনা করো।

আদিল সাহেব : দিন দিন যেভাবে বাড়ি ভাড়া বাড়ছে তাতে এই শহরে থাকাটাই দায় হবে।

রশিদ সাহেব : কী আর করা আদিল সাহেব, যাদের বাড়ি আছে তারাতো আর আমাদের কথা ভাবে না। তারা সহজেই ভাড়াটিয়া পায় বলেই ভাড়া বাড়াতে দ্বিধাবোধ করে না।

আদিল সাহেব : আমার মনে হয় নগর জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আবাসন সমস্যা। প্রতিদিন যে হারে গ্রাম থেকে লোকজন শহরমুখী হচ্ছে তাতে এ সমস্যা হবে নাইবা কেন?

রশিদ সাহেব : আর এই শহরমুখো মানুষের কারণেই বাসা ভাড়া বাড়ছে। দেখা দিচ্ছে আবাসন সমস্যা। আমারতো মনে হয় কদিন পর আর থাকার জন্য বাসা বাড়ি খুঁজেও পাওয়া যাবে না।

আদিল সাহেব : পাওয়া যাবে। তবে সেটা হয়তো শহরের বাইরে।

রশিদ সাহেব : হ্যা ঠিক বলেছেন। যখন শহরে নতুন বাড়ি করার যায়গা আর খুঁজে পাওয়া যাবে না তখন কাছাকাছি জায়গাগুলোতে লোকজন বসবাস শুরু করবে।

আদিল সাহেব : তবে আবাসন সমস্যা দূরীকরণে এটা কোন সমাধান হতে পারে না। বরং আরো বড় সমস্যা দেখা দিবে ।

রশিদ সাহেব : তাহলে করণীয় কী?

আদিল সাহেব : আবাসন সমস্যা দূর করতে হলে প্রথমে শহরমুখো মানুষের স্রোত কমাতে হবে। এজন্যে শিল্প-কারখানা শহরগুলো থেকে স্থানান্তর করতে হবে। তাহলে মূল শহরে লোকসংখ্যা কমবে এবং আবাসন সংকট তৈরি হবে না ।

রশিদ সাহেব : আপনি চমংকার কথা বলেছেন। এটা একটা ভাল সমাধান হতে পারে।
Post a Comment (0)
Previous Post Next Post